শিক্ষা খবরশিক্ষা নিউজ

স্কুল কলেজ খুলছে এই মাসেই :শিক্ষামন্ত্রী

স্কুল কলেজ খুলছে এই মাসেই।করোনা শনাক্তের হার কমতে শুরু করায় এ মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার চিন্তা করছে সরকার। গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। দ্বিতীয় ধাপের এই ছুটি শেষ হবে আগামী ২১ ফেব্রুয়ারি। এরপর ছুটি বাড়ানোর পক্ষে নন শিক্ষা মন্ত্রণালয়।

 

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। শনাক্ত ও মৃত্যর সংখ্যা কমেছে। গতকাল ২৪ ঘণ্টার হিসেবে করোনায় নতুন করে শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ২৬৮ জন। এই দিন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। যা বৃহস্পতিবারের তুলনায় কম। মৃত্যর সংখ্যাও কমেছে। বৃহস্পতিবার করোনায় মারা গেছেন ৪১ জন। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা নেমে আসে ২৭ এ।

 

গতকাল শুক্রবার সিলেট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, করোনা সংক্রমণ কমতে থাকায় শীঘ্রই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে। এসময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন। করোনার কারণে দ্বিতীয় ধাপের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ২০ জানুয়ারি। ওইদিন করোনা শনাক্তের হার ছিলো ২৬ দশমিক ৩৭ শতাংশ।

 

বর্তমানে করোনার শনাক্ত ও মৃত্যর হার কমতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে না বলে ধারণা করা হচ্ছে। করোনার কারণে দ্বিতীয় ধাপের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ২০ জানুয়ারি। ওইদিন করোনা শনাক্তের হার ছিলো ২৬ দশমিক ৩৭ শতাংশ। বর্তমানে করোনার শনাক্ত ও মৃত্যর হার কমতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে না বলে ধারণা করা হচ্ছে।

 

The school opens this month. The government is thinking of opening educational institutions this month as the rate of detection of the corona has started decreasing. Educational institutions have been closed since January 21. The second phase of the holiday will end on February 21. The Ministry of Education is not in favor of extending the holidays.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply