অনার্স ৩য় বর্ষের পরীক্ষা কবে হবে? এব্যাপারে সর্বশেষ যা জানা গেলো
অনার্স ৩য় বর্ষের পরীক্ষা কবে হবে? এব্যাপারে সর্বশেষ যা জানা গেলো সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় গত ৮ ডিসেম্বর ২০২১ তারিখে অনার্স ৩য় বর্ষের রুটিন প্রকাশিত করেছিল। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরুর তারিখ ছিল ২৬.০২.২০২২ এবং পরীক্ষা শেষ হবার তারিখ ছিল ২৭.০৩.২০২২ কিন্ত করোনার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয় এই তৃতীয় বর্ষের সূচী বাতিল করে এবং এখন পর্যন্ত স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই।
যদিও ডিগ্রি, অনার্স , প্রফেশনাল কোর্স সহ অন্যান্য সকল কোর্সের পরিক্ষার রুটিন ইতোমধ্যে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পূর্বের সকল স্থগিত পরীক্ষা শুধুমাত্র এক সপ্তাহ পেছানো হয়েছে এবং এখন পর্যন্ত ৩য় বর্ষ পরীক্ষা নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
তবে এডুকেশন্স ইন বিডি পূর্বের সকল তথ্য বিশ্লেষণ করে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা কবে হবে? এব্যাপারে শিক্ষার্থীদের ধারনা দেয়ার চেষ্টা করবে যাতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্ততি নিয়ে কোন কনফিশন না হয়। আমরা আশাবাদী জাতীয় বিশ্ববিদ্যালয় চলতি ফেব্রুয়ারী মাসের ১০ তারিখের মধ্যেই অনার্স ৩য় বর্ষের পরিক্ষার সময় সূচি প্রকাশ করবে এবং পরীক্ষা শুরু হবার সম্ভাব্য সময় হচ্ছে আগামী মার্চ ২০২২ মাসের প্রথম সপ্তাহ এবং পরীক্ষা শেষ হবার সম্ভাব্য সময় হচ্ছে আগামী এপ্রিল ২০২২ মাসের শেষ সপ্তাহ। সুতারাং পবিত্র ইদ উল ফিতরের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৩য় বর্ষ এর পরীক্ষা নেয়ার চেষ্টা করবে এবং এই পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় হচ্ছে আগামী জুন মাসের শেষ সপ্তাহ অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহ।
উপরের তথ্য উপাক্ত গুলো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গত বছরের ৮ ডিসেম্বর ২০২১ তারিখ প্রকাশিত অনার্স ৩য় বর্ষের রুটিন অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে শিক্ষার্থীদের পরীক্ষা কবে হবে সেই ধারনা দেয়ার চেষ্টা করা হলো মাত্র।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি) জারি হওয়া পরিপত্রে বলা হয়, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানানো হয়।
যদি আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এর ঘোষনা আসে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় আবারো পরীক্ষা স্থগিত করবে নাকি পরীক্ষা চালিয়ে যাবে এব্যাপারে আমরা কিছু জানতে পারিনি।
Pingback: অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে? - Daily Result BD