ক্যারিয়ার

সংবাদ উপস্থাপক/উপস্থাপিকারা কী পরিমাণ সম্মানী পান

সংবাদ উপস্থাপক/উপস্থাপিকারা কী পরিমাণ সম্মানী পান- এটা নিয়ে অনেকের মধ্যের আগ্রহ রয়েছে। সংবাদ বা টিভি প্রগ্রাম উপস্থাপনাকে গ্ল্যামারাস হিসেবে দেখার কারণে সাধারণের কাছে এ নিয়ে জানার আগ্রহ ব্যাপক। বিশেষ করে তরুণ-তরুণীদের যারা পড়াশোনা শেষ করে পেশাজগতে ঢুকতে যাচ্ছেন তাদের অনেকের কাছে এটি আগ্রহের বিষয়ে।

সে বিবেচনায় এই পেশায় বাংলাদেশে বেতন-ভাতা বা সম্মানী কী পরিমাণ দেয়া হয় তা নিয়ে কিছু তথ্য তুলে ধরা হলো।

আমরা ৩টি টিভি চ্যানেলের বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র উপস্থাপকদের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা। ২৪ ঘণ্টা সংবাদ প্রচারকারী একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলে কর্মরত সিনিয়র একজন প্রগ্রাম উপস্থাপক জানিয়েছেন, তিনি ৬০ হাজার টাকা মাসিক সম্মানী পান।

তিনি আরও জানান, তার স্টেশনে উপস্থাপকদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি বেতন পান। বাকিদের কেউ ৪০ হাজার আবার একদম জুনিয়াররা ৩০ হাজারের নিচেও পান। যারা অন্য কোথাও চাকরির পাশাপাশি পার্টটাইম উপস্থাপনা করেন তাদের বেতন আরও কম।

একটি প্রগ্রাম ভিত্তিক টিভি চ্যানেলের সিনিয়র একজন উপস্থাপক (যার কাজের অভিজ্ঞতা ১২ বছর) জানিয়েছেন, তাকে ৬৫ হাজার টাকা বেতন দেয়া হয়। তার স্টেশনে বেশিরভাগ উপস্থাপকের বেতন ৪০ হাজার টাকার নিচে।

সংবাদ উপস্থাপক/উপস্থাপিকারা কী পরিমাণ সম্মানী পান-

জনপ্রিয় আরেকটি ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলের একজন জুনিয়র উপস্থাপক জানান, তার স্টেশনে সাধারণভাবে সব পদেই অন্যান্য টিভি চ্যানেলগুলোর চেয়ে বেতন কম দেয়ায় হয়। উপস্থাপকদের ক্ষেত্রে তা আরও বেশি। অধিকাংশ উপস্থাপক রিপোর্টার বা অন্য কোনো পদে নিয়োগপ্রাপ্ত। মূল কাজের পাশাপাশি সংবাদ বা বিভিন্ন প্রগ্রাম উপস্থাপনা করেন। এ জন্য তাদেরকে আলাদা কোনো সম্মানী দেয়া হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এই জনিয়র উপস্থাপক জানান, গ্রাজুয়েশন শেষ করে তিনি রিপোর্টার হিসেবে যোগ দেন মাত্র ১৫ হাজার টাকা বেতনে। এরপর থেকে তিনি রিপোর্টিংয়ের পাশাপাশি সপ্তাহে তিনদিন স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপন করেন। বর্তমানে তার বেতন ৩০ হাজার টাকা।

একজন নিউজ প্রেজেন্টার কোথায় কাজ করেন?
বাংলাদেশ বেতার;
প্রাইভেট রেডিও স্টেশন;
কমিউনিটি রেডিও স্টেশন;
অনলাইন রেডিও;
বাংলাদেশ টেলিভিশন;
বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বর্তমানে দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ২৭টি এবং বেসরকারি রেডিও স্টেশনের সংখ্যা ২৭টি। বেসরকারি টেলিভিশন চ্যানেলের মধ্যে এটিএন নিউজ, ইনডেপেন্ডেন্ট টিভি ও নিউজ২৪ (News24) শুধু খবরভিত্তিক বিশেষ অনুষ্ঠান ২৪ ঘন্টা সম্প্রচার করে। তাই এ ৩টি চ্যানেলে কাজের বেশ বড় সুযোগ তৈরি করে দিয়েছে।

যারা ক্যামেরার সামনে আসতে সংকোচ বোধ করেন তাদের জন্য রেডিও স্টেশনে কাজ করা তুলনামূলকভাবে সুবিধাজনক।

একজন নিউজ প্রেজেন্টার কী ধরনের কাজ করেন?
জমাকৃত খবর সাজানো;
জমাকৃত খবরের ভিত্তিতে স্ক্রিপ্ট তৈরি করা;
খবরের সময় সামনের স্ক্রিনে ভেসে ওঠা স্ক্রিপ্ট সাবলীলভাবে দর্শক/শ্রোতাদের কাছে উপস্থাপন করা;
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে (যেমন: কোন ধরনের যান্ত্রিক ত্রুটি) যথাসম্ভব স্বাভাবিক বাচনভঙ্গি বজায় রেখে পরিস্থিতি সামাল দেয়া;
রিপোর্টিংয়ের ক্ষেত্রে রেডিও স্টেশন বা চ্যানেলের নির্ধারিত ফরম্যাট ও নির্দেশনা অনুযায়ী রিপোর্ট বানানো।
একজন নিউজ প্রেজেন্টারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
সাধারণত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ব্যাচেলর ডিগ্রি আছে এমন কাউকে খোঁজা হয়। তবে এটি বাধ্যতামূলক নয়। ন্যূনতম স্নাতক পাশ হলে ও সুন্দর উপস্থাপনার দক্ষতা থাকলে আপনি কাজ পেতে পারেন।

নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা স্টেশন/চ্যানেল অনুযায়ী আলাদা হয়। ১ – ২ বছর উপস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বিভিন্ন নিউজ প্রেজেন্টেশন কোর্সের প্রতিষ্ঠান এ পেশার জন্য কোর্স করিয়ে থাকে। কাজ পাবার ক্ষেত্রে কোর্সগুলো সাহায্য করতে পারে আপনাকে।

একজন নিউজ প্রেজেন্টারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
সুন্দর বাচনভঙ্গি;
স্পষ্ট ও আকর্ষণীয় উচ্চারণ;
বাংলা ও ইংরেজিতে কথা বলার ক্ষমতা;
সাবলীল উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা;
সহজ ভাষায় ও খবরের গুরুত্ব অনুযায়ী নিউজ স্ক্রিপ্ট লেখার দক্ষতা;
সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকা;
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা।
কোথায় শিখবেন নিউজ প্রেজেন্টেশন?
বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান নিউজ প্রেজেন্টেশনের উপর কোর্স করিয়ে থাকে। যেমন:

পাঠশালা (http://pathshala.org/news-presentation-course/ কোর্সের লিংক)

বাংলাদেশ ইন্সটিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (http://www.bijem.org/?p=trainingcours কোর্সের লিংক)

jobsA1 (https://www.facebook.com/mediacourse/ ফেসবুক পেইজের লিংক)
এসব প্রতিষ্ঠানে কোর্স সম্পন্ন করে নিউজ প্রেজেন্টেশনে নিজের দক্ষতা বাড়াতে পারেন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply