ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ পাবেন বাইরের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ পাবেন দেশের যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা। (অনার্সে) স্নাতকে কমপক্ষে সিজিপিএ ৩.২৫ থাকলে ঢাবিতে মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসিতে থাকতে হবে নূন্যতম জিপিএ। এছাড়া ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

(ক): ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাওয়া শিক্ষার্থীরা স্নাতকোত্তর প্রোগ্রামে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

(খ): বিভাগ-ইনস্টিটিউটের সক্ষমতা এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় ভর্তির আসনসংখ্যা শূন্য আসনসংখ্যার চেয়ে কমবেশি হতে পারবে। তবে এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষা আয়োজনের আগেই যথাযথ প্রক্রিয়ায় একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হবে।

(গ): এই ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা থাকবে না।

২৷ প্রার্থীদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক স্নাতক–পূর্ব শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে। বর্তমানে বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল ন্যূনতম ৮ ও আলাদাভাবে ৩ দশমিক ৫০; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ ও আলাদাভাবে ৩; ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য এসএসসি-এইচএসসির জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ ও আলাদাভাবে ৩ এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫০ ও আলাদাভাবে ৩ থাকতে হয়। এ ছাড়া স্নাতকে (সম্মান) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫ (৪ স্কেল) থাকতে হবে স্নাতকোত্তরে ভর্তি-ইচ্ছুকদের। বিশেষ ক্ষেত্রে বিভাগ-ইনস্টিটিউটের নির্ধারিত শর্তও প্রার্থীকে পূরণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ পাবেন বাইরের শিক্ষার্থীরা

৩৷ (ক): বিষয়ভিত্তিক ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

(খ): স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় সার্বিক কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট বিভাগ-ইনস্টিটিউট।

(গ): শিক্ষার্থী-ভর্তির আবেদন ফরমের মূল্য বাবদ যে অর্থ সংগৃহীত হবে, তা দিয়েই এ পরীক্ষা কার্যক্রমের ব্যয় নির্বাহ করা যাবে।

৪৷ (ক): নতুন ভর্তি হওয়া এই শিক্ষার্থীরা অনাবাসিক শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন।

৫৷ ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর প্রোগ্রামের শূন্য আসনে ভর্তির কার্যক্রম পরিচালনা করা যাবে।

ঢাবির ৮৩টি বিভাগ ও ১৩টি ইনস্টিটিউটে মাস্টার্সের জন্য আসন রয়েছে ৬ হাজার ২৭০টি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply