শিক্ষা নিউজ

চট্টগ্রাম কর অঞ্চল-২ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Chittagong Tax Zone-2 New Recruitment Circular 2022

Chittagong Tax Zone-2 New Recruitment Circular 2022 চট্টগ্রাম কর অঞ্চল-২ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শাখা-৩ (আয়কর) এর কর অঞ্চল-২, চট্টগ্রাম এর শুনা পনে বিধি মোতাবেক জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে চট্টগ্রাম বিভাগে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শর্তসাপেক্ষে Online-a (http://ctax2.teletalk.com.bd ওয়েবসাইটে) পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

Chittagong Tax Zone-2 New Recruitment Circular 2022 চট্টগ্রাম কর অঞ্চল-২ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Chittagong Tax Zone-2 New Recruitment Circular 2022 চট্টগ্রাম কর অঞ্চল-২ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কোভিড-১৯ যা করোনাভাইরাস নামে পরিচিত শব্দটি ল্যাটিন করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ মুকুট। কারণ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মত। ভাইরাসের উপরিভাগে প্রোটিন সমৃদ্ধ থাকে যা ভাইরাল স্পাইক পেপলোমার দ্বারা এর অঙ্গসংস্থান গঠন করে। এ প্রোটিন সংক্রামিত হওয়া টিস্যু বিনষ্ট করে। ভাইরাসটি ডাইমরফিজম রুপ প্রকাশ করে। ধারনা করা হয়, প্রাণীর দেহ থেকে এই ভাইরাস প্রথম মানবদেহে প্রবেশ করে। Covid-1, known as coronavirus, is derived from the Latin corona, which means crown. Because the electron microscope looks like a crown in the virus. The surface of the virus is rich in protein, which forms its body by viral spike papilloma. This protein destroys the tissues infected. The virus manifests in the form of dimorphism. It is believed that the virus first enters the human body from the body.

চিনের ইউহান প্রদেশে করোনা ভাইরাসের প্রথম হদিশ। ইউহানের মাছের বাজার থেকে ছড়ায় এই ভাইরাস। এই অঞ্চলেই বেশিরভাগ সংক্রমণের ঘটনা ঘটেছে, যা এখন বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে করোনাভাইরাস সংক্রমনে প্রাণহানি ৮ হাজার ছাড়িয়েছে; আক্রান্ত ২ লাখ মানুষ। বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। প্রতিদিন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মূলত গবাদি পশু থেকে ছড়ায় বলে করোনার ক্ষেত্রে বিপদ অনেক বেশি। পশু-পাখি ও গবাদি পশুর সংস্পর্শে থাকা মানুষের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা বেশি। পশুর লোম, মল থেকেই এই ভাইরাস সংক্রমণের প্রবণতা বেশি। সরাসরি মানুষের দেহে সংক্রমিত হয় এই ভাইরাস, মানুষ থেকেও পশুর দেহে ছড়াতে পারে।

এ ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেক জনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে।

শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে । কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। তবে খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group