শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চশিক্ষা হল্যান্ড: হল্যান্ডে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Holland: Applying for a Visa to Holland 2022

উচ্চশিক্ষা হল্যান্ড: হল্যান্ডে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Holland: Applying for a Visa to Holland 2022. জনকল্যাণমূলক এই রাষ্ট্রে সব নাগরিককে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা, পরিবহণ ও অবকাঠামোগত সুবিধাসহ নানান ধরনের সামাজিক সুবিধা দেয়া হয়।স্কলারশিপ নিয়ে নেদারল্যন্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদার‌্যলান্ড সরকার।

 

বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।‘নেদারল্যান্ড গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। মাসিক উপবৃত্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্নতা রয়েছে।

 

শিক্ষার্থীরা লিডেন বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম, ম্যাসট্রিখট বিশ্ববিদ্যালয়, ভিইউ আমস্টারডাম, রাডবউড বিশ্ববিদ্যালয়, টিলবার্গ বিশ্ববিদ্যালয়, ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইন্ডহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, টুয়েন্টি বিশ্ববিদ্যালয়, ওয়াগেনিঞ্জেন বিশ্ববিদ্যালয়, প্রোটেস্ট্যান্ট, থিওলজিক্যাল বিশ্ববিদ্যালয়, থিওলজিক্যাল ইউনিভার্সিটি অ্যাপেলডোর্ন এবং ধর্মতাত্ত্বিক বিশ্ববিদ্যালযয়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

 

সুযোগ-সুবিধা সমূহ: উপবৃত্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ভেদে এর পরিমাণের ভিন্নতা রয়েছে। অনলাইনে আবেদন করা যাবে। যোগ্যতার মানদণ্ড: নন-ইউরোপীয়ান দেশের নাগরিক হতে হবে। নির্ধািরিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে এর ভিন্নতা রয়েছে।

 

Higher Education Holland: Apply for a visa to Holland 2022 Higher Education Holland: Applying for a Visa to Holland 2022. In this welfare state, all citizens are given various types of social benefits, including free or very low-cost health care, education in government institutions, transportation, and infrastructure facilities. The Government of the Netherlands is offering the opportunity to study undergraduate and postgraduate studies in various universities in the Netherlands with scholarships.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply