ক্যারিয়ার

মুক্তিযুদ্ধের সেক্টর সকল প্রশ্নের উত্তর জেনে নিন

মুক্তিযুদ্ধের সেক্টর সকল প্রশ্নের উত্তর জেনে নিন Find out the answers to all the questions about the Liberation War sector

১। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল.?
উত্তরঃ ১১ টি।
২। কার নির্দেশে দেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়.?
উত্তরঃ তাজউদ্দিন আহমদের।
৩। কে দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেন.?
উত্তরঃ এম.এ.জি ওসমানী।
৪। মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৬৪ টি।
৫। মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল.?
উত্তরঃ ১ নং।

৬। মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার কত নম্বর সেক্টরে ছিল.?
উত্তরঃ ১ নং।
৭। মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল.?
উত্তরঃ হরিণা, ত্রিপুরা, ভারত।
৮। মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন.?
উত্তরঃ মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন) ও মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)।
৯। মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৫ টি।
১০। মুক্তিযুদ্ধের সময় নোয়াখালী কত নম্বর সেক্টরে ছিল.?
উত্তরঃ ২ নং।
১১। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কত নম্বর সেক্টরে ছিল.?
উত্তরঃ ২ নং।
১২। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল.?
উত্তরঃ ২ নং।

১৩। মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল.?
উত্তরঃ আগরতলার মেলাঘর, ত্রিপুরা, ভারত।
১৪। মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৬ টি।
১৫। মুক্তিযুদ্ধে ৩ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন.?
উত্তরঃ মেজর শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) ও মেজর হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)।
১৬। মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৬ টি।

১৭। মুক্তিযুদ্ধে ৫ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৬ টি।
১৮। মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৫ টি।
১৯। মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৮ টি।
২০। মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৭ টি।
২১।মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৩টি।
২২। মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল.?
উত্তরঃ ৮ টি।

২৩। কোন সেক্টরটি ব্যতিক্রমধর্মী সেক্টর ছিল.?
উত্তরঃ ১০ নং সেক্টর।
২৪। বাংলাদেশের একমাত্র নৌ সেক্টর কোনটি.?
উত্তরঃ ১০ নং সেক্টর।
২৫। কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না.?
উত্তরঃ ১০ নং সেক্টরে।
২৬। মুক্তিযুদ্ধে ১০ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন.?
উত্তরঃ মুক্তিবাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণ।
২৭। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর কত নম্বর সেক্টরে ছিল.?
উত্তরঃ ৮ নং।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply