ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১০ আগস্ট থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১০ আগস্ট থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। ১৮ জুলাইয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে মিডটার্ম এবং রিভিউ ক্লাস সম্পন্ন করা হবে। এছাড়া এখনও যারা ফর্মফিলাম করেনি তাদের ২৯ জুনের মধ্যে ফর্মফিলাম সম্পন্ন করতে হবে।

আজ রবিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান বলেন, আসন্ন ঈদের আগে বিভাগগুলো তাদের মিডটার্ম ও রিভিউ ক্লাস নেবে। পরে আগস্ট মাসে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু হবে।

তিনি বলেন, ‘‘আগস্ট ছাড়া বিভাগগুলো চাইলেও ঈদের আগে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবেনা।’’এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে, আমাদের যে সিদ্ধান্ত হয়েছে এটা বাস্তবায়িত হবে। এর আগে যে সেমিস্টারের পরীক্ষা হবে সশরীরে ঈদের পর এবং ঈদের আগে মিডটার্ম ও অ্যাসাইনমেন্ট হবে। এটার ফর্মফিলাম এখনও যারা করেনি তারা ২৯ জুনের মধ্যে এটা সম্পন্ন করবে।’

অনলাইনে মিডটার্ম কীভাবে হবে কত মার্ক্সের এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণ ওই কোর্স টিচার নির্ধারণ করবে। এখানে কারো কোন হস্তক্ষেপ নেই।তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা একসাথেই হবে তবে সেটা প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হবার ১০ দিন বা ১৫ দিন দ্বিতীয় সেমিস্টারের রিভিউ ক্লাস নিয়ে তারপর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘ঈদের পরে আমরা যখন পরীক্ষা নেবো তখন পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করবো। আমাদের পরীক্ষাগুলো হবে রোটেশন আকারে। পরীক্ষার আগে সকল ডিন তাদের বিভাগের চেয়ারম্যানদের নিয়ে এটা নির্ধারণ করবে এবং তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘‘আটকে থাকা সকল সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ঈদের পর ১০ আগস্ট থেকে সশরীরে শুরু হবে। এর আগে যাদের এখনও ক্লাস বা মিডটার্ম বাকি আছ তারা ১৮ জুলাইয়ের মধ্যে রিভিউ ক্লাস বা মিডটার্ম সম্পন্ন করবে।’’

দ্যা ডেইলি ক্যাম্পাস

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply