ক্যারিয়ারচাকরির প্রস্ততি

ব্যাংক জব গাইড pdf ডাউনলোড ও প্রস্ততি Bank Jobs Guide PDF Download 2024

ব্যাংকে জব প্রিপারেশন সরকারী ব্যাংকের রিসেন্ট পরীক্ষাগুলোর আলোকে বিশ্লেষন করে কোন পার্ট এর প্রিপারেশন কোত্থেকে নেয়া উচিত তাই আলোচনা করি। আপনি যদি ব্যাংক প্রিপারেশনন কিভাবে নিবেন ভেবে চিন্তায় থাকেন, তবে এই পোস্ট আপনার জন্য। Bank Jobs Guide PDF Download & Preparation 2024.

ব্যাংকের চাকরীর প্রস্তুতি নেয়ার আগে হাতে থাকা লাগে গত বছরের ব্যাংক পরীক্ষার প্রশ্ন , ব্যাংক জব গাইড pdf । তার জন্য কিনতে পারেন প্রফেসরস এর “Key to Govenrment Bank job”
আর “Key to private Bank Job” বই দুইটা। অনেকেই আরিফুর রহমান এর “Bank job digest” সাজেস্ট করে। আপনার পছন্দ। এরপর আসি বিষয় ভিত্তিক আলোচনায়—-ব্যাংক জব গাইড pdf ও প্রস্ততি  2024
.
গণিত:
যদি ম্যাথে আপনি শুন্য হোন,তাইলে বলব ক্লাস ৩ এর বই থেকে শুরু করে এইট পর্যন্ত পড়েন আগে। যদি মোটামুটি ১০+১০=২০ মিলাইতে পারেন তবে বলব খাইরুলস বেসিক ম্যাথ, আর MP3 ম্যাথ করেন। যদি আরেকটু ভাল হোন, তবে এবার আপনি সাইফুরস ম্যাথ করেন। সাথে অবশ্যই জাফর ইকবাল আনসারীর রিটেন ম্যাথ আর আরিফুর রহমান এর রিটেন ম্যাথ দুইটা বই করবেন।

একটা কথা মনে রাখবেন, ম্যাথ সবাই পারে আসল ব্যাপার হইল কে কত্ত তাড়াতাড়ি মিলাইতে পারে। প্রিলি পরীক্ষায় যদি আপনি ৩০টা ম্যাথ আধা ঘন্টায় টাচ করতে পারেন এবং এর মধ্যে ২২+ Math আপনার কারেক্ট হয়, তবে ম্যাথে আপনি ভাল। ম্যাথে ভাল করার কোন শর্টকার্ট বুদ্ধি নাই। এটার একমাত্র উপায় হইল খাতা খুলে নিজের হাতে ম্যাথ করেন। কখনো শর্টকার্ট উপায়ে ম্যাথ শিখেন না যা শিখবেন ক্লিয়ার করে শিখেন। বেসিকটা ভাল থাকলে ম্যাথ কোন ব্যাপার না।

ব্যাংক জব গাইড pdf ডাউনলোড ও প্রস্ততি ২০২০

ইংলিশ:
ব্যাংকের চাকরী মানেই ম্যাথ আর ইংলিশ। ইংলিশ এর প্রধান অস্ত্র হইল “English for Competitive Exam” বইটা। বিশাল জিনিস, পড়লেই বুঝবেন। ব্যাংকের ইংলিশের একটা বিশাল পার্ট হইল ভোকাবুলারী। যদি এই ভোকাবুলারী মুখস্ত করার মত জগতের সবচেয়ে বোরিং কাজটা করতে চান তবে ভাল বই হচ্ছে “New GRE Vocabulary Solution 2.0” বইটা। প্রায়শই কমন পড়ে। মুখস্ত কেমনে করবেন সেটা আপনার ব্যাপার। গ্রামার শেখার জন্য অনেক বই আছে, সেটা আপনার দায়ীত্ব। জাকির হুসাইন এর “A Passage to English grammer” বইটা দেখেন, Cliffs এর “TOEFL” বইটা ভাল, সাইফুরস এর “Newest Grammer”ব্যাংক জব গাইড pdf বইটাও ভাল।

তবে যাই করেন না কেন, অনুবাদটা ভাল করে শিখে নিয়েন। রিটেনে যায়া বুঝবেন এইটা কত্ত বড় ফ্যাক্টর। এটা শেখার কোন নিয়ম কানুন নাই। প্রতিদিন এক পাতা করে অনুবাদ করে যান। তবে আরিফুর রহমান এর “Bank Written Suggestion ” বইটা দেখতে পারেন। অনেক অনুবাদ আছে।

বাংলা:
ব্যাংকের বাংলা সাধারণত গ্রামার নির্ভর। সো প্রথম ভরসা ক্লাস নাইন টেনের বাংলা বই। সাথে অবশ্যই MP3 বাংলা বইটা রাখেন প্র্যাক্টিস এর জন্য। এই দুইটা বই ই বাংলার পুরা প্রিপারেশন হয়ে যাবে।
সাধারন জ্ঞান:
ব্যাংকের প্রিলি মানেই সাম্প্রতিক নির্ভর। সেক্ষেত্রে প্রধান অস্ত্র হল প্রতি মাসের কারেন্ট এফেয়ার্স। আর বিসিএস এর আগে যে ডাইজেস্ট বের হয়, ওমন একটা ডাইজেস্ট কিনে নেন। ব্যাস, সাধারন জ্ঞান দুই বই এ কম্পলিট।
কম্পিউটার:
বাজারে এখন পর্যন্ত বেস্ট বই হল ইজি কম্পিউটার। যদি এটার ভেতর থেকে আসে পারবেন নাইলে কোত্থেকে আসবে সেটা কেও জানে না। এই একটা বই ই পড়েন, বাকিটা আল্লাহ ভরসা। ব্যাস, বিসিএস এর ১০০ ভাগের এক ভাগ পরিশ্রম দিয়ে আপনার ব্যাংকের চাকরীর প্রিপারেশন হয়ে যাবে।

ব্যাংক জব গাইড pdf ডাউনলোড করুন এখান থেকেই

ব্যাংক প্রস্ততি গাইড ডাউনলোড 


আপনি বিগত এক্সাম গুলোর প্রশ্ন সমাধান করুন যত পারেন। আপনাকে SOWT (Strength, Opportunity, Weakness and Threat) Analysis করে আগাতে হবে। আপনার শক্তি ও দূর্বলতা খুঁজে বের করেন।
বাংলা:
বিগত বিসিএস, ব্যাংকের প্রশ্ন গুলো পড়ে ফেলেন। শব্দ ও বানানের দিকে জোর দিন। মূনীর চৌধুরীর ব্যাকরণ পড়ে ফেলেন।
English:
Previous Question, Saifurs Vocabulary, Gap Filling and One Word Substitution ভালো করে
পড়ে ফেলেন।
Math:
Previous Question Solve করেন।
ICT:
Easy Computer + Assurance Digest এর ICT part পড়ে ফেলেন।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

আরো পড়ুন—প্রফেসরস জব সলিউশন pdf download  ও বিসিএস প্রস্ততি

সাধারণ জ্ঞান:
সাম্প্রতিক খুবই ভালো করে পরবেন। এর মধ্যে ব্যাংক জব গাইড পিডিএফ ও প্রস্ততি ২০২৩ ,অর্থনৈতিক সমীক্ষা, BBS এর সাম্প্রতিক তথ্য, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম ও মুদ্রাও
রাজধানী, বিভিন্ন আন্তর্জাতিক জরিপে বাংলাদেশের অবস্থান খুব ভালো করে পড়বেন।

বিঃদ্রঃ কোন ফাইল সম্পর্কে ফাইলটির লেখক / প্রকাশক / সত্ত্বাধিকারীর কোন আপত্তি থাকলে অনুগ্রহ করে ফাইলটির নামসহ আমাদের ইনবক্স করুন। ইনশাআল্লাহ ফাইলটি ওয়েবসাইট থেকে মুছে ফেলা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply