জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে (প্রফেশনাল) কোর্সের বিএড/
বিএমএড/বিএসএড/বিপিএড/এমএ
এমএসএড/এমপিএড/এলএলবি ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা ১২ নভেম্বর ২০১৮ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

এসএমএস এ ফলাফল দেখার নিয়ম:

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

উক্ত ফলাফল SMS (nu<space>atpm<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে বিকাল ৪টা থেকে পাওয়া যাবে।

উদা: NU<space>ATMP<space>Roll No

লিখে ১৬২২২ নম্বরে ফলাফল জানা যাবে

অনলাইনে ফলাফল দেখার নিয়ম:

ভর্তি বিষয়ক ওয়েবসাইটে
( http://app.nu.edu.bd ) এ রাত ৯টা থেকে পাওয়া যাবে। ফলাফল দেখতে ভর্তি পরিক্ষার রোল ও পিন এন্ট্রি দিয়ে লগইন করতে হবে।

অনলাইনে ফলাফল এবং ভর্তির আবেদন ফরম পূরণ করুন এখানে

এ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রাথী নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে সে মাস্টার্স প্রফেশনাল ২০১৯ কোর্সে ভর্তি হতে পারবে না।

একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে নিয়মিত/প্রাইভেট কোর্সে দৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এ ভর্তি কার্যক্রমের ক্লাস ১ জানুয়ারি ২০১৯ তারিখ থেকে শুরু হবে।

মাস্টার্স প্রফেশনাল ভর্তির নোটিশ
মাস্টার্স প্রফেশনাল ভর্তির নোটিশ

২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

মেধা তালিকায় স্থানপ্রান্ত প্রার্থীদের অনলাইনে চুড়ান্ত ভৰ্তি ফরম পূরণের তারিখ: ১২/১১/২০১৮ থেকে ১৮/১১/২০১৮

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের ভর্তির আবেদন ফরম পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Masters Tab Select করে Masters Professinal Applicants Login অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর রোল ও পিন নম্বর সঠিকভাবে এক্টি দিতে হবে।

প্রার্থীর পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিষ্ট্রেশন ফিসহ (ভৰ্তি নির্দেশিকার ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী) সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ: ১৩/১১/২০১৮ থেকে ১৯/১১/২০১৮

কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের ভর্তি নিশ্চয়ানের তারিখ: ১৩/১১/২০১৮ থেকে ২২/১১/২০১৮

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

  1. অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে)।
  2. প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
  3. পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  4. স্নাতক (পাস) এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  5. স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র।
  6. স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  7. টাকা জমার রশিদ।
  8. চারিত্রিক সনদপত্র (সাধারণতবলাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।

১ম মেধাতালিকায় প্রত্যাশিত বিষয় পাননি?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার ১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ।না হলে চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন।
এই প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা
মাইগ্রেশন বলা হয়ে থাকে।

১ম মেধাতালিকায় সুযোগ পাননি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে।
যেমনঃ

  • ১ম মেধাতালিকা (১২ নভেম্বর )
  • ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন ।
  • কোটা ও ও মাইগ্রেসন (২২ নভেম্বর) এবং
  • রিলিজ স্লিপ।

সুতরাং পরবর্তীতে ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং তখন অনেকেই সুযোগ পাবেন। আর ২য় মেধাতালিকায় সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে কোন না কোন কলেজে ভর্তি হতে পারবেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.ac.bd ওয়েবসাইট এ পাওয়া যাবে পাশাপাশি আমাদের ওয়েবপেজ এ পাবে।



ENGLISH VERSION 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group