পরীক্ষা খবরশিক্ষা খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলার পরীক্ষা আগামীকাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলার পরীক্ষা আগামীকাল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগের স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এতে ৩০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮৫১ জন ভর্তিচ্ছু। প্রতি আসনে লড়বে ২৮ জন। পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে।রেজিস্টার অফিস সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগসমূহে জিএসটি মার্কসের ভিতিত্তে শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। কিন্তু প্রাকটিক্যাল সাবজেক্ট হওয়াই চারুকলায় আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা নেয়া হচ্ছে।

 

ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে জেএসটি মার্কসযুক্ত করে মেধাতালিকা প্রকাশ করা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। ভর্তিচ্ছুদের অবশ্যই গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের ‘acknowledgement slip’ সঙ্গে আনতে হবে। অঙ্কনের কাগজ সরবরাহ করা হলেও ভর্তিচ্ছুদের পেন্সিল, রাবার ও আনুসঙ্গিক জিনিসপত্র নিজে থেকে আনতে হবে।

 

The Islamic University’s fine arts exam is tomorrow. The practical examination of those enrolled in the first year of graduation in the Department of Fine Arts of the Faculty of Arts of The Islamic University (EB) will be held on Wednesday. It has 851 admission seekers applying for 30 seats. There will be 28 candidates in each seat. The exam will begin at 11:00 p.m. According to the registered office, students have been admitted to other departments of the Islamic University on the basis of GST marks. But being a practical subject, a practical test is being taken separately in fine arts.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply