শিক্ষা খবর

বাংলাদেশ পরিচিতি

বাংলাদেশ পরিচিতি:

১। বাংলাদেশের সরকারী নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

২। বাংলাদেশের চারিদিকে ভারতের কয়টি রাজ্য- পাঁচটি।

৩। বাংলাদেশে অধিকাংশ পাহাড় গঠিত হয়- টারশিয়ারীযুগে।

৪। বাংলাদেশের বিভাগ- ৭টি (মন্ত্রীসভা অনুযায়ী)।

৫। বাংলাদেশের মোট উপজেলা- ৪৮৩ টি

৬। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩

৭। বাংলাদেশের উপর দিয়ে পতিত – কর্কটক্রান্তি বা ট্রপিক অব ক্যান্সার রেখা।

৮। বাংলাদেশের মোট সীমারেখা ৫,১৩৮ কি.মি।

৯। বাংলাদেশ মায়ানমার সীমান্ত- ২৮৩ কিঃমিঃ বা ১৭৬ মাইল।

১০। বাংলাদেশের সমুদ্র উপকুলের সীমা দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।

১১। কক্সবাজারের সমুদ্র সীমার দৈর্ঘ্য- ১৫৫ কি:মি:। (পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত)

১২। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা- ২০০ ন্যাটিক্যাল মাইল।

১৩। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা রেখা- ১২ ন্যাটিকেল মাইল।

১৪। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি- ১৬ই মে, ১৯৭৪ সালে। (ইন্দিরা-মুজিব চুক্তি নামেও পরিচিত)।

১৫। বাংলাদেশের সাথে ভারতের অমিমাংসিত সীমান্ত- ৬.৫ কি:মি:।

‘১৬। সোয়াস অব নো গ্রাউন্ড’ খাদটি – বঙ্গোপসাগরে অবস্থিত।

১৭। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে ভারতের একটি রাজ্যের নাম- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

১৮। বাংলাদেশ ও আন্দামান দ্বীপপুঞ্জ এর মধ্যবর্তী স্থান- ১০০ চ্যানেল নামে পরিচিত।

১৯। সমুদ্র পৃষ্ঠ থেকে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতর জেলা- দিনাজপুর। (37.50মি.)

২০। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ।

২১। বাংলাদেশ সৃষ্টির পূর্বে এটি ছিল বঙ্গখাত বা Bango-Basin.

২২। বাংলাদেশের সর্ব উত্তরে জেলা- পঞ্চগড়।

২৩। দক্ষিণের জেলা- কক্সবাজার

২৪। বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে?

উত্তর: ৬৪ টি [প্রস্থাবিত, ভৈরব জেলা ছাড়া।]

২৫। বাংলাদেশে উপকূলীয় জেলা কতটি?

উত্তর: ১৯ টি

বাংলাদেশের জনসংখ্যাঃ

১। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২

২। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব- ৯৯০জন ।

৩। দারিদ্র সীমার নিচে বসবাসকারী- ৪০%

৪। বাংলাদেশের সবচেয়ে বেশি ও কম দারিদ্র বাস করে- কুষ্টিয়া।

৫। বাংলাদেশের অবস্থান জনসংখ্যায়-বিশ্বে- ৭ম

৬। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা- বান্দরবন।

৭। আয়তনে বাংলাদেশ বিশ্বে- ৯১ তম।

৮। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে- জ্যামিতিক হারে।

৯। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি- ২০তম ।

১০। বাংলাদেশে কিশোর অপরাধ (৭-১৬ বছর) কেন্দ্র অবস্থিত- গাজীপুর জেলার টঙ্গীতে।

১১। বাংলাদেশ কিশোরী সংশোধণ কেন্দ্র- গাজীপুরের কোণাবাড়িতে।

১২। বাংলাদেশ মোট উপজাতি- ৪৫ টি ।

১৩। চাকমাদের বর্ষবরণকে বলা হয়- বিছু।

১৪। কোন উপজাতিরা মুসলমান- পাঙন উপজাতি।

১৫। বৈসাবি হচ্ছে- পাহাড়ি উপজাতিদের বর্ষবরণ।

১৬। মৌয়ালীরা বাস করে- সুন্দরবনে।

১৭। রাখাইনরা বাস করে- পটুয়াখালী।

বাংলাদেশের নদ- নদী

বাংলাদেশের নদ- নদীঃ

১। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম- সুরমা (৩৯৯ কি.মি.)।

২। বাংলাদেশের দীর্ঘতম নদ-ব্রহ্মপুত্র।

৩। বাংলাদেশের খরস্রোতা নদী- কর্ণফুলী। (চট্টগ্রাম)।

৪। বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা।

৫। দক্ষিণ তালপট্টি দ্বীপটি- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবসি’ত।

৬। বাংলাদেশ-মায়ানমার কে বিভক্ত করেছে – নাফ নদী

৭। ব্যাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গা নদীর তীরে অবসি’ত (১৮৬৪ সালে তৈরি হয়)।

৮। ভারত যে নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরী করেছে- গঙ্গা নদী / পদ্মা নদী

৯। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি- হালদ ও সাঙ্গু।

১০। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবসি’ত- কর্ণফুী নদীর উপর

নদীর উৎপত্তিস্থলঃ

১। ব্রহ্মপুত্র- তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।

২। পদ্মা- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।

৩। সাঙ্গু- মায়ানমার- বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।

৪। যমুনা- কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।

৫। হালদা- খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ।

নদীর মিলিত স্থান সমূহ ঃ

১। পদ্মা+ মেঘনা= চাঁদপুর।

২। পদ্মা+যমুনা= গোয়ালন্দ।

৩। সুরমা+কুশিয়ারা= আজমিরীগঞ্জ (কালনী নাম)।

৪। পুরাতন ব্রহ্মপুত্র + মেঘনা = ভৈরব বাজার।

৫। যমুনা + বাঙ্গালী= বগুড়া।

৬। রুপসা + ভৈরব = খুলনা।

৭। বাংলাদেশ-ভারত অভিন্ন নদী- ৫৪ টি।

৮। বাংলাদেশ- মায়ানমার অভিন্ন নদী- ৩টি

৯। বাংলাদেশের আন্তর্জাতিক নদী ১টি (পদ্মা/গঙ্গা)।

১০। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী- ১টি (কুলিখ)।

নদীর পূর্ব ও বর্তমান নামঃ

১। যমুনা- জোনাইখাল

ব্রহ্মপুত্র-লৌহিত্য

২। বুড়িগঙ্গা-দোলাইখাল

৩। পদ্মা-কীর্তিনাশা

৪। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট- ফরিদপুর জেলায়।

৫। নিঝুম দ্বীফ- মেঘনা নদীর মোহনায় অবসি’ত।

৬। পশুর নদীর তীরে অবসি’ত- মংলা সমুদ্র বন্দর

৭। জোয়ার-ভাটা হয়না- গোমতী নদীতে (কুমিল্লার দুঃখ বলা হয় এই নদীকে)।

৮। পদ্মা নদীর শাখা- ধলেশ্বরী, বুড়িগঙ্গা।

৯। বাংলাদেশের একমাত্র যে নদীতে মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে- হালদা নদী।

১০। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যে নদী- আত্রাই নদী।

১১। যে নদীর নাম করা হয়েছে একমাত্র ব্যক্তির নামে- রূপলাল শাহা) রূপসা।

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা:

১। মোট জনসংখ্যা- ১৫.৯৯ কোটি।

২। জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%

৩। গড় আয়ুষ্কাল – ৭০.৭ বছর।

৪। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি. – ১০৬৩ জন ।

৫। মাথাপিছু আয়- ১৪৬৬ মার্কিন ডলার

৬। সাক্ষরতার হার ৭+ বছর- ৬২.৩%

৭। দারিদ্র্যের নিম্নসীমা – ১২.৯%

৮। দারিদ্র্যের উর্দ্ধসীমা- ২৪.৮%

৯। মোট ব্যাংক- ৬৪ টি।

১০। তফসিলিভূক্ত ব্যাংক- ৫৭ টি

১১। সর্বশেষ তফসিলিভূক্ত ব্যাংক- সীমান্ত ব্যাংক

১২। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান- ৩৩ টি

১৩। বিদ্যুৎ এর আওতাভুক্ত জনগন- ৭৫%

১৪। মাথাপিছু বিদ্যুৎ উৎপদনের পরিমান-৩৭১ কিলো-ওয়াট-ঘন্টা

১৫। মোট গ্যাসক্ষেত্র- ২৬ টি।

১৬। প্রকৃতিক গ্যাস দেশের মোট – জ্বালানীর ৭৪%

১৭। জিডিপি প্রবৃদ্ধির হার- ৭.২%

১৮। মূল্যস্ফিতি হার- ৫.৮%

১৯। বিদেশি বাণিজ্যিক ব্যাংক- ৯ টি।

২০। মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে – চতুর্থ।

২১। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে- পঞ্চম।

২২। বিসিক শিল্পনগরী- ৭৪ টি।

২৩। সার কারখানা- ৮ টি।

২৪। পেপার মিল- ১ টি

২৫। সিমেন্ট কারখানা- ১ টি।

২৬। হার্ডবোর্ড মিল- ১ টি।

২৭। চিনিকল- ১৫ টি

২৮। রাবার বাগান- ১৭ টি

২৯। পাটকল-১৪৬ টি

৩০। সূতা কল- ৯৬ টি

৩১। সরকারি ইপিজেড- ৮ টি

৩২। উৎপাদিত ঔষধ দেশের চাহিদা মেটায়- ৯৮

৩৩। বিদেশে ঔষধ রপ্তানিকারক প্রতিষ্ঠান- ৪৬টি

৩৪। বাংলাদেশ ঔষধ রপ্তানি করে বিশ্বের- ১১৩ টি দেশে

৩৫। আন্তর্জাতিক বিমানবন্দর- ৩ টি।

৩৬। অভ্যন্তরিন বিমানবন্দর – ৭ টি।

৩৭। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অভ্যন্তরীন রুট- ৭ টি, আন্তর্জাতিক রুট -১৫টি।

৩৮। সাফারি পার্ক- ২ টি।

৩৯ জাতীয় উদ্যান- ১৭ টি

৪০। সরকারি বিশ্ববিদ্যালয় – ৩৮ টি

৪১। বেসরকারি বিশ্ববিদ্যালয় – ৯৫ টি

৪২। বন্যপ্রাণী অভয়ারন্য- ২০ টি

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply