ক্যাম্পাসশিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির সময় বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে স্কুল-কলেজগুলোকে আরো সময় দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুল খোলার প্রস্তুতির নির্দেশ দিয়েছে মাউশি। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। স্কুল খোলার জন্য স্কুলগুলো কী ধরনের প্রস্তুতি নিচ্ছে তা দেখার জন্য একাধিক কমিটিও কাজ করছে।

আরো পড়ুন- শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত

করোনাভাইরাসের কারণে কয়েক দফায় বাড়িয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকার সিদ্ধান্ত রয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির সময় ছিল ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানেগুলোতে ছুটি বাড়ায় স্কুল-কলেজগুলোর প্রস্তুতিতেও ভাটা পড়ে। স্কুলগুলোর প্রস্তুতি দেখতে সম্প্রতি ঢাকার বাইরের কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

মাউশি অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সব প্রতিষ্ঠানকে খোলার জন্য প্রস্তুত থাকতে হবে যাতে সরকারি নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে খোলা যায়। যেসব প্রতিষ্ঠান পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে খুলতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রতিষ্ঠানের কোনো বিষয়ে ঘাটতি থাকলে অবহিত করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ১ লাখ শিক্ষককে পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে এই শিক্ষকরা স্কুলে পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে পারেন। এছাড়া মানসিক স্বাস্থ্যের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া শুরু হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রায় এক বছর স্কুলে না যাওয়ায় এবং বাসায় বন্দি থাকার কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। এ কারণে শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় রাখতে শিক্ষকদের মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। তারা শিক্ষার্থীদের নানা ধরনের পরামর্শ দেবেন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার গাইডলাইন দেখতে ক্লিক করুন

এর আগে জানুয়ারির চতুর্থ সপ্তাহে স্কুল খোলার গাইডলাইন প্রকাশ করে মাউশি। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে স্কুলগুলোকে গাইডলাইন মেনে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। কিন্তু পরে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

গাইডলাইন অনুযায়ী, সামাজিক দূরত্ব বজায় রাখতে বেঞ্চের দৈর্ঘ্য পাঁচ ফুটের কম হলে প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। বেঞ্চের দৈর্ঘ্য পাঁচ থেকে সাত ফুট হলে প্রতি বেঞ্চে দুজন করে শিক্ষার্থী বসতে পারবে। এছাড়া গাইডলাইনে স্বাস্থ্যবিধির সব বিষয় তুলে ধরা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply