জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২১। ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের অধীনে এলএলবি ১ম পর্ব (২০২০-২১), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২০-২১), পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২০-২১), এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (২০১৮-১৯) ও মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ) (২০১৮-১৯) কোর্সসমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রােগ্রামের অধীনে এলএলবি ১ম পর্ব (২০২০-২১), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২০-২১), পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোামা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২০-২১), এমএসসি ইন কম্পিউটার।সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (২০১৮-১৯) ও মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ) (২০১৮-১৯) কোর্সসমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে নিমােক্ত করণীয় ও সময়সূচি অনুসরণ করার জন্য অনুরােধ করা হলাে।
আরো পড়ুন- মাস্টার্স প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ডাউনলোড ২০২১
অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলােড করে প্রিন্ট নেয়ার তারিখ: ২৮/০২/২০২১ থেকে ৩১/০৩/২০২১
ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলােড করতে সংশ্লিষ্ট কলেজসমূহকে জাতীয় | বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব (www.nu.ac.bd/admissions/regicard) লিঙ্কে যেতে হবে। পরবর্তীতে College login অপশনে গিয়ে (ক্রমিক-২ এর নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত) User ID ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড download করে প্রিন্ট নিতে হবে।
কলেজ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপিতে প্রদর্শিত সকল তথ্য ও ছবি মিলিয়ে দেখতে হবে। সকল তথ্য সঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থী এবং কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন। এছাড়াও শিক্ষার্থীর ছবির উপর সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষর ও সিল প্রদান করবেন।
মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২১
পাসওয়ার্ড সংক্রান্ত নির্দেশাবলী: যে সকল কলেজ রেজিস্ট্রেশন কার্ড download করার জন্য password সংগ্রহ করে নাই তাদেরকে কলেজ কোড, কলেজের নাম, ঠিকানা, ফোন/মােবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানাসহ ডীন দপ্তরের অফিসিয়াল ই-মেইল [email protected] বরাবর আবেদন করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে User ID, Password প্রেরণ করা হবে।
যে কোন শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি/রেজিস্ট্রেশন ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স (প্রফেশনাল) প্রােগ্রামে যে কোন শিক্ষাবর্ষে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রােগ্রামে ভর্তি হয়ে থাকলে তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম/পিতা-মাতার নাম/পত্রকোডে কোন ভুল থাকলে রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে তা সংশােধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd/services) Student Login অপশন থেকে আবেদন করতে হবে।]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড, এমপিএড ও এলএলবি শেষ পর্ব, এলএলবি ১ম পর্ব, পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ) কোর্সসমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সংক্রান্ত বিজ্ঞপ্তি।