জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

এইচএসসির নিয়মে ফল প্রকাশের দাবি অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এইচএসসির নিয়মে ফল প্রকাশের দাবি করেছেন। অনার্স ১ম,২য় এবং ৩য় বর্ষের রেজাল্টের ভিত্তিতে, অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট দেয়ার দাবি করেন তারা। অনেকে অনুষ্ঠিত ৫ বিষয়ের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন- অনার্স চতুর্থ বর্ষে অটোপাস দেয়া হবে না, পরীক্ষা হবে: উপাচার্য

অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের ৫ টি পরিক্ষা যথাযথ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাপি করোনা মহামারীর জন্য বাকি ৪ টি পরিক্ষা স্থগিত রয়েছে। আমরা অনার্স ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীরা অনুষ্ঠিত ৫ টি পরিক্ষার উপর ফলাফল মূল্যায়নের জোর দাবি জানাচ্ছি।

এদিকে মৌখিক ও বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও গড় পদ্ধতি অনুসরন করে ফল প্রকাশ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনিশ্চিয়তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে বিকল্প ব্যবস্থায় ফলাফল দেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত হওয়ার ফলে বিভিন্ন চাকরিতে আবেদন করা থেকে পিছিয়ে পড়াসহ শিক্ষার্থীদের মাঝে হতাশাও বাড়ছে। এতে করে আমাদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। আমাদের অনেকের চাকরিতে প্রবেশের বয়স কমে আসছে। যা দেশের বেকারত্বের জন্য হুমকি স্বরূপ। এমন সমস্যার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন তারা।

আরো পড়ুন- পরীক্ষা না দিয়ে অটোপ্রমোশনের কোন সুযোগ নেই: উপাচার্য

এর আগে অটোপাসের দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনও করেছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে অনুষ্ঠিত অনার্স চতুর্থ বর্ষের (সম্মান) পাঁচটি পরীক্ষার ফলের ভিত্তিতে পুরো পরীক্ষার ফল প্রকাশের দাবিও জানিয়েছেন তারা। যদিও অটোপাসের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ জানান, পরীক্ষা না দিয়ে অটোপ্রমোশনের কোন সুযোগ নেই। অনুকূল পরিবেশ হওয়ার সাথে সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ন্যূনতম সময়ের মধ্যে ফল দেয়া হবে। শুধু পাঁচটি বিষয়ের ফল নিয়ে সর্টিফিকেধারী শিক্ষার্থীদের জীবনে এ সনদ কোন কাজে আসবে না, না দেশে না বিদেশে।

আরো পড়ুন- পাঁচ বিষয়ের ফল নিয়ে এ সনদ কোন কাজে আসবে নাঃ উপাচার্য

এদিকে অক্টোবর পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ, মাস্টার্স ফাইনাল, মাস্টার্স প্রিলিমিনারি, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। প্রতিটি বর্ষের ৩১টি বিষয়ে পরীক্ষা রয়েছে। কিন্তু করোনার কারণে এসব পরীক্ষার সূচিও করা যায়নি। অনার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষা অর্ধেক হবার পর বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠান। আটকে আছে ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষাও। এছাড়াও বিভিন্ন প্রফেসনাল কোর্সের শতাধিক পরীক্ষা আটকে আছে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply