জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি ভর্তি ২য় রিলিজ স্লিপ মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি 2024 NU degree 2nd Release Slip

ডিগ্রি ২য় রিলিজ স্লিপ সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি 2024। রিলিজ স্লিপে মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ শ্রেণির ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক  চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিঃ

আবেদন শুরু হবে: ০৪ জানুয়ারী ২০২৪ তারিখ বিকাল ০৪:০০টায়।
আবেদন শেষ হবে : ১১ জানুয়ারী ২০২৪ তারিখ রাত ১১:৫৯মিনিটে।
আবেদন করতে পারবে তোমরা যারা পূর্বে কোনো কলেজে চান্স পাওনি/পূর্বে চান্স পেয়েও কোনো কলেজে ভর্তি হয়নি।

আগামী ১৪ ফেব্রুয়ারী ২০২২ তারিখ বিকাল ৪ টায় ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হবে।

উক্ত ফলাফল জানতে SMS  করবেনঃ (nu<space>atdg<space>roll no টাইপ করে  Send করতে হবে 16222 নম্বরে।)

রাত ৯ টা থেকে অনলাইনে যেভাবে ডিগ্রী রিলিজ স্লিপের ফলাফল চেক করবেনঃ

উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass)এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন  ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে। ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ১৪/০২/২০২৩ থেকে ২২/০২/২০২৩ তারিখের মধ্যে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ডিগ্রি ভর্তি ২য় রিলিজ স্লিপ মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি 2024 NU degree 2nd Release Slip

ডিগ্রি ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ 2024

ডিগ্রি ভর্তি ২য় রিলিজ স্লিপ মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি 2023

ডিগ্রি ২য় রিলিজ স্লিপ মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি 2022

Emergency Notification 2022 regarding degree 2nd Release Slip. Urgent notice regarding the publication of the merit list of the 2nd and last release slip of the degree 1st year admission program for the academic year 2020-21 and confirmation of final admission by the college for the academic year 2020-21:

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply