শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চশিক্ষা আইসল্যান্ড: আইসল্যান্ডে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Iceland: Apply for a Visa to Iceland 2022

উচ্চশিক্ষা আইসল্যান্ড: আইসল্যান্ডে ভিসার জন্য আবেদন 2022. Higher Education Iceland: Apply for a Visa to Iceland 2022. এটি স্কেন্ডেনিভিয়াম দেশগুলোর অন্তর্ভুক্ত। আইসল্যান্ডের সমৃদ্ধ সামাজিক অবকাঠামো ও শক্তিশালী অর্থনীতির পাশাপাশি আইসল্যান্ডের শিক্ষাব্যবস্থাও বেশ উন্নত। তাদের রয়েছে নামকরা বিশ্ববিদ্যালয়। আইসল্যান্ডে মূলত সরকারি এবং বেসরকারি দুই ধরনেরই বিশ্ববিদ্যালয় আছে। শিক্ষার্থীরা চাইলেই যেকোনোটাই অ্যাডমিশন নিতে পারে। অন্যান্য দেশের তুলনায় আইসল্যান্ড এর বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম খরচে পড়াশুনা করা যায়।

 

আইসল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা বেতনে বা স্বল্প বেতনে  উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কাজের সুযোগ। আর যেহেতু আইসল্যান্ডের অর্থনীতি অনেক শক্তিশালী তাই সহজেই শিক্ষার্থীরা পার্টটাইম কাজ পেয়ে যায়। তাছাড়া আইসল্যান্ডে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাচেলর, মাস্টার ও পিএইচডি ডিগ্রি নিতে পারবেন। পাবেন বিভিন্ন শর্ট কোর্স ও ডিপ্লোমা করার সুযোগ। তুলনামূলক কম খরচেই আইসল্যান্ড থেকে পড়াশুনা শেষ করে আসতে পারবেন। আবার পড়াশুনা শেষে আপনি আইসল্যান্ডে ৬ মাসের জব সিকিং ভিসা পাবেন। যা দিয়ে আপনি সহজেই চাকরি খুঁজে নিতে পারবেন।

 

আইসল্যান্ড সাধারণত বছরে ২টি সেশনে আবেদন করা যায়। বছরে সাধারণত দু’টি সেমিস্টার হয়ে থাকে। ফল সেমিস্টার: আগস্ট থেকে ডিসেম্বর, স্প্রিং সেমিস্টার: জানুয়ারি থেকে মে। কিছু কিছু কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুইবারও ভর্তির সুযোগ দেয়। ব্যাচেলর ডিগ্রির মেয়াদ সাধারণত তিন থেকে চার বছর, মাস্টার ডিগ্রির মেয়াদ এক থেকে দুই বছর এবং ডক্টরাল ডিগ্রি তিন বছর মেয়াদি হয়ে থাকে।

 

স্নাতকে আবেদনকারীকে একটি উচ্চ বিদ্যালয় থেকে সমমান শেষ হতে হবে। অবশ্যই ভালো একাডেমিক ফল থাকতে হবে ।স্নাতকোত্তরে আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। স্নাতক এর ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতার মানদণ্ড থাকতে হবে, IELTS- এ সাধারণত  ৫.৫ থেকে ৬.০ পয়েন্ট পেতে হবে অথবা TOEFL’র CBT-তে ২১৩ বা IBT-তে ৭৯ থেকে ৮০ পয়েন্ট হতে হবে।

 

স্নাতকোত্তর এর জন্য ইংরেজি ভাষার দক্ষতার মানদণ্ড থাকতে হবে,   IELTS-এ সাধারণত ৬.০ থেকে ৬.৫ পয়েন্ট পেতে হবে অথবা TOEFL’র CBT তে ২১৩ থেকে ২৩৭ বা IBT তে ৭৯ থেকে ৯৩ পয়েন্ট হতে হবে। আইসল্যান্ডে কোনও কেন্দ্রীয় ভর্তির ব্যবস্থা নেই এবং আবেদনকারীদের অবশ্যই সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পৃথক হলেও সাধারণত Spring পড়ে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আবেদন ফিও প্রয়োজন হয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো—

অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি অব আইসল্যান্ড (Agricultural University of Iceland)

বিফরোস্ট ইউনিভার্সিটি (Bifröst University)

হোলার ইউনিভার্সিটি কলেজ (Holar University College)

আইসল্যান্ড ইউনিভার্সিটি অব দ্যা আর্ট (Iceland University of the Arts)

রায়েকজাভিক ইউনিভার্সিটি (Reykjavik University)

ইউনিভার্সিটি অব অ্যাকুরেরি (University of Akureyri)

ইউনিভার্সিটি অব আইসল্যান্ড (University of Iceland).

 

টিউশন ফি: ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আইসল্যান্ডে টিউশন ফি অনেক কম।  আইসল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে কোনো ধরনের টিউশন ফি দিতে হয় না। শুধুমাত্র বছরে একবার রেজিস্ট্রেশন ফি দিতে হয়। তবে  বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কিছু কোর্সের ক্ষেত্রে টিউশন ফি দিতে হয়, তবে তা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

 

Higher Education Iceland: Applying for a Visa to Iceland 2022. It belongs to the Scandinavian countries. In addition to Iceland’s rich social infrastructure and strong economy, Iceland’s education system is also quite advanced. They have reputed universities. Iceland has both public and private universities. Students can take admission in any way they want. Compared to other countries, Iceland’s universities can be studied at a relatively low cost.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply