NU Notice Boardজাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্দেশনা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত সাপ্তাহিক সূচি (সংযুক্তি-১) অনুযায়ী শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি চলমান অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে;

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে ওরিয়েন্টেশনের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ৪ (চার) বছর মেয়াদি একাডেমিক ক্যালেন্ডার (সংযুক্তি-২) সম্পর্কে সম্যকভাবে অবহিত করতে হবে। কলেজের পক্ষ থেকে একাডেমিক ক্যালেন্ডারের একটি কপি প্রত্যেক শিক্ষার্থীর নিকট হস্তান্তর করতে হবে;

কোভিড-১৯ জনিত অতিমারীর কারণে সৃষ্ট সেশনজট নিরসনে কোর্সভূক্ত প্রতিটি বিষয়ে বর্ষওয়ারী ক্লাস শুরু ও শেষ, ফর্ম পূরণ, পরীক্ষা শুরু ও শেষ এবং ফলাফল প্রকাশের তারিখ উক্ত একাডেমিক ক্যালেন্ডারে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

এতে সেশনজট কমিয়ে আনতে বছরে ১৯৫ দিন শ্রেণী কার্যকাল নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী চলমান সেশনে ভর্তিকৃত অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা ডিসেম্বর ২০২৪ এর মধ্যে অনার্স ডিগ্রী সম্পন্ন করতে সক্ষম হবে;

অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে ডিগ্রী অর্জনের পাশাপাশি কর্মূখী শিক্ষা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়ােজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নে ক্রিটিক্যাল থিংকিং-এর মূল্যায়নের ওপর গুরুত্বারাোপ করা হবে;

২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে করণীয়

গাইড বই পরিহার করে মূল পাঠ্যবই পড়তে হবে এবং এর পাশাপাশি সিলেবাস অনুযায়ী প্রাসঙ্গিক রেফারেন্স বই/গ্রন্থপঞ্জী এবং এতদুসম্পর্কিত মানসম্মত একাডেমিক জার্নাল পাঠ করতে হবে; জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ই-রিসার্স (বর্তমানে ১১০০০ ই-বুক ও ই-জার্নাল রয়েছে এবং আগামীতে এর পরিধি পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে)-এ remote access পেতে পারে সে ব্যাপারে প্রয়ােজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

শিক্ষার্থীদের পাঠদানের জন্য অধিভুক্ত কলেজ/স্ব-স্ব বিষয়ের কোর্স শিক্ষকগণ যাতে ই-বুক ও ই-জার্নালের কপি অনলাইনে ডাউনলােড করে প্রিন্ট করতে পারেন সে সুযােগ রয়েছে; বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়মিতভাবে ল্যাব ব্যবহার নিশ্চিত করতে হবে;

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অন-লাইন শিক্ষা কার্যক্রমের আওতায় https://onlinelecture.nu.ac.bd লিংকে আপলােডকৃত বিষয়ভিত্তিক ভিডিও লেকচারগুলাে নিয়মিতভাবে দেখার জন্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে। এর পরবর্তী পর্যায়ে প্রথিতযশা বিষয় বিশেষজ্ঞদের মডেল লেকচার ধারণ করে উপর্যুক্ত লিংকে আপলােড করা হবে;

অনলাইন ও শ্রেণিকক্ষে পাঠক্রম ও পাঠ্যসূচিভিত্তিক লেখাপড়ার পাশাপাশি সহপাঠ কার্যক্রম যেমন-বিতর্ক, সাহিত্য, সাংস্কৃতিক কর্মকান্ড, ক্রীড়া ইত্যাদির চর্চা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীদেরকে রােভার স্কাউটস ও বিএনসিসি কার্যক্রমে আরাে বেশি সম্পৃক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়ােজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতাসমূহে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযােগ করে দিতে হবে;

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সেবা যথাসময়ে পেতে প্রতিটি শিক্ষার্থীর একটি নিজস্ব ই-মেইল আইভি ও মােবাইল ফোন নম্বর থাকা আবশ্যক;

কোভিডকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মনোবল ধরে রাখা এবং তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে নিয়মিত কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে; শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সময়ে সময়ে প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply