জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ NU LLB Last Part Exam Form Fill Up Circular
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে NU LLB Last Part Exam Form Fill Up Circular। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এল.এল.বি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরনের (সংশোধিত) বিজ্ঞপ্তি ২০২৩। ২০২১ সালের এল.এল.বি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরনের বিস্তারিত তথ্য দেখুন এখানে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এলএলবি শেষ পর্ব পাঠদানকারী কলেজ ও সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ২০২১ সালের এল.এল.বি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরনের নিম্নবর্ণিত সংশোধিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করা হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে।
আরো পড়ুন- এলএলবি শেষ ১ম পর্ব পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা প্রকাশ
উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফরম, বিবরণী ফরম, ফি জমাদানের তারিখ, নিয়ম ও শর্তাবলী নিম্নরূপঃ
পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম পূরণ ও জমা করার তারিখঃ
• পরীক্ষার্থীকে অন-লাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমা ও শেষ তারিখঃ ২৫/১০/২০২৩ হতে ২৬/১০/২০২৩
• কলেজ কর্তৃক অন-লাইনে ডাটা এন্ট্রি/ফরমপূরণ নিশ্চয়ন করার শেষ তারিখঃ ২৯/১০/২০২৩ (বিকাল ৪.০০ টা পর্যন্ত)
এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩
২০২১ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি পরীক্ষার্থী)
• পরীক্ষার ফি (পরীক্ষার্থী প্রতি) ২৪০০/-
• মানউন্নয়ন (প্রতিপত্র) ৩০০/-
• বিশেষ অধিভুক্তি ফি (মানউন্নয়ন পরিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযােজ্য):৫০০/-
• মুডকোর্ট ট্রায়াল/মৌখিক পরীক্ষার ফিঃ ৬০০/-
• নম্বরপত্র ও সাময়িক সনদপত্র ফি (পূর্বে যারা ফরম পূরন করেনি তাদের জন্য প্রযােজ্য): ৬০০/-
• কেন্দ্র ফি (বিশ্ববিদ্যালয়ে জমা হবেনা): ৫০০/-
আবেদন ফরম সংগ্রহ (শিক্ষার্থী/কলেজের জন্য):
এলএলবি শেষ পর্ব পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd থেকে ডাউন লােড করতে হবে। পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ প্রিন্টকৃত কপি ফটোকপি করে নিতে পারবেন।
পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচীঃ
• জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত এল এল বি শেষ পর্ব পরীক্ষার পাঠ্যসূচী ও সংশােধিত রেগুলেশন অনুযায়ী ২০২০ সালের এল এল বি শেষ পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে।২০১৭-১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত পরীক্ষার্থীদের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• ২০২৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী সকল পত্রে অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে, তারা এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংগ্রহণ করতে পারবে (রেজিঃ কার্ডের মেয়াদ থাকা সাপেক্ষে)। এক্ষেত্রে যে সকল পত্রে ৪৫% এর কম নম্বর পেয়েছে শুধুমাত্র সেই সকল পত্রে পরীক্ষায় অংশ গ্রহণের সুযােগ পাবে। এই জাতীয় পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের প্রাপ্ত নম্বরের সাথে ২০১৯ সালের অংশগ্রহণকৃত বিষয়ের/বিষয় সমূহের নম্বর সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হবে।
• যে সকল পরীক্ষার্থী ২০১৯ সালের এল এল বি শেষ পর্ব পরীক্ষায় মান-উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তারা ২০২০ সালের এল এল বি শেষ পর্ব পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না। তবে যাদের রেজি: কার্ডের মেয়াদ আছে তারা সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
• যে সকল পরীক্ষার্থী ২০১৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় সকলপত্রে অংশগ্রহণ করে ৪৫% এর কম নম্বর পেয়ে ৩য় শ্রেণীতে পাস করেছে, অথবা কোন এক পত্রে অনুপস্থিত থেকে অকৃতকার্য হয়েছে তারা রেজিঃ মেয়াদ থাকা সাপেক্ষে ৪৫% নম্বর কম পাওয়াপত্রে মান-উন্নয়ন অথবা অনুপস্থিত পত্রে পরীক্ষা দিতে পারবে।
এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরন বিজ্ঞপ্তি ২০২৩
আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট
আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণের নিয়মাবলী (পরীক্ষার্থীদের জন্য)
• পরীক্ষার্থীরা আবেদন ফরম (পরীক্ষার্থীর অংশ) স্বহস্থে পূরণ করে নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিবে। আবেদন পত্রের সাথে.রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং ইতিপূর্বে অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি ও সরকারী চাকুরীজিবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর/বিভাগের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র সংযুক্ত করতে হবে।
• আবেদন ফরমের নির্দিষ্ট স্থানে পরীক্ষা কোড লিখতে হবে। পরীক্ষা কোড লিখতে কোন প্রকার ভুল হলে পুনরায় অবশ্যই সঠিকভাবে লিখতে হবে।
• ফরম পূরণে ভুলের কারণে পরীক্ষার্থীর প্রবেশপত্র ভুল হলে নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে পরীক্ষার পূহে প্রবেশপত্র সংশােধন করে নিতে হবে। এক্ষেত্রে মূল প্রবেশপত্রের সাথে বিবরণীর ফটোকপি জমা দিতে হবে।
• প্রত্যেক পরীক্ষার্থীকে সম্প্রতি তােলা ০১ (এক) কপি পাসপাের্ট আকারের ছবি (কলেজের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত) আবেদন ফরমের নির্ধারিত স্থানে আইকা আঠা দিয়ে সংযুক্ত করতে হবে।
• অসম্পূর্ণ আবেদন ফরম কোন প্রকার যােগাযােগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এল.এল.বি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরনের (সংশোধিত) বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের এল.এল.বি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরনের বিজ্ঞপ্তি৷ এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম ফিলাপ ২০২২।