ভর্তি তথ্যশিক্ষা খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ২১ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ২১ মার্চ।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখেই পরীক্ষার তারিখ ঠিক করা হবে। ওই বৈঠকে প্রাথমিকভাবে নির্বাচিত তারিখই পরবর্তীতে চূড়ান্ত করা হবে। বৈঠকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী ২১ মার্চ বৈঠকে বসতে যাচ্ছে একাডেমিক কাউন্সিল। ওইদিনের সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে।

 

ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বুধবার (২ মার্চ) বলেন, আগামী ২১ তারিখে আমাদের একটি সভা রয়েছে। ওই বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হবে। ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, বুয়েট যেহেতু সম্ভাব্য তারিখ দিয়েছে জুন মাসে এবং ইতোমধ্যে মেডিকেল তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আমরা আশা করছি, মে, জুন অথবা জুলাই এর মধ্যেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

 

তথ্যমতে, গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।“শিক্ষার্থীরা পূর্বের ন্যায় বিদ্যমান ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মানসিক প্রস্তুতি নিচ্ছে বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবছর ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে এই শিক্ষাবর্ষে ক, খ, গ, ঘ এবং চ- এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ববর্তী সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার (৭ ফেব্রুয়ারি ২০২২) সিদ্ধান্তের আলোকে আগামী ২০২২-২০২৩ সাল থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত ৪টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার পুনর্গঠিত ৪টি ইউনিট হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

 

Dhaka University’s admission test date is scheduled for March 21. The date of the examination will be fixed in accordance with other universities including Bangladesh Engineering University, three Universities of Engineering and Technology. The date initially selected at the meeting will be finalized later. At the meeting, Vice-Chancellor Prof. Dr. Md. Akhtaruzzaman will preside. The Academic Council is going to meet on March 21 to decide the date of the admission test for 2021-22 of Dhaka University (DU). A possible date for the admission test will be decided at that day’s meeting.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *