শিক্ষা নিউজসকল ভর্তি খবর

হলিক্রস কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২-২৩

হলিক্রস কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২১-২০২২ শিক্ষাবর্ষ প্রকাশ হয়েছে। তেজগাও, ঢাকা, হলিক্রস কলেজের ওয়েবসাইট এ  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির তথ্যাবলি এই বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। হলিক্রস কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। Holy Cross School and College Class Xi College Admission Notice Result 2022 Circular.

আরো পড়ুন – নটর ডেম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তির আবেদন যােগ্যতাঃ

বিজ্ঞান বিভাগ : এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত (এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে)।
মানবিক বিভাগ : এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ হতে ৫০০ প্রাপ্ত।
ব্যবসায় শিক্ষা : এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ হতে ৫.০০ প্রাপ্ত।

> বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

বিজ্ঞান বিভাগের ৪.৫০ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

Can apply for Science/ Humanities/ Business Studies
Must Enter a valid mobile no. (SMS will be sent)
Apply using Individuals/Guardian’s Gmail / Facebook Account
Use one specific Id/Mobile number for one single registration at any department.

* নিমে উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে, কলেজ হতে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করতে হবেঃ সকল বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আগামী ১১ জানুয়ারি ২০২২, সকাল ৮টা হতে দুপুর ১টার মধ্যে কলেজ হতে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।

* নিমে উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে, পূরণকৃত ভর্তির আবেদনপত্র কলেজে জমা দিতে হবেঃ সকল বিভাগের পূরণকৃত ভর্তির আবেদনপত্র, আগামী ১৪ আগষ্ট সকাল ৮ টা হতে দুপুর ১টার মধ্যে প্রয়ােজনীয় কাগজপত্রসহ কলেজ অফিসে জমা দিতে হবে।

* সিলেকশন টেস্ট: বিজ্ঞান বিভাগ ২০২০ (শুক্রবার) এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ১৯ মে ২০১৯ খ্রিষ্টাব্দ (রবিবার) সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র (Permit Slip)- এ সিলেকশন টেস্টের নির্দিষ্ট সময় দেয়া থাকবে।

ভর্তির আবেদনপত্রঃ

•ভর্তির আবেদনপত্র সংগ্রহের জন্য কলেজ অফিসে যােগাযােগ করতে হবে।

•আবেদনপত্র সংগ্রহের জন্য ২০০/- (দুইশত টাকা ভাংতি) আনতে হবে।

•আবেদনপত্র শিক্ষার্থী ছাড়াও পিতা-মাতা বা অভিভাবকগণও সংগ্রহ করতে পারবে।

ভর্তির আবেদনপত্র পূরণ সংক্রান্ত

•ভর্তির আবেদনপত্র কালাে কালি দিয়ে স্পষ্টাক্ষরে পরিষ্কারভাবে পূরণ করতে হবে।

•শিক্ষার্থীর সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি আবেদনপত্রের নির্দেশিত স্থানে আঠা দিয়ে লাগাতে হবে। ছবির মান অবশ্যই উন্নত হতে হবে।

•ভর্তির আবেদনপত্রের সাথে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট এর সুস্পষ্ট ফটোকপি সংযুক্ত করতে হবে (ট্রান্সক্রিপ্ট পাওয়া না গেলে ইন্টারনেট থেকে প্রাপ্ত রেজাল্ট এর কপি জমা দেওয়া যাবে)। ফটোকপির ডান পাশের উপরের কোণায় প্রবেশপত্র (Permit Slip) নম্বর লিখতে হবে।
প্রবেশপত্র (Permit Slip) সংগ্রহের পর তা সযত্নে রাখতে হবে, কোনক্রমে প্রবেশপত্র (Permit Slip) হারিয়ে গেলে বা নষ্ট হলে যথাশীঘ্র কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে। ভর্তির সকল কাজের জন্য, তা অবশ্যই সঙ্গে আনতে হবে।

•আবেদনপত্র জমা দেয়ার দিন অবশ্যই শিক্ষার্থীকে নিজে আসতে হবে।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

হলিক্রস কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

হলিক্রস কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

হলিক্রস কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

হলিক্রস কলেজে ভর্তি বিজ্ঞপ্তি এর ভর্তি সংক্রান্ত

•ভর্তির ফলাফল ১৬ আগষ্ট ২০২০ (রবিবার) ১১টার পর কলেজ নােটিশ বাের্ড ও কলেজ ওয়েব সাইটে (www.hccbd.com) প্রকাশ করা হবে। ২৬ মে ফলাফল প্রকাশের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ২৭ মে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রবেশপত্র (Permit Slip) দেখিয়ে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে।

•ভর্তির দিন হলি ক্রস কলেজের প্রবেশপত্র (Permit Slip) অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়াও পূরণকৃত ফরম, মূল ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, সদ্যতােলা ১ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি এবং নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট দিন ও সময়ে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।

•ভর্তির দিন কোন অভিভাবক কলেজ গেটের ভিতরে প্রবেশ করতে পারবেন না।

•ভর্তির সকল কাজের জন্য শিক্ষার্থীকেই আসতে হবে।

আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ- ৭৫০, ব্যবসায় শিক্ষা বিভাগ- ২৮০ ও মানবিক বিভাগ- ২৭০।

বিদ্রঃ বিবাহিতদের আবেদন করার প্রয়ােজন নাই। এইচ এস সি পরীক্ষার পূর্বে কারাে বিয়ে হলে তাকে টিসি, দেয়া হবে (বাল্য বিবাহ আইনত অপরাধ)। অবশ্যই কলেজ নির্ধারিত পােশাক পরিধান করতে হবে। কলেজে মােবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এতে আপত্তি থাকলে আবেদন করার প্রয়ােজন নাই।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group