জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

কলেজ খুললেই অনার্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্ষের তত্বীয় বিষয়গুলোর পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। করোনার কারণে স্থগিত রয়েছে অনার্স ৩য় বর্ষের বিভিন্ন বিভাগের ব্যবহারিক পরীক্ষা। এসব ব্যবহারিক পরীক্ষা না নেওয়ায় একদিকে যেমন ৩য় বর্ষের রেজাল্ট প্রকাশে বিলম্ব হচ্ছে। পাশাপাশি যাদের ব্যবহারিক আছে তাদের বাড়তি চাপে পড়তে হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে পরিস্থিতি স্বাভাবিক হলে অনার্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হবার পর কলেজ খুললেই ৩য় বর্ষের স্থগিত থাকা ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে এ সংক্রান্ত তথ্য জানা যায়।

আরো পড়ুন- করোনা গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার যেমন হবে

এদিকে ফের বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনার কারণে আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এ ছুটি। করোনা কারণে পিছিয়ে পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম। কয়েকমাস ধরেই বন্ধ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহ। যার ফলে স্থবির হয়ে পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কোর্সের ক্লাস-পরীক্ষা। এ ক্ষতি পুষিয়ে নিতে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রাশ প্রোগ্রাম করে ওভারকাম করার আভাস দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এমন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় যেন পিছিয়ে না পড়ে এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন লাইন ভিডিও ক্লাস এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় অনলাইনে ১৪৫৮ জন শিক্ষকের ১৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০টি ভিডিও ক্লাস অপলোড করা হবে। ৩১টি ডিসিপ্লিনের এই অনলাইন ক্লাস গ্রহণ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে এই ভিডিও ক্লাস দেখতে পাবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা বাতিল, পরীক্ষা হবে ১০০ নম্বরের

অনার্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার পাশাপাশি করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে ৪র্থ বর্ষ, মাস্টার্স শেষ পর্ব ও ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষা যা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে অনার্স ১ম ও ২য় বর্ষ, মাস্টার্স ১ম পর্ব, ডিগ্রী ৩য় বর্ষ ও ডিগ্রী ১ম বর্ষের ফরম ফিলাপের ডেট দেওয়া হবে। খুব সল্প সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে পড়া একাডেমিক ক্যালেন্ডার শেষ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স তৃতীয় বৰ্ষ পরীক্ষা ০৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারিতে শেষ হয়। এ পরীক্ষায় ৩১ টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭ টি কলেজের ৪ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply