বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ। বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনার বিভিন্ন পদে নিয়োগ হবে। বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। নির্বাচনী পরীক্ষার জন্য নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত থাকতে হবে।
বাংলাদেশ বিমানবাহিনীতে আবেদনের শিক্ষাগত যােগ্যতা
• টেকনিক্যাল ট্রেড (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
• নন টেকনিক্যাল (পুরুষ): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যুনতম জিপিএ-৩.৫/সমমান।
• এমটিওএফ (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.০/সমমান
• প্রভােস্ট (পুরুষ ও মহিলা): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
• চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা): এসএসসিতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
• পিএফএন্ডিআই (পুরুষ ও মহিলা): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
• আইটি সহকারী (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
বি.দ্র. চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে MATS হতে ০৪ বছর মেয়াদী MATC সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে ২০১৯ সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বাংলাদেশ বিমানবাহিনীতে আবেদনের বিশেষ যােগ্যতা
• টেকনিক্যাল ট্রেড (পুরুষ): যে কোনাে স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
• নন-টেকনিক্যাল (পুরুষ): আন্তর্জাতিক/জাতীয়/বিভাগীয়/জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
• এমটিওএফ (পুরুষ): হালকা/ভারী যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
• চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা): MATS হতে ০৪ বছর মেয়াদী MATC সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
• পিএফএন্ডডিআই ও প্রভােস্ট (পুরুষ ও মহিলা): বিশেষ শর্ত পূরণকারী এবং চৌকস চাল-চলনের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
• আইটি সহকারী (পুরুষ): কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহ থেকে সনদপ্রাপ্ত এবং আইটি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বাংলাদেশ বিমানবাহিনীতে আবেদনের অন্যান্য যােগ্যতা
• জাতীয়তা: বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।
• বয়স: সকল ট্রেড : ১৬-২১ বছর (২৭ মার্চ ২০২২ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
• এমটিওএফ ট্রেড : সর্বোচ্চ ২৪ বছর (২৭ মার্চ ২০২২ তারিখে)।
• চিকিৎ্সা সহকারী : MATC সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর (২৭ মার্চ ২০২২ তারিখে)।
• বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
• উচ্চতা (পুরুষ): সকল ট্রেড ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
• পিএফএন্ডিআই ও প্রভােস্ট : ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি।
• উচ্চতা (মহিলা): চিকিৎসা সহকারী: ন্যূনতম ৫ ফুট।
• পিএফএন্ডডিআই ও প্রভােস্ট : ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি।
• ওজন: : বয়স ও উচ্চতা অনুযায়ী
• বুকের মাপ (পুরুষ) : ন্যূনতম ৩০ ইঞ্চি; প্রসারণ: ২ ইঞ্চি।
• বুকের মাপ (মহিলা) : ন্যূনতম ২৮ ইঞ্চি; প্রসারণ: ২ ইঞ্চি।
• চোখ: ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযােগ্য নয়)।
বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিমানবাহিনীতে অনলাইনে আবেদন করবেন যেভাবে
• অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে “Apply Now’- এ ক্লিক করে নির্দেশনা অনুযায়ী রেজিষ্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০०- (দুইশত টাকা) পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।
• এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login’-এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
বি. দ্র, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন সদ্য তােলা রঙ্গিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে।
অনলাইনে আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২১।
পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি
• বিভাগ ও জেলা: সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযােজ্য*।
• পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫
• লিখিত পরীক্ষার সময়সূচি: ১২ সেপ্টেম্বর ২০২১ থেকে পর্যায়ক্রমে www.joinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে exam Schedule প্রকাশ করা হবে।
• স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার সময়সূচি: পর্যায়ক্রমে www.joinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশেষ সুযােগ সুবিধা
• বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৯,০০০/- (নির্ধারিত)। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্মপােষাক ও চিকিৎসাসহ সকল ব্যয় বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।
• বিদেশ গমন: পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযােগ।
• উচ্চ শিক্ষা: বিমান বাহিনীর ত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
• জাতিসংঘ মিশন : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযােগ।
• বাংলাদেশ দূতাবাস : বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়ােগ প্রাপ্তির সুযােগ।
• সন্তানদের অধ্যয়ন : সন্তানদের যােগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস ইউনির্ভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)-এ অধ্যয়নের সুযােগ।
• বাসস্থান: নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযােগ।
• রেশন: ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযােগ।
• যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকণ্টারযােগে যাতায়াতের সুযােগ।
• চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়ােজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযােগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযােগ।
বিমান বাহিনীতে নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা–১২১৫ ঠিকানায় অথবা ফোন করা যাবে ০৯৬০৩৯৯৯০০০।