বিসিএসরেজাল্ট

আগষ্টের শুরুতে ৪১ তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে

বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগস্টের শুরুতে ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে লকডাউনের মধ্যেও কাজ করে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরো পড়ুন- ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

পিএসসির এক কর্মকর্তা বলেন, দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের কারণে ৪১তম বিসিএস প্রিলির ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। এর আগে আমরা ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিলাম। তবে লকডাউনের কারণে সেটি সম্ভব হয়নি। তবে এখন আবার ফল প্রকাশের কাজ শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আশা করছি আগামী সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১৯ মার্চ সকাল ১০টায় ‘৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯’ এর প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ টাইপ) পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় মোট ৪ লাখ ৪ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৪১তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply