জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি পাস ৩য় বর্ষ ইংরেজী (আবশ্যিক) Report Writing নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস ৩য় বর্ষ ইংরেজী (আবশ্যিক) Report Writing নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ডিগ্রি পাস ৩য় বর্ষ, (সেশন: ২০১৭-১৮)

বিষয়ঃ ইংরেজী (আবশ্যিক)

বিষয়কোড: ১২১১০১

টপিকঃ Report Writing নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।

ইংরেজিতে ১১নাম্বার প্রশ্নে থাকবে Report. ১টি Report থাকবে,  ১টির-ই উত্তর দিতে হবে। এখানে ১০মার্ক বরাদ্দ থাকবে।

রিপোর্ট ( Report)কী❓

রিপোর্ট ( Report ) শব্দের বাংলা অর্থ হল প্রতিবেদন বা কোন তথ্যের বা কোন ঘটনার বিবরণ।কোন সমস্যা বা কোন ঘটনার জন্য পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয় মুলত তাহাই report বলে।

Report সাধারণতঃ দুই ধরণের হয়ে থাকে।

 

যথাঃ

a.General Reporting:  কোন বিষয়ে তথ্য সমৃদ্ধ রেফারেন্স সম্বলিত যে প্রতিবেদন লেখা হয় মূলত General Reporting বলে হয়।

b. News Reporting আর কোন ঘটনার আলোকে জনসাধারণকে পত্রিকার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করা হয় তাহাই News Reporting বলে।

একটি Report এর পাঁচটি গুরুত্বপূর্ণ অংশ আছে যথাঃ-

1.Caption /Headline বা শিরোনামঃ  Report এর অবশ্যই একটি Caption /Headline বা শিরোনাম থাকতে হবে।

যেমনঃ-

Save the Rivers,  Save the Country (নদী বাঁচাও, দেশ বাঁচা)

2.Caption /Headline বা শিরোনাম এর পরই report লেখার শুরুতে একটি source বা উৎস, date বা তারিখ, এবং place বা স্থানের নাম উল্লেখ থাকবে।

যেমনঃ-

Sapon,Staff correspondent Dhaka; 21 june 2020(স্বপন নিজস্ব সংবাদদাতা,ঢাকা;২১জুন ২০২০)

3.Introduction (সূচনা): paragraph এর মত report এর একটা ভূমিকা থাকবে।

4.Description (বর্ণনা): অতঃপর report যে বিষয়ের তার উপর একটি সংক্ষিপ্ত বর্ণনা থাকবে।

5.Conclusion (উপসংহার): সর্বোপরি একটি Conclusion থাকবে।

Report writing লেখার গুরুত্বপূর্ণ টিপ্সঃ-

রিপাের্টের অবশ্যই একটি শিরােনাম থাকবে।

রিপোর্ট লেখার শুরুতে রিপাের্টের স্থানের নাম ও তারিখ উল্লেখ করতে হবে।

শিরােনামে কোন article ব্যবহার করা হয় না।

First Person (I/We)  ব্যবহার করা যাবেনা।

ঘটনার সময় যদি জানা থাকে রিপাের্টে উল্লেখ করতে হবে।

রিপোর্টের ভাষা সহজ এবং সরল হতে হবে। ★রিপোর্ট passive voice-এ লিখতে হবে।

দুর্ঘটনা বা ঘটনার ফলাফল লিখতে হবে।

উদ্ধার কাজের কথাও লিখতে হবে।

ঘটনার সম্ভাব্য কারন লিখতে হবে।

রিপোর্টে ক্ষতিপূরণের পরিমাণের ঘােষণাও, যদি কিছু থাকে, উল্লেখ করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply