চাকরির বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ। বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনার বিভিন্ন পদে নিয়োগ হবে। বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। নির্বাচনী পরীক্ষার জন্য নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত থাকতে হবে।

বাংলাদেশ বিমানবাহিনীতে আবেদনের শিক্ষাগত যােগ্যতা

• টেকনিক্যাল ট্রেড (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।

• নন টেকনিক্যাল (পুরুষ): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যুনতম জিপিএ-৩.৫/সমমান।

• এমটিওএফ (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.০/সমমান

• প্রভােস্ট (পুরুষ ও মহিলা): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।

• চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা): এসএসসিতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।

• পিএফএন্ডিআই (পুরুষ ও মহিলা): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।

• আইটি সহকারী (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।

বি.দ্র. চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে MATS হতে ০৪ বছর মেয়াদী MATC সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে ২০১৯ সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বাংলাদেশ বিমানবাহিনীতে আবেদনের বিশেষ যােগ্যতা

• টেকনিক্যাল ট্রেড (পুরুষ): যে কোনাে স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

• নন-টেকনিক্যাল (পুরুষ): আন্তর্জাতিক/জাতীয়/বিভাগীয়/জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

• এমটিওএফ (পুরুষ): হালকা/ভারী যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

• চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা): MATS হতে ০৪ বছর মেয়াদী MATC সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

• পিএফএন্ডডিআই ও প্রভােস্ট (পুরুষ ও মহিলা): বিশেষ শর্ত পূরণকারী এবং চৌকস চাল-চলনের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

• আইটি সহকারী (পুরুষ): কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহ থেকে সনদপ্রাপ্ত এবং আইটি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বাংলাদেশ বিমানবাহিনীতে আবেদনের অন্যান্য যােগ্যতা

• জাতীয়তা: বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।
• বয়স: সকল ট্রেড : ১৬-২১ বছর (২৭ মার্চ ২০২২ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
• এমটিওএফ ট্রেড : সর্বোচ্চ ২৪ বছর (২৭ মার্চ ২০২২ তারিখে)।
• চিকিৎ্সা সহকারী : MATC সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর (২৭ মার্চ ২০২২ তারিখে)।
• বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
• উচ্চতা (পুরুষ): সকল ট্রেড ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
• পিএফএন্ডিআই ও প্রভােস্ট : ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি।
• উচ্চতা (মহিলা): চিকিৎসা সহকারী: ন্যূনতম ৫ ফুট।
• পিএফএন্ডডিআই ও প্রভােস্ট : ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি।
• ওজন: : বয়স ও উচ্চতা অনুযায়ী
• বুকের মাপ (পুরুষ) : ন্যূনতম ৩০ ইঞ্চি; প্রসারণ: ২ ইঞ্চি।
• বুকের মাপ (মহিলা) : ন্যূনতম ২৮ ইঞ্চি; প্রসারণ: ২ ইঞ্চি।
• চোখ: ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযােগ্য নয়)।

বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ বিমানবাহিনীতে অনলাইনে আবেদন করবেন যেভাবে 

• অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে “Apply Now’- এ ক্লিক করে নির্দেশনা অনুযায়ী রেজিষ্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০०- (দুইশত টাকা) পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।

• এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login’-এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

বি. দ্র, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন সদ্য তােলা রঙ্গিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে।

অনলাইনে আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২১।

পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি

• বিভাগ ও জেলা: সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযােজ্য*।

• পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫

• লিখিত পরীক্ষার সময়সূচি: ১২ সেপ্টেম্বর ২০২১ থেকে পর্যায়ক্রমে www.joinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে exam Schedule প্রকাশ করা হবে।

• স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার সময়সূচি: পর্যায়ক্রমে  www.joinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিশেষ সুযােগ সুবিধা

• বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৯,০০০/- (নির্ধারিত)। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্মপােষাক ও চিকিৎসাসহ সকল ব্যয় বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

• বিদেশ গমন: পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযােগ।

• উচ্চ শিক্ষা: বিমান বাহিনীর ত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।

• জাতিসংঘ মিশন : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযােগ।

• বাংলাদেশ দূতাবাস : বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়ােগ প্রাপ্তির সুযােগ।

• সন্তানদের অধ্যয়ন : সন্তানদের যােগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস ইউনির্ভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)-এ অধ্যয়নের সুযােগ।

• বাসস্থান: নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযােগ।

• রেশন: ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযােগ।

• যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকণ্টারযােগে যাতায়াতের সুযােগ।

• চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়ােজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযােগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযােগ।

বিমান বাহিনীতে নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা–১২১৫ ঠিকানায় অথবা ফোন করা যাবে ০৯৬০৩৯৯৯০০০।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group