সাধারন এবং অন্যান্য

ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ সময়সূচি 𝐅𝐢𝐟𝐚 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐂𝐮𝐩-𝟐𝟎𝟐𝟐 QATAR (Football 𝐌𝐚𝐭𝐜𝐡 𝐒𝐜𝐡𝐞𝐝𝐮𝐥𝐞)

ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ সময়সূচি 𝐅𝐢𝐟𝐚 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐂𝐮𝐩-𝟐𝟎𝟐𝟐 QATAR (Football 𝐌𝐚𝐭𝐜𝐡 𝐒𝐜𝐡𝐞𝐝𝐮𝐥𝐞)। বাংলাদেশ সময় অনুযায়ী ফিফা কাতার ফুটবল বিশ্বকাপের গ্রূপ পর্বের সব গুলো ম্যাচের সময়সূচি ।বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব এই প্রথম শুরু হয়েছে মধ্যপ্রচ্যের মরুময় দেশে। কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষে ফিফা এরই মধ্যে প্রকাশ করেছে ম্যাচ শিডিউল। ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল’ (২২তম আসর)-এর পর্দা উঠছে আজ (২০ নভেম্বর)-

আজ উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে- কাতারের আল-খোর শহরের ‘আল-বাইত স্টেডিয়ামে’।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে- স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে- ৩২টি দল (৮টি গ্রুপে ভাগ হয়ে)।
সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে-কোস্টারিকা।

মোট ম্যাচ অনুষ্ঠিত হবে- ৬৪টি।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে- (১৮ ডিসেম্বর, ২০২২) কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে’।
অফিসিয়াল ফুটবলের নাম- ‘আল রিহলা’ (Adidas Al Rihla)।আরবি ভাষায় ‘আল রিহলা’ শব্দের অর্থ-ভ্রমণ বা যাত্রা।
অফিসিয়াল মাস্কটের নাম- ‘লায়িব’ (Laʼeeb)।আরবি ভাষায় ‘লায়িব’ শব্দের অর্থ-অত্যন্ত দক্ষ খেলোয়াড়।

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৪ কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা)
২০২৬সালে ফিফা বিশ্বকাপ ফুটবল হবে- কানাডা,মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র (অংশগ্রহণকারী দল হবে-৪৮ টি)
FIFA full form= “International Federation of Association Football” ( 1904)
ফিফার বর্তমান সভাপতিঃ জিয়ান্নি ইনফান্তিনো (সুইজারল্যান্ড)

বাংলাদেশ সময় অনুযায়ী কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি দেখে নিন:-

বাংলাদেশ সময় অনুযায়ী কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি দেখে নিন:-
কাতারের মোট দশটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ খেলা গুলো। যেখানে অংশগ্রহণ করবে ৩২ টি দেশ, সব মিলে মোট ৭১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কাতার ফিফা বিশ্বকাপ ২০২২

এক নজরে বিশ্বকাপ ২০২২ এর ৮টি গ্রুপ:
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।
গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান।
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ সময়সূচি 𝐅𝐢𝐟𝐚 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐂𝐮𝐩-𝟐𝟎𝟐𝟐 QATAR (Football 𝐌𝐚𝐭𝐜𝐡 𝐒𝐜𝐡𝐞𝐝𝐮𝐥𝐞)

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply