শিক্ষা খবরশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস

কোভিড-১৯ অতিমারি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন প্রণয়নের নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউশির এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন ক্লাস অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন ৪টি বিষয়ের ক্লাস অন্তর্ভুক্ত করে রুটিন প্রণয়নের জন্য সকল কলেজকে নির্দেশনা দিয়েছে মাউশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার ১২/০৯/২০২১খ্রি. থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু করেছে। এ ধারাবাহিকতায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যথারীতি নির্ধারিত ও সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন ৪টি বিষয়ের ক্লাস অন্তর্ভুক্ত করে রুটিন প্রণয়নপূর্বক ০১/০১/২০২২খ্রি. থেকে বাস্তবায়নের জন্য অনুরােধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে কলেজ কর্তৃপক্ষ বাস্তবতার ভিত্তিতে ক্লাস রুটিন প্রণয়ন করবেন। সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply