ক্যাম্পাসশিক্ষা নিউজ

বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামের বেসিক আপডেট করার পরামর্শ ইউজিসির

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম আপডেট করার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে কারিকুলামে পরিবর্তন আনা হলেও বেসিক আপডেট হচ্ছে না। কারিকুলাম পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতি অনুসরণ করতে হয়। কারিকুলাম আপডেট করতে এক ধরনের জটিলতা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোকে চাপ সৃষ্টি করা হচ্ছে।

কারিকুলাম আপডেট করার বিষয়ে ইউজিসির চেয়ারম্যান বলেন, কারিকুলামে পরিবর্তনের জন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে অনুসরণের মাধ্যমে করতে হয়। অ্যাকডেমিক কাউন্সিলের অনুমোদন, সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। কারিকুলাম আপডেট না করতে পরায় মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফল নিয়ে বেকার থাকতে হচ্ছে। উচ্চ ডিগ্রিধারীদের স্কিল না থাকায় পাসের পর তাদের অনিশ্চয়তায় দিন পার করতে হচ্ছে। গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে আসতে ইউজিসির পক্ষ থেকে বার বার চাপ সৃষ্টি করা হচ্ছে।’

ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘আমাদের এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। চাইলেই ইউজিসি সব পরিবর্তন করে ফেলতে পারে না। আমাদের মাইন্ড সেটের পরিবর্তন দরকার, তা আমরা অনেকে বুঝেও সেটি বাস্তবায়ন করতে পারছি না। সেটিকে গুরুত্ব দিয়ে দেশ-বিদেশের বিশেজ্ঞদের নিয়ে আমার দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের কারিকুলামে অনেক পরিবর্তন আনা হলেও সূল বিষয়ে পরিবর্তন আসছে না। এটির জন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে অনুসরণের মাধ্যমে করতে হয়। এ কারণে মেধাবি শিক্ষার্থীরাও ভালো ফলাফল নিয়ে বেকার থাকছে। উচ্চ ডিগ্রিধারীদের স্কিল না থাকায় পাশের পর তাদের অনিশ্চয়তায় দিন পার করতে হচ্ছে। গতানুগতি শিক্ষা থেকে বেরিয়ে আসতে ইউজিসির পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে।’

কাজী শহীদুল্লাহ আরও বলেন, ‘আমাদের উচ্চশিক্ষায় গবেষণা দুর্বল। সেখানে কী হচ্ছে তা কেউ জানেন না। যিনি গবেষণা করছেন, তিনি কী গবেষণা করছেন তা নিজেও জানেন না। আমাদের এখন ইন্ড্রাস্ট্রিয়াল একাডেমিয়া শিক্ষা দরকার। আমাদের মাইন্ডসেট এখনো গতানুগতিক। আন্তর্জাতিক সেমিনারে এসব বিষয় গুরুত্ব দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ইউজিসি ‘চতুর্থ শিল্প বিপ্লব ও যাত্রাপথের সন্ধান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ঢাকার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আগামী ১০ ও ১১ ডিসেম্বরে আয়োজন করা হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে এর সম্ভবনাসমূহকে কাজে লাগাতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় নির্ধারণে ইউজিসি দেশ-বিদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, উদ্ভাবক, শিক্ষার্থী, শিল্পোদ্যোক্তা, নীতিপ্রণেতা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দেদের নিয়ে আগামী ১০-১১ ডিসেম্বর এ সম্মেলন আয়োজন করেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করে বক্তব্য দেবেন। সেদিন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবভন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন।

সংবাদ সম্মেলন অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র এবং অধ্যাপক ড, আবু তাহের উপস্থিত ছিলেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply