জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাম যুক্ত করে একটি পত্র গণমাধ্যমে পাঠিয়েছে কুচক্রী মহল। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. ফয়জুল করিমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং গণমাধ্যমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈরী সম্পর্ক সৃষ্টির জন্য মহলটি বেশ কিছুদিন ধরে অসত্য ও মনগড়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সর্বশেষ তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাম যুক্ত করে একটি ঘৃণ্যপত্র বৈশাখী টেলিভিশন চ্যানেলে পাঠিয়েছে, যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় মঙ্গলবার (২ ফেব্রয়ারি) ২টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। সাধারণ ডায়েরি নম্বর ৭৬ ও ৭৭।

এতে আরও জানানো হয়, পত্রিকায় প্রকাশিত খবরে দেখা গেছে, ‘বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও রিপোর্টার কাজী ফরিদকে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।’ এই ঘটনার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই। এ ঘটনা যারা ঘটিয়েছে তারা একটি চক্রবলে প্রতীমান। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনা অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেছি। ওই চক্র জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় স্বার্থবিরোধী কুচক্রী মহলকে চিহ্নিত করে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply