বিসিএস

43BCS Preliminary : বিসিএস প্রিলিপাশের অভিজ্ঞতা ও প্রশ্ন অ্যানালিস থেকে প্রাপ্ত অভিজ্ঞতা

43BCS Preliminary : বিসিএস প্রিলিপাশের অভিজ্ঞতা ও প্রশ্ন অ্যানালিস থেকে প্রাপ্ত অভিজ্ঞতা- ২০০ নম্বরের MCQ এর মধ্যে প্রশ্নকর্তা তিন/ চার ধরনের প্রশ্ন আসে। BCS preli pass experience and experience gained from question analysis

যথা:

১. পুরাপুরি রিপিট : জাস্ট কপি পেস্ট করা প্রশ্ন। এ ধরনের প্রশ্ন আসে ৭০+। এগুলো মিস করলে আপনি প্রতিযোগিতা থেকে সিটকে পড়বেন কারণ আপনি না পারলেও আরেকজন তো ঠিকই পারবে বা পারতেছে। সুতরাং যে বা যারা পারতেছে তারা নিশ্চয়ই আপনার থেকে এগিয়ে!

২. সম্পূর্ণ নতুন: কেনো বই, গাইড বই, টেক্সট বই, রেফারেন্স বই, রিসেন্ট বই, ফিক্সড বই……. আরো যত বই আছে একদম কোনো বইতে আপনি, আমি বা কেউই পাবে না। এগুলো না পারলে কিচ্ছু আসে যায় না। মাওলানা ভাসানীর মত এগুলোকে প্রথম দেখাতেই আসসালামু আলাইকুম জানিয়ে দিন। অর্থাৎ ক্রস (×) চিহ্ন দিয়ে চলে যাবেন যাতে দ্বিতীয় বার আসলেও ওই প্রশ্ন আর দেখতে না হয়। মার্ক করা থাকলে দ্বিতীয় বার আসলে আপনি ওই প্রশ্নের দিকে তাকাবেন না, এতে করে আপনার টাইম সেইভ হবে নিশ্চয়ই।

৩. তিনটি অপশন পরিচিত কিন্তু একটি নতুন: এগুলো অবশ্যই দাগাইতে পারেন এবং দাগানো উচিৎ। এগুলো ৯৯ শতাংশ হয়ে যায়।

৪. দুইটি অপশন পরিচিত কিন্তু বাকি দুইটি অপশন নিয়ে কনফিউজড : যারা পুরাতন কিংবা প্রিপারেশন ভালো অথবা বেসিক বেশ ক্লিয়ার তারা দাগাবেন। এটা নরমালি ৮০% হয়ে যায়। আর ৮০% এর স্বার্থে ২০% ঝুঁকি আপনি নিশ্চয়ই নিতে পারেন এবং আমি এই ঝুঁকি নেওয়ার পক্ষে।

ট্র্যাপ প্রশ্ন: দুইটি অপশন সঠিক, একটি ভুল, দুইটি ভুল…….. এগুলো আপনার টাইম কিল হওয়ার একটি ভালো যায়গা। অনেকে বসে বসে পিএইচডি করে কিন্তু টাইম যে নষ্ট হচ্ছে ঐদিকে মোটেই ভ্রক্ষেপ নেই। MCQ মানে Multiple Choice Questions. আপনি Best Option টি বেছে নিবেন। কিন্তু PSC সাধারণত এই ধরনের প্রশ্নে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অর্থাৎ কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেই সিদ্ধান্ত নিয়ে থাকে। হয় সবাইকে মার্ক দিয়ে দেয় না হয় কাউকে মার্ক দেয় না।

রিসেন্ট প্রশ্ন: ৪৩ ও ৪১ প্রিলিমিনারি পরীক্ষা থেকে PSC এর নতুন মেজিক শুরু হয়েছে তারা Recent Questions পুরোপুরি এভয়েড করছে। যেটা খুবই ভালো একটা সিদ্ধান্ত মনে হচ্ছে। অনেকে পরীক্ষার রাতে এমনকি সকালে রিসেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করে আর এ সুযোগে একদল না বুজে ( এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও) বলে বিসিএস মানে কারেন্ট অ্যাফেয়ার্স। PSC যদি সাম্প্রতিক প্রশ্ন আর না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সাধুবাদ জানাচ্ছি কারণ আমার মতে এটি অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত।
ঔদিন আমার ইনস্টিটিউট এর একজন শিক্ষক বলে বিসিএস মানেই রাজধানী, মুদ্রা, ….. সাধারণ জ্ঞান। আমি বিনীতভাবে বলছি স্যার লিখত সিলেবাস দেখলেই আসলে বিষয়টি বুজতেন ওটা কতটা গভীর এবং গোছানো। আর বিসিএস মানেই কিন্তু লিখিত পরীক্ষা ; প্রিলিমিনারি বাছাই পরীক্ষা ছাড়া আর কিছুই নয়।

কাটমার্ক ১০২-১০৫ হতে পারে। এটা একাধিক বিসিএস প্রিলি পাশের অভিজ্ঞতা থেকে বলছি। বাকিটা আল্লাহ ভরসা।

Ramjan Ali

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply