২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ভােকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স প্রোগ্রামে ভর্তি
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদি শিক্ষাক্রম এইচএসসি (ভােকেশনাল) / এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। technical board hsc bm vocational admission 2023.
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন পূরণ করতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম ও প্রয়ােজনীয় নির্দেশনাবলী www.btebadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরো পড়ুন – একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি 2023
ভর্তির আবেদনের যােগ্যতা :
সরকারি প্রতিষ্ঠান (২ বছর মেয়াদি) এইচএসসি (ভােকেশনাল) প্রোগ্রামে ভর্তির কোর্স সমূহ
ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ২. ক্লদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ৩. এগ্রোমেশিনারী ৪. কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ৫. ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ৬. পােস্ট্রি রিয়ারিং এন্ড ফার্মিং ৭. ইন্ডাষ্ট্রিয়াল উড ওয়াকিং ৮. মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেন্যান্স ৯. অটোমােবাইল ১০. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ১১. ওয়েন্ডি অ্যান্ড ফেব্রিকেশন ১২, ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ১৩,
বিল্ডিং কনস্ট্রাশন অ্যান্ড মেইনটেন্যান্স ১৪, সিভিল ড্রাফটিং।
কারিগরি শিক্ষাবোর্ডে ভােকেশনাল ভর্তির শিক্ষাগত যােগ্যতা: এসএসসি (ভােকেশনাল)/ দাখিল (ভােকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা (ক্লাস্টার ভিত্তিক) ভর্তির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে পাসের সন শিথিলযােগ্য।
বেসরকারি প্রতিষ্ঠান এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) ভর্তির কোর্স সমূহ
১.কম্পিউটার অপারেশন ২. মানব সম্পদ ব্যবস্থাপনা ৩. হিসাবরক্ষণ ৪. ব্যাংকিং ৫. উদ্যোক্তা উন্নয়ন।
ডিপ্লোমা-ইন কমার্স কোর্স সমূহ
১. শর্টহ্যান্ড ২, একাউন্টিং।
কারিগরি শিক্ষাবোর্ডে বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা-ইন কমার্স ভর্তির শিক্ষাগত যােগ্যতা: ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের সকল অনুমােদিত শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি (বিজ্ঞান)/ মানবিক/ ব্যবসায় শিক্ষা এসএসসি (ভােকেশনাল)/ দাখিল দাখিল (ভােকেশনাল)/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ভর্তি কার্যক্রমের সময়সূচি :
• অন-লাইনে আবেদনের সময়সীমাঃ ০৯/০৮/২০২৩ হতে ০৫/১০/২০২০ (রাত ১১ : ৫৯ ঘটিকা পর্যন্ত)
বিদ্রঃ (ফরম পূরণের ন্যূনতম ১ ঘন্টা পূর্বে টাকা জমা ক্লাস শুরুর দিতে হবে)।
• ফলাফল প্রকাশ মূল মেধা তালিকা হতেঃ অন-লাইন আবেদনের সাথে সাথে ফলাফল পাওয়া যাবে এবং ফলাফল প্রাপ্তি সাপেক্ষে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে
• ক্লাস শুরুর তারিখঃ পরবর্তীতে জানানো হবে
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ভােকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন
www.btebadmission.gov.bd
ভর্তির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
(ব্যবসায় ব্যবস্থাপনা) ও ডিপ্লোমা ইন কমার্স অন-লাইনে ছাত্র/ছাত্রী ভর্তি সংক্রান্ত তথ্যাবলি :
• প্রার্থী নির্বাচনে কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবলমাত্র এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
• ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র অন-লাইনের মাধ্যমে দাখিল করতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম, ভর্তির নির্দেশিকা ও আবেদনের নিয়মাবলী বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড এর ওয়েবসাইটে (www.bteb.gov.bd, www.btebadmission.gov.bd) পাওয়া যাবে। আবেদনকারীর ছবি (পরিস্কার পাসপাের্ট সাইজের রঙিন ছবি JPEG Format-এ, এবং অনধিক 100 KB) আপলােড করতে হবে।
• অন-লাইনে আবেদনের ক্ষেত্রে ১৬০/-(একশত পঞ্চাশ) টাকা রকেট/শিওরক্যাশ/বিকাশ মােবাইল এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ ০৫টি(দশ)টি স্পেশালাইজেশন/ট্রেড-এ আবেদন করা যাবে।
• মেধা, সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণ করে ও আবেদনপত্রে বর্ণিত পছন্দের ভিত্তিতে ভর্তির নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
• এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভােকেশনাল) এর ক্ষেত্রে রকেট/শিওরক্যাশ/বিকাশ এর মাধ্যমে ১৯৫/-(একশত পঁচানব্বই) টাকা জমা দিয়ে নিশ্চায়ন/রেজিষ্ট্রেশন করতে হবে।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদি শিক্ষাক্রম এইচএসসি (ভােকেশনাল) / এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও ডিপ্লোমা ইন কমার্স অন-লাইনে ছাত্র/ছাত্রী ভর্তি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি (ভােকেশনাল) (ব্যবসায় ব্যবস্থাপনা) ও (ডিপ্লোমা ইন কমার্স) প্রোগ্রামে ভর্তি।