NU Notice Boardজাতীয় বিশ্ববিদ্যালয়

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জকে সহজাত স্টাইল দিয়ে মােকাবেলা করবাে: উপাচার্য

বাংলাদেশে সমাজের মধ্যবিত্ত শ্রেণির প্রতিটি মানুষের মধ্যে এক গভীর দেশপ্রেম কাজ করে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান। এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ সেটিকে সহজাত স্টাইল দিয়ে মােকাবেলা করার কথাও জানিয়েছেন তিনি। আজ সােমবার (৬ডিসেম্বর) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৪তম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির দিকে নজর দিতে হবে: উপাচার্য

মশিউর রহমান বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণির প্রতিটি মানুষ একটি পর্যায়ে কোন মতে খেয়ে-পরে ভালাে থাকলে তাদের মধ্যে অন্যের জন্যে, সমাজের জন্যে কাজ করার একটা প্রবণতা  তৈরি হয়। সমাজে যদি কারাে জন্য অনগ্রসরতা তৈরি হয়, সেটা কখনাে কখনাে উচ্চবিত্ত শ্রেণির অতি বিত্তলােভের কারণে। কিন্তু যে মধ্যবিত্ত সমাজ বাংলাদেশে গড়ে উঠেছে তাদের মধ্যে একটা গভীর দেশপ্রেম কাজ করে। এটা আমার গভীর বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই আমি মনে করি শিক্ষা-আধুনিকতাসহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা সেই সঠিক পথেই আছি।

উপাচার্য বলেন, আমি আশাবাদী এ কারণে যে, আমাদের যে যেখানেই থাকে, সবার মধ্যই একটা কিছু করার চেষ্টা থাকে। আপনাদের পরামর্শের মধ্যদিয়ে শিক্ষায় নতুন নতুন ধারা নিয়ে আসবাে। সেটি আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করবে। আমাদের সীমাবদ্ধতা অনেক আছে। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ সেটিকে আমাদের সহজাত স্টাইল দিয়ে মােকাবেলা করবাে। এর মধ্যদিয়ে একটি মানবিক, আধুনিক, সংক্কারমূলক, প্রগতিবাদী সমাজ গড়ে তুলতে পারবাে। যেটি আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা।

এছাড়াও সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে উল্লেখযোেগ্য হচ্ছে-  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা পূর্বের ন্যায় বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  সভায় অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৫ জন সদস্যের মধ্যে ৪৩জন সংযুক্ত ছিলেন।

সভায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে এমফিল, পিএইচডি গবেষণার পরিধি বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ আলােচনা হয়। আলােচনায় অংশ নিয়ে কাউন্সিল সদস্য প্রফেসর ড. মেজবাহ কামাল বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুকুট হিসেবে পরিচিত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply