জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস কোর্সের সেশনজট দূর হতে যাচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস কোর্সের সেশনজট দূর হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার মধ্য দিয়ে ডিগ্রী পাস কোর্সের পুঞ্জিভূত সেশনজট দূর হতে যাচ্ছে। আগামী ২৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ডিগ্রী পাস কোর্সের পুঞ্জিভূত সেশনজট সম্পূর্ণরূপে দূরীভূত হবে বলে জানা গেছে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ একসাথে দেখুন এখানে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাশ কোর্সের মাথা ব্যাথার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছিল ডিগ্রির পাশ কোর্সের সেশন জট। অনার্সের ৪ বছরের কোর্স শেষ করতে যেখানে লাগত ৪ বছর সেখানে ডিগ্রীর ৩ বছরের কোর্স করতে ৫ বছরের বেশি লেগে যেত। একজন ডিগ্রী পাস কোর্সের শিক্ষার্থীর একই সেশনের অনার্স শিক্ষার্থীদের সাথে মাস্টার্স শেষ করার কথা কিন্তু দেখা গেছে অনার্সদের মাস্টার্স কোর্স শেষ হলেও ডিগ্রীদের মাস্টার্স কোর্স শেষ হয়না। যেখানে একই সেশনের অনার্সের শিক্ষার্থীরা মাস্টার্স কোর্স শেষ করে সেখানে ডিগ্রির শিক্ষার্থীরা প্রিলিমিনারী টু মাস্টার্স কোর্স শুরু করে।

পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাশ কোর্সের শিক্ষার্থীদের ব্যাপক বৈষম্যের শিকার হতে হতো। ডিগ্রীর শিক্ষার্থীদের একটাই দাবি ছিল সেশন জট দূর করা। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডিগ্রীর শিক্ষার্থীদের জন্য এসেছে সুখবর৷ ডিগ্রী পাস কোর্সের পুঞ্জিভূত সেশনজট সম্পূর্ণরূপে দূরীভূত হচ্ছে। যারা নতুন ডিগ্রীতে ভর্তি হতে ইচ্ছুক তাদেরও এই সুখবর ডিগ্রীতে পড়ার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা ১ বছরের কম সময়ের ভিতর শুরু হতে যাচ্ছে। সেই সাথে ডিগ্রী পাস কোর্সের পুঞ্জিভূত সেশনজট সম্পূর্ণরূপে দূরীভূত হতে যাচ্ছে। এর আগে ২০১৮ সালের ডিগ্রী ১ম বর্ষের পরীক্ষা ২০১৯ সালের ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হয়। কিন্তু এবারের ২০১৯ সালের ডিগ্রী পরীক্ষা ২০১৯ সালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু তাই নয় ২০১৯ সালের এক মাস আগেই পরীক্ষা শুরু হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে বলা হয়, ২০১৯ সালের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার মাধ্যমে ডিগ্রী পাস কোর্সের পুঞ্জিভূত সেশনজট সম্পূর্ণরূপে দূরীভূত হবে। বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূরীকরনে আপনাদের ভূমিকা এবং অবদান অনস্বীকার্য। এই দূরূহ কাজটি আপনাদের সর্বাত্মক সহযােগিতার জন্য সম্ভব হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহােদয়-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ এবং ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা ২৪/১১/২০১৯ তারিখ থেকে সারা দেশে একযােগে শুরু হবে। পরীক্ষা ২৪/১১/২০১৯ তারিখ থেকে ৩০/০১/২০২০ তারিখ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত) বেলা ০১:০০টা হতে অনুষ্ঠিত হবে। সারাদেশে মােট ১৮৮৫টি কলেজের ৭০৫ টি কেন্দ্রে ২,৬৫,০০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খােলা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযােগিতা কামনা করেছে৷

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group