পরীক্ষা খবরপরীক্ষার রুটিন

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ হবে সোম-মঙ্গলবারে

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিপূর্ণ পরিকল্পনাসহ তারিখ ঘোষণা করতে পারব। পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে। তবে কেউ বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আরো পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে কিনা, জানা যাবে কাল

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

সভায় শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শুরুর আগে চার সপ্তাহ প্রস্তুতির সুযোগ থাকবে। দুই সপ্তাহ নয়, অন্তত চার সপ্তাহ সময় দিব আমরা। মন্ত্রণালয়ের আরও একটি সভা রয়েছে। সেটার পর আমরা এই পরীক্ষার ব্যাপারে একটি সুনির্দ্দিষ্ট ধারণা দিতে পারবো। তবে সেটি আগামী সোম-মঙ্গলবারে বলতে পারবো বলে আশা করছি।

শিক্ষামন্ত্রী জানান, কতটুকু পরীক্ষা নেবো, কি পদ্ধতিতে নেবো সেটি সেদিন জানাতে পারব। চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে কতো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে এটি সম্পন্ন করতে পারি। আমাদের পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সবাই যেন দুশ্চিন্তা ছাড়া পরীক্ষা দিতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আর যারা পরীক্ষা দিতে পারবেন না তাদের কিভাবে মূল্যায়ন করা হবে, সেটি সোম-মঙ্গলবার জানাবো।

এইচএসসি পরীক্ষা নেয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এইচএসসি পরীক্ষার বিষয়ে সব প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু বিরাট সংখ্যক পরীক্ষার্থী এবং তাদের সাথে তাদের অভিভাবকরা, শিক্ষকরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা এখনোই কোনো সিদ্ধান্তে যেতে পারি না।’

শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষার্থী বলেছেন তারা পরীক্ষা ছাড়া মূল্যায়ন চায়, এটা একটা বিষয় হতে হয়। আমরা পরীক্ষা ছাড়া মূল্যায়ন করার বিষয়টি নিয়েও ভাবছি। তাছাড়া দু’বছর পর যখন এখন শিক্ষার্থী চাকরি ইন্টারভিউ দিতে যাবেন- তখন তো কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। আগামী সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে এসএসসির বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্ত জানাতে পারবো। আমরা শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে অন্তত চার সপ্তাহ সময় দিবো। আমরা অনেকগুলো অপশন নিয়ে ভাবছি।

আরো পড়ুন- এইচএসসি পরীক্ষা শুরুর আগে চার সপ্তাহ প্রস্তুতির সুযোগ থাকবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রী আরো বলেন, এইচএসসির সিলেবাস কমানোর কোনো বিষয় নেই। যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই সব সিলেবাস আমরা কম্পিলিট করতে পেরেছিলাম। তবে, কবে পরীক্ষা নেয়া যাবে তা এখন বলা সম্ভব না।

এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, সামনের সভায় সব জিনিস জানানো হবে। আমরা নানান রকম অপশন নিয়ে ভাবছি। কোনো পরীক্ষা না নিয়ে অটো প্রমোশন নেয়া বা সিলেবাস কমিয়ে পরীক্ষা নেয়ার বিষয়ে আমরা ভাবছি। আমরা সমস্ত কাজ করেছি। আমরা কিছুদিনের মধ্যেই পরীক্ষার বিষয়ে জানাতে পারবো।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply