শিক্ষা নিউজ

একটি গ্রাম্য বাজার রচনা জেএসসি এসএসসি এইচএসসি ২০২২ A Rural Market Composition JSC SSC HSC 2022

একটি গ্রাম্য বাজার রচনা জেএসসি এসএসসি এইচএসসি ২০২২ A Rural Market Composition JSC SSC HSC 2022.

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

একটি গ্রাম্য বাজার রচনা 2022

সূচনা : একটি গ্রাম্য বাজার গ্রামের একটি পরিচিত স্থান। এটি গ্রাম বাসীদের জন্য একটি সাধারণ স্থানও বটে। একটি তাদের জন্য একটি বাণিজ্যিক স্থান। এখানে গ্রাম বাসীরা তাদের মালামাল বেচা-কেনা করতে আসে।

প্রকারভেদ : গ্রাম্য বাজার দুই প্রকারের হয়ে থাকে। একটিকে বলা হয় বাজার। এটি প্রত্যহ সকাল বেলায় বসে। অন্যটিকে বলা হয় হাট। এটি সাপ্তাহিক এক বা দুইদিন বসে। এক কথায় বলতে গেলে বাজার হচ্ছে দৈনন্দিন বাজার এবং হাট হচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে বসা বাজার।

গ্রাম্য বাজারের স্থান : সাধারণত গ্রাম্য বাজার খোলা মাঠে বসে। কখনো কখনো এটি নদীর তীরে কিংবা বড় কোনো গাছের নিচে বসে। বেশির ভাগ গ্রাম্য বাজার সরকারী জায়গায় অনুষ্ঠিত হয়।

দোকান ঘরের প্রকারভেদ : একটি গ্রাম্য বাজারে দুই ধরনের দোকানঘর থাকে। কিছু কিছু দোকন ঘর স্থায়ী ভিত্তিতে গড়ে উঠে। এ দোকান ঘরগুলো সারা বছর বাজারে থাকে। আর কতগুলো দোকান ঘর অস্থায়ী ভিত্তিতে বা ভাসমানভাবে গড়ে উঠে। এগুলো কখনো কখনো শুধু বাজারের দিনেই বসে। শাকসবজি, মাছ, মাংস, ফল সহ সকল কাঁচামাল অস্থায়ী দোকানে বিক্রি হয়। মুদিমাল, তেল, লবণ, চিনি, চাল, ডাল, গম, ঘি, পোশাক-আশাক স্থায়ী প্রকৃতির দোকান ঘরে বিক্রি হয়।

গ্রাম্য বাজারের অসুবিধা : গ্রাম্য বাজারের কতগুলো অসুবিধা রয়েছে। এসব বাজারের মালামালের নির্দিষ্ট মূল্য থাকেনা। ফলে গ্রাম্য ভোক্তাদের অনিশ্চিত মূল্যের হাঁক ডাকে পড়ে যেতে হয়। এতে ভোক্তাগণ ঠকে যেতে পারে। সাধারণত এটি একটি অপরিষ্কার ও নোংরা স্থান হয়ে থাকে। এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পাবলিক ঝড়ুদার থাকে না। এটি কখনো কখনো মারামারি ও ঝগড়া বিবাদের কেন্দ্রে পরিণত হয়। বর্তমান সময়ে কখনো কখনো গ্রাম্য বাজার স্থানীয় অপরাধী ও সন্ত্রাসীর আড্ডাখানায় পরিণত হয়। এতে বাজারের দোকানদারগণ মাঝে মাঝে ভয়ে ভীত থাকে। এতে গ্রাম্য বাজারে কখনো কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটে।

গ্রাম্য বাজারের সুবিধা : গ্রাম্য বাজারে কতগুলো অসুবিধা থাকার পরও প্রচুর সুবিধাও রয়েছে। এটি গ্রামবাসীদের জন্য এক প্রকারের আর্থিককেন্দ্র বটে। বর্তমান যুগে গ্রাম্য বাজারেও মোবাইল কম্পিউটারের দোকান এমনকি বড় বড় বাজার গুলোতে এক বা একাধিক ব্যাংকের শাখাও গড়ে উঠতে দেখা যায়। এমনকি নিরাপত্তার প্রশ্নে পুলিশ পাড়িও গড়ে উঠে। গ্রামের প্রবাসী মানুষজন এসব ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে থাকে। এইসব ব্যাংকে গ্রামের মানুষও তাদের ব্যক্তিগত পারিবারিক সঞ্চয় গড়ে তুলে। গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত ফসল ও শাক সবজি সহজভাবে বিক্রি করতে পারে এখানে। একটি গ্রাম্য বাজার গ্রামবাসিদের আয়-ব্যয়, লেনদেনের উৎস বটে। গ্রাম বাসীরা তাদের কাঁচামাল, উৎপাদনী পণ্য কিংবা হাতে তৈরি সামগ্রি বিক্রি করে। বর্তমান সময়ে গ্রামের মানুষ তাদের খামারে উৎপাদিত হাঁস-মুরগি, ডিম, দুধ বাজারে বিক্রি করে আত্মনির্ভরশীল হতে দেখা যায়। একটি গ্রাম্য বাজার গ্রাম বাসীদের সময়, টাকা এবং কাঁচামাল রক্ষায় সহায়তা করে থাকে। গ্রাম্য বাজার গ্রামীণ জনগণের অর্থনীতির চাকাকে সচল রাখতে সাহায্য করে।

উপসংহার : দেশের নব্বই ভাগ মানুষ গ্রামে বাস করে। বেশির ভাগ মানুষই কৃষক। সুতরাং একটি গ্রাম্য বাজার কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কৃষকেরা তাদের কৃষিজ পণ্যের মূল্য গ্রাম্য বাজার থেকেই লাভ করে। সুতরাং বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসেবে গ্রামের মানুষ গ্রাম্য বাজারের চলমান অর্থনীতির উপরেই নির্ভর করে থাকে।

রচনা : গ্রামের হাট

কৃষিপ্রধান আমাদের এই দেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে। দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয়, তাকে বলে হাট। একে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা, গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করাও সম্ভব নয়।

যেসব জায়গায় প্রতিদিন দোকান বসে এবং বেচাকেনার জন্য লোকসমাগম হয়, সেসব জায়গাকে বলে বাজার। কিন্তু যেখানে সপ্তাহে দু-একদিন কেনাবেচা হয় সেসব জায়গাকে বলে হাট। হাটেই জিনিসপত্র বেশি আসে এবং ক্রেতা-বিক্রেতার সমাগম বেশি ঘটে। হাটের জন্য সপ্তাহে একটি বা দু’টি দিন নির্দিষ্ট থাকে। ওই দিন বা হাটে দিনে দূরে-দূরান্ত থেকে নৌকায়, গাড়িতে, স্টিমারে, রেলে বিপুল পণ্যসম্ভার নিয়ে বিক্রেতারা হাটে এসে সমবেত হয়। হাটে বিকিকিনিও বাজার হতে বেশি হয়। তাই হাট-বাজার আর গ্রাম্যহাট এক নয়। তবে অঞ্চলভেদে অনেকে হাটকে বাজার এবং বাজারকে হাট বলে। তাই হাট-বাজার শব্দটি প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। কয়েকটি গ্রাম নিয়ে একটি হাটের অস্তিত্ব।

সাধারণত যে স্থানের সঙ্গে শহরের বা অন্যান্য বড় বাজারের এবং গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা-ঘাট কিংবা নদীপথে যোগাযোগ, যাতায়ত এবং মাল পরিবহনের সুবিধা আছে, সেসব স্থানে হাট বসে। অনেকসময় চৌরাস্তার কাছে, বড় বটগাছের নিচে, নদীর তীরে বা খোলা ময়দানে হাট বসে। সাধারণত বড় বড় হাট-বাজার নদীর তীরেই অবস্থিত। কারণ নদীমাতৃক এ দেশের নদীপথেই মালপত্র আনা-নেয়ার সুবিধা বেশি। গ্রামের হাটে সাধারণত দুই প্রকারের দোকান ঘর দেখা যায়। কিছু দোকান স্থায়ী, কিছু অস্থায়ী। অস্থায়ী দোকানগুলো সাধারণত খোলা জায়গায় বসে। হাটে কেনাবেচার সুবিধার জন্য হাটের এক এক অংশ এক এক ধরনের পণ্য বিক্রির জন্য নির্ধারিত। জিনিসপত্র বিক্রয়ের দোকানগুলো সাথে সারিবদ্ধ। একদিকে কাঁচাবাজার যেখানে শাকসবজি, পান-সুপারি, গুড়-তামাক ইত্যাদি থাকে। মাছ বাজার, হাঁস-মুরগির বাজার থাকে অন্যদিকে। আর একদিকে থাকে পেঁয়াজ-মরিচ, ডাল-লবণ ইত্যাদি শুকনো জিনিস। তা ছাড়া কামার-কুমোর-ছুতোরের তৈরি জিনিসপত্র, কাপড়ের দোকান, ফার্মেসি ইত্যাদি দোকানের সঙ্গে হোটেল ও চায়ের দোকান দেখা যায়। কোনো কোনো হাটে গরু-ছাগল কেনাবেচার ব্যবস্থা থাকে।

হাটের বিশেষ বৈশিষ্ট্য হলো হাটে সব ধরনের পণ্যসামগ্রীর সমাবেশ ঘটে। এসব পণ্যসামগ্রী কিছুটা কম দামে ক্রেতারা কিনতে পারে। একদিকে প্রচুর লোকসমাগমের কারণে হাট হয়ে ওঠে সরগরম; অন্যদিকে বিচিত্র পোশাকে বিভিন্ন ফেরিওয়ালার হাকডাক, কেউবা মাইকে ভাষণ দিয়ে, কেউ রেকর্ড বা হারমোনিয়াম বাজিয়ে নানা ধরনের পণ্যসামগ্রী বিক্রি করে। সময় যত গড়ায় হাটে ততই ভিড় বাড়তে থাকে। ক্রেতা-বিক্রেতার দর কষাকষির কলরবে মুখর হয়ে যায় পুরো হাট। ফলে হাট হয়ে ওঠে লোকমুখর ও জমজমাট। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাট ভাঙতে শুরু করে। ক্রেতারা ব্যাগভর্তি পণ্যসামগ্রী নিয়ে বাড়ি ফিরতে শুরু করে আর বিক্রেতারা ফিরে মনের আনন্দে পকেটভর্তি টাকা নিয়ে। ক্রমেই জনশূন্য হয়ে হাট হয়ে পড়ে নিথর-নিস্তব্ধ। হাটের চত্বরে এখানে-সেখানে পড়ে থাকে ছড়ানো-ছিটানো কাগজপত্র, শাকসবজির উচ্চিষ্ট অংশ আর ভাঙা হাড়ি-কলসি।

গ্রামের মানুষের জীবনে হাটের প্রয়োজন খুব বেশি। গ্রামের বাজারে প্রয়োজনীয় জিনিস স্বল্প পরিমাণে পাওয়া গেলেও সব জিনিস পাওয়া যায় না। সব ধরনের পণ্যসামগ্রী পাওয়ার জন্য গ্রামের লোকেরা হাটের জন্য অপেক্ষা করে। গ্রামবাসীরা নিজেদের উৎপাদিত জিনিসপত্র হাটে সরাসরি বিক্রি করতে পারে। বিক্রয়লব্দ টাকা দিয়ে সে তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে। গ্রামের হাটের সুযোগ না থাকলে তাদের শহর হতে তা কিনতে হতো। এদিক হতে তাদের অনেক শ্রম, সময় ও টাকা বেঁচে যায়। গ্রামের অর্থনৈতিক জীবনের সঙ্গে হাটের একটি যোগাযোগ আছে। দেশে উৎপাদিত পণ্যের বিদেশে রপ্তানির ক্ষেত্রেও সমগ্র প্রক্রিয়ার মাধ্যমস্থল হিসেবে গ্রাম্যহাটের একটি বিশেষ ভূমিকা আছে।

গ্রাম্যহাট শুধু পণ্য ক্রয়-বিক্রয়ের কেন্দ্র নয়; কর্মব্যস্ত গ্রামীণ জীবনে পারস্পরিক ভাব বিনিময় ও নীতির অপূর্ব এক মিলন স্থল। দূর-দূরান্ত থেকে এখানে প্রত্যহ লোকজন বাজারে আসে বলে তাদের পরস্পরের জন্য দেখা সাক্ষাত হয় ও প্রীতি বিনিময়ের সুযোগ ঘটে। এজন্য গ্রাম্য হাট পল্লী জীবনের এক উপযুক্ত যোগাযোগ কেন্দ্র। গ্রামের জনজীবনে গ্রাম্য হাটের গুরুত্ব অপরিসীম।

 

Composition: Village Market

Agriculture Majority of people in our country live in villages. The place where the villagers meet on certain days for the purpose of buying and selling the necessary goods to meet their daily needs is called haat. Apart from this, it is not possible to think about the lifestyle of the village people, the economic activities of the village people.

Places where shops are kept and people gather for sale are called markets. But those places where shopping is done one or two days a week are called haat. In the bazaar, there are more goods and there is more gathering of buyers and sellers. One or two days a week are fixed for haat. On that day or at the market, sellers from far and wide come to the market with huge loads of goods by boat, car, steamer, and rail. Bikikini in the market is more than a market. So haat-bazaar and gramyahat are not the same. However, depending on the region, many people call the market a market and the market a bazaar. Hence the term haat-Bazar is used in almost the same sense. Existence of a market with a few villages. Generally, haats are located in places where there is road or river communication, traffic, and freight transportation facilities with the city or other big markets and important areas. Sometimes the haat sits near the crossroads, under a big banyan tree, on the river bank, or in an open field. Usually, the big bazaars are located on the banks of the river. Because it is more convenient to bring goods by the river in this river country. There are usually two types of shops in the village. Some stores are permanent, some are temporary. Temporary shops usually sit in the open. For the convenience of shopping in the market, one part of the market is designated for the sale of one type of product. Shops selling goods are lined up. On one side is the raw market where there are vegetables, betel nuts, jaggery, tobacco, etc. The fish market and poultry market is on the other side. And on one side there are dry things like onion pepper, dal salt, etc. Apart from that, there are hotels and tea shops along with shops such as blacksmiths, potters, tailors, cloth shops, pharmacies, etc. In some bazaars, there is a system of buying and selling cows and goats.

The special feature of haat is that all kinds of goods are gathered in haat. Buyers can buy these products at a slightly lower price. On the one hand, the market became bustling due to the huge crowd; On the other hand, different hawkers in different clothes sell different kinds of goods by shouting, some speaking into the microphone, and some playing records or harmonium. As time goes on, the crowd increases. The whole bazaar is buzzing with buyer-seller bargaining. As a result, the market becomes crowded and crowded. As the evening progressed, the market began to break. Buyers started returning home with bags full of goods and sellers returned with pockets full of money. The market gradually became deserted and became frozen-silent. Scattered papers, tops of vegetables and broken bones and pitchers are scattered here and there in the market square.

The market is very necessary in the life of village people. Necessary items are available in small quantities in village markets but not all items are available. Villagers wait for the market to get all kinds of goods. Villagers can sell their produce directly in the market. He can buy the things he needs with the sale money. If the village haat was not available, they had to buy it from the city. In this way, they save a lot of labor, time, and money. The hut has a connection with the economic life of the village. Gramyahat has a special role as a middle point in the whole process of the export of domestically produced products to foreign countries.

Gramyahat is not just a center for buying and selling goods; A wonderful meeting place for the exchange of ideas and principles in busy rural life. As people from far and wide come to the market every day, they meet each other and exchange love. That is why Gramya Hat is a suitable communication center for rural life. Gramya haat is of immense importance in the public life of the village.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply