ক্যাম্পাসশিক্ষা নিউজ

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরইমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিলেও সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বিভাগে চলমান সেমিস্টার পরীক্ষা সশরীরে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া যাবে। শুক্রবার (২১জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে জারি করা। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগে পরীক্ষা চলমান আছে, সে সমস্ত পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদের ডিনরা আলোচনা সাপেক্ষে সশরীরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পারিক সহযোগিতায় অব্যাহত থাকবে।

এদিকে হল খোলা রেখে সশরীরে পরীক্ষা নেবে রাবি
আবাসিক হলসমূহ খোলা রেখে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উপ-উপাচার্যদ্বয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের এসকল সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

এসময় তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে রাবিতে ২১ জানুয়ারি থেকে ৬ ফ্রেব্রæয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে পারস্পারিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ যথা: বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে।’

জনসংযোগ দপ্তরের প্রশাসক আরও বলেন, ‘আগামী দুই সপ্তাহ শিক্ষার্থীদেরকে নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হলো। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানানো হলো। দাপ্তরিক প্রয়োজন ব্যতিত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ না করার জন্য বলা হলো। ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হলো।’

চলমান পরীক্ষা এবং আবাসিক হলগুলোর বিষয়ে জানতে চাইলে প্রশাসক বলেন, ‘অনলাইনে ক্লাস নেওয়া হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অনলাইনে কোনো পরীক্ষা সম্পন্ন হয়নি। সুতরাং ইন্টারনেট অবকাঠামোর বাস্তবতায় অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ এখনও আমাদের হয়নি৷ এক্ষেত্রে বিভাগ স্বাধীন। বিভাগ মনে করলে পরীক্ষাসমূহ সশরীরে চালিয়ে যেতে পারবে। আর স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply