শিক্ষা খবর

বয়স্ক ভাতার আবেদন করার নিয়ম ২০২২

বয়স্ক ভাতার আবেদন করার নিয়ম ২০২২। গ্রামে অনেক বয়স্ক মানুষ আছেন। যারা এই ভাতা কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে সম্যক ধারণা রাখেন। অনলাইনে বয়স্ক ভাতা মঞ্জুরির জন্য আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে সরকার তথ্য বাতায়ন নামে একটি ডিজিটাল তথ্য সেবা চালু করেছে। এরই মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ডিজিটাল সেবা।এই তথ্য বাতায়ন থেকে আপনি খুব সহজে বয়স্ক ভাতার মঞ্জুরির তথ্য পেতে পারেন। আর এই জন্য কিছু নিয়মাবলী অনুসরণ করতে হয়।

 

অনলাইন আবেদনের সময় সতর্কতার সঙ্গে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন এবং প্রেরণ বাটনে ক্লিক করার পূর্বে ভালো করে যাচাই করে নিন। অসতর্কতার জন্য কোন ভুল অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। একটি ধাপে প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী ধাপে প্রবেশ করুন। পরবর্তী ধাপে প্রবেশের সাথে সাথে পূর্ববর্তী ধাপের পূরণকৃত তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হয়ে যাবে।

 

বয়স্ক ভাতার আবেদন করার নিয়ম ২০২২। ডিজিটাল তথ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার তথ্য বাতায়ন নামে একটি তথ্যসেবা চালু করেছে। এই তথ্য বাতায়ন থেকে আপনি তথ্য পেতে পারেন খুব সহজেই।আসুন জেনে নিই আবেদন করার প্রক্রিয়া-

 

অনলাইন আবেদনের সময় সতর্কতার সঙ্গে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন এবং প্রেরণ বাটনে ক্লিক করার পূর্বে ভালো করে যাচাই করে নিন। অসতর্কতার জন্য কোন ভুল অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।

 

১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।

২। আবেদনের সময় যদি পেমেন্ট/ অর্থ পরিশোধের বিষয় থাকে তাহলে মোবাইল ব্যাংকিং বা ই-চালানের মাধ্যমে পরিশোধ করুন।

৩। আবেদন ফরমে ছবি (প্রযোজ্য হলে) ও স্বাক্ষর আপলোড করুন এবং যে সব কাগজপত্র আবেদনের সাথে দাখিল করা প্রয়োজন (সাইজ নির্দিষ্ট করে দেয়া হয়েছে ) সেগুলো “সংযুক্ত” অপশনে ক্লিক করে আপলোড করুন।

৪। “অফিস বাছাই করুন” অপশন হতে আবেদনটি যে অফিসে পাঠাতে চান সেই অফিস নির্বাচন করুন।

৫। এরপর ‘প্রেরণ’ বাটনে ক্লিক করুন। “আপনার আবেদনটি সফলভাবে প্রেরণ করা হয়েছে” মর্মে একটি বার্তা আসবে।

৬। আবেদন পাঠানোর পর আপনি একটি প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। এটি সংরক্ষণ করুন। পরবর্তীতে “আবেদনের সর্বশেষ অবস্থা” বাটনে ক্লিক করে এই নম্বরটি দিয়ে সর্বশেষ অগ্রগতি জানতে পারবেন।

৭। আপনি আবেদন প্রেরণ না করা পর্যন্ত আপনার সিস্টেমে তা খসড়া হিসেবে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে তা আপনি প্রেরণ করতে পারবেন।

বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ঠিকানায় ভিজিট করতে পারেন http://online.forms.gov.bd

 

The rule to apply for an old-age allowance is 2022. There are many elderly people in the village. Those who have a good idea about how to collect this allowance. The government has launched a digital information service called Information Batayan to give an idea about the process of applying for the grant of old age allowance online. Through this, digital services are reaching the doorsteps of the people. You can easily get the information on the grant of old age allowance from this information. For this, some rules have to be followed.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply