জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি গুরুত্বপূর্ন টিপস 2021

অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি গুরুত্বপূর্ন টিপস 2021 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থীদের কাছে একটি আতঙ্কের নাম দ্বিতীয় বর্ষের ইংরেজি। অনেককে এ কথাও বলতে শুনেছি যে ইংরেজি পাস তো অনার্স পাস।তবে কিছু নিয়ম ও কিছু পরিশ্রমী পড়ালেখার মাধ্যমে ইংরেজিতে সহজে ভালো ফলাফল অর্জন সম্ভব।আজ সকলের জন্য কিছু টিপস

ইংরেজি প্রশ্নটি হয় তিনটি পার্টে। Part A ,Part B, Part C। নিচের লেখাগুলো ফলো করলে পার্ট এ এর ২০ নম্বরের মধ্যে ১৫+ পাওয়া সম্ভব খুব সহজে। তবে তার জন্য অবশ্যই বই পড়তে হবে, জানতে হবে।

Part A (২০ নম্বর)

পার্ট এ হচ্ছে ১নং প্রশ্নের উত্তর।একটি Unseen Passage দেওয়া থাকবে।
১ নং এ a-e পর্যন্ত প্রশ্ন থাকবে।২০ নম্বর থাকবে ১ নং এ।

১ নং এর a তে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে।এগুলোর উত্তর দিতে হবে।প্রতিটি প্রশ্নের মান ২। এর প্রশ্নগুলোর উত্তর প্যাসেজ এ পাবে। নিজের মেধার প্রমাণ দিতে পারলে প্যাসেজ থেকেই বের করে নিতে পারবে ৬ নম্বর।অবশ্য নিজে কিছু মিল রেখে এড করতে হবে, কারন প্রদত্ত প্যাসেজ থেকে সরাসরি কোনো sentence তুলে দেওয়া যাবেনা।

১ নং এর b এ প্যাসেজটির মেইন আইডিয়া ও সাপোর্টিং আইডিয়া লেখতে হবে।তার জন্য আছে ৪ নম্বর।প্যাসেজটি পরে যা বোঝলে তা একবাক্যে মেইন আইডিয়ার বক্সে লিখে,সাপোর্টিং আইডিয়ার বক্সে প্যাসেজের মূল বাক্যগুলো লেখলেই নম্বর পেয়ে যাবে।অবশ্যই টেবিল আকারে লেখতে হবে।মনে রাখবে,লেখার যে মৌলিক বিষয় তাই হলো Main idea, Main idea কে সম্প্রসারণ করার জন্য সহযোগী idea প্রয়োজন হয়।এগুলোই হলো Supporting Idea. Supporting Idea ছাড়া Main Idea কে amplify করা যায়না।

১ এর C তে থাকবে Meaning word. প্যাসেজ থেকে কিছু শব্দ থাকবে।এগুলো দিয়ে অর্থবোধক বাক্য তৈরী করতে হবে।যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলোর সমর্থক শব্দ বা অর্থ ইংরেজিতে দিতে হবে, সেজন্য এগুলো মুখস্ত থাকতে হবে। তারপর বাক্য নিজে তৈরী করতে পারলে ভালো নয়তো প্যাসেজের বাক্যটি তুলে দাও।

১ নং এর d তে থাকবে কি ওয়ার্ড। কি ওয়ার্ড হচ্ছে মূল শব্দগুচ্ছ।মূল শব্দকে কেন্দ্র করে অর্থবোধক বাক্য তৈরী করতে হবে।সেটিও প্যাসেজের সাথে মিল রেখে নিজের বুদ্ধির প্রমাণ দিলে নম্বর পেয়ে যাবে।কারন প্যাসেজেই মূল শব্দ নিয়ে অনেক কিছু লেখা থাকে।

১ এর e তে থাকবে প্যাসেজের মূলভাব অর্থ্যাৎ Summary। সেক্ষেত্রে প্যাসেজের এক-তৃতীয়াংশ সরাসরি লেখার সুযোগ আছে। সাথে নিজ থেকে কিছু লেখলে নম্বর পেয়ে যাবে।মনে রাখবে প্রত্যেক passage এ key word কেন্দ্রিক rational ideas থাকে।Passage থেকে এগুলো জড়ো করে Summary তৈরী করা যায়।সামারির শেষটি চেষ্টা করবে গুরুত্বপূর্ন ভাবের expression দিয়ে শেষ করতে।তাহলে summary টি যৌগিক ও প্রাসঙ্গিক হয়ে ফুটে উঠবে।

Grammar সম্পর্কিত আলোচনা

প্রথমেই বলে দিচ্ছি গ্রামারের কোনো সাজেশন হয়না।যে গ্রামার গুলো আসবে সেগুলোর রুলস মেনে পরতে হবে।পরীক্ষায় যে সমস্ত গ্রামার গুলো আসে সেগুলোই আজ সকলকে বলবো।

গ্রামার পার্টের জন্য বরাদ্দ থাকে ৩৫ নম্বর।ইংরেজিতে পাশ করতে চান আর ভালো ফলাফল করতে চান,মূল নজর দিতে হবে গ্রামারে।গ্রামারে ২০+ মার্ক তুলতে ব্যার্থ হলে পাশ করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়।তাই সকলে যেনো গ্রামারে ২০+ মার্ক পেতে পারেন, সে প্রস্তুতি নিয়ে রাখবেন।

ইংরেজিতে কমন পাওয়ার জন্য বিগত বছরের প্রশ্নগুলো ফলো করলে উপকার পাওয়া যায়।তাই সকলকে বলবো বিগত বছরের প্রশ্নগুলো ফলো করুন।

(Grammar)

Word order of sentence/Re-arrenging : জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর প্রশ্নপত্রে লক্ষ্য করে দেখা যায়,গ্রামার এর এ অংশে ৭টি এলোমেলো শব্দ সম্বলিত বাক্য দেওয়া থাকে।এগুলোকে সঠিক শব্দে সাজিয়ে লিখতে বলা হবে।শব্দগুলোকে সম্পূর্ণ বাক্যে পরিণত করতে হবে।এ অংশ হতে প্রতিবছর প্রশ্ন থাকবে,কোনো বিকল্প প্রশ্ন থাকবেনা। বিগত সালের প্রশ্ন গুলো পড়লে কমপক্ষে 1-2 টা কমোন পরে যেতে পারে তাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বিগত সালের কোশ্চেন গুলো নিয়ে।

Framing Wh questions : গ্রামার এর এ অংশে Wh questions হতে ৭ টি বাক্য থাকবে, পাঁচটির উত্তর করতে হবে।এগুলো থেকে প্রতিবছর প্রশ্ন থাকবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। বিগত সালের প্রশ্ন গুলো পড়লে কমপক্ষে 1-2 টা কমোন পরে যেতে পারে তাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বিগত সালের কোশ্চেন গুলো নিয়ে।

Tense,Articles,Verb,Prepositions & Others : পরীক্ষায় এ অংশ থেকে যেকোনো দুই ধরনের প্রশ্ন হবে।তবে বিগত বছর গুলোতে প্রশ্ন বিশ্লেষন করে দেখা যায়, Right from of verbs এবং Articles থেকে প্রশ্ন দেওয়া হয়।তাই যারা ইংরেজিতে দুর্বল তাদের বলবো এই দুইটি গ্রামার ভালো ভাবে পরুন।তাহলেই ১০ নম্বর পেয়ে যাবেন নিশ্চিত।Right from of verbs নিয়ে যারা সমস্যায় আছেন তারা সহজে Right from of verbs আয়ত্ত্বে নেওয়ার কৌশলটি মুখস্ত করে নেন।আর Article কারো সমস্যা হওয়ার কথা নয়।ছোট থেকেই Article পরে আসছেন।বিগত সালের প্রশ্ন গুলো পড়লে কমপক্ষে 1-2 টা কমোন পরে যেতে পারে তাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বিগত সালের কোশ্চেন গুলো নিয়ে।

Punctuation : প্রশ্নে একটি passage থাকবে।প্যাসেজে কোনো punctuation marks & Capital letter থাকবে না।passage টি মনোযোগ সহকারে পড়ে যথাস্থানে punctuation marks & Capital letter বসাতে হবে।এর বিকল্প প্রশ্ন থাকবেনা। এগুলো থেকে ৫ নম্বর পেতে বেশি সমস্যা হওয়ার কথা নয়।বিগত সালের প্রশ্ন গুলো পড়লে কমোন পরে যেতে পারে তাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বিগত সালের কোশ্চেন গুলো নিয়ে।

Developing Vocabulary :
a. প্রশ্নে এ অংশ হতে Antonyms & Synonyms থাকবে।উক্ত item এর উপর একটি প্রশ্ন থাকবে, যথাযথ উত্তর দিতে হবে।
b. প্রশ্নে এ অংশে Changing word from ( verb to noun etc.) and using them in sentence এর উপর দেওয়া থাকবে। যথাযথ ভাবে Verb ও Noun পরিবর্তন করতে হবে।বিগত সালের প্রশ্ন গুলো পড়লে কমপক্ষে 1-2 টা কমোন পরে যেতে পারে তাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বিগত সালের কোশ্চেন গুলো নিয়ে।

Translation from Bengali to English : প্রশ্নে যেকোনো একটি অনুচ্ছেদকে বাংলা হতে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলা হবে।অবশ্যই সকলকে মনে রাখতে হবে,মূলভাব বিকৃতি ঘটনা বা শাব্দিক অনুবাদ করা যাবেনা। মূল বিষয়ের সাবলীলতা, তাৎপর্য অক্ষুণ্ণ রাখতে হবে।বিগত সালের প্রশ্ন গুলো পড়লে কমোন পরে যেতে পারে তাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বিগত সালের কোশ্চেন গুলো নিয়ে।

লিখিত অংশগুলো নিয়ে বললাম না কিছু কারণ এগুলো পড়তে হবে এবং লিখতে হবে কিন্তু এতটুকুই বলতে পারি পরীক্ষার রুমে কোন অংশ বাদ দিয়ে আসা যাবেনা সবগুলোই লেখার চেষ্টা করতে হবে আশা করি তাহলে ভালো রেজাল্ট করা যাবে।

ধন্যবাদ

 

Written by :
MD Sheikh Sadi
Department of Mathematics
Kurigram Govt. College
Session: 2017-18

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply