ভর্তি তথ্যশিক্ষা নিউজ

সরকারি স্কুলে ভর্তি লটারি ১২ ডিসেম্বর, বেসরকারিতে ১৩ ডিসেম্বর

সরকারি স্কুলে ভর্তি লটারি ১২ ডিসেম্বর, বেসরকারিতে ১৩ ডিসেম্বর। আর ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেসরকারি স্কুলের ভর্তির লটারি। কোনো স্কুল ভর্তি পরীক্ষা নিতে পারবে না, থাকবে না পরিচালনা পর্ষদের কোনো কোটা। সরকারি-বেসরকারি সব স্কুলেই নির্ধারিত ফরমে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে।

দেশের সরকারি স্কুলগুলোর ভর্তির লটারি আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর পরদিন আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেসরকারি স্কুলের ভর্তির লটারি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ভর্তির লটারির আয়োজন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের মতোই থাকছে ভর্তি ফি। সে অনুযায়ী রাজধানীর এমপিওভুক্ত স্কুলে ভর্তি ফি পাঁচ হাজার, নন-এমপিওতে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি মাধ্যমে ১০ হাজার টাকা নেওয়া যাবে। আর অন্যান্য মেট্রোপলিটন শহরে তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না।

এদিকে আগামী বছর বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে সরকারি-বেসরকারি স্কুলগুলোর তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামীকাল ১৪ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে https://gsa.teletalk.com.bd প্রবেশ করে মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোর তথ্য আপলোড করতে বলা হয়েছে।

সরকারি স্কুলে ভর্তি লটারি ১২ ডিসেম্বর, বেসরকারিতে ১৩ ডিসেম্বর

সরকারি স্কুলে ভর্তি লটারি ১২ ডিসেম্বর, বেসরকারিতে ১৩ ডিসেম্বর

মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৬ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে, সে দিন বিকেলে ফলাফল প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর উপপরিচালক এনামুল হক জানিয়েছেন, ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি নীতিমালা অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ১৬ নভেম্বর থেকে অনলাইনে সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হবে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। গতবারের মতো এবারও সব স্কুলে সমন্বিত লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে। একই সঙ্গে ভর্তিতে পরিচালনা পর্ষদের কোনো কোটা থাকবে না। কেউ ভর্তি পরীক্ষাও নিতে পারবে না। আবেদন শেষের পর সরকারি স্কুলের লটারি হবে ১০ ডিসেম্বর। অন্যদিকে ১৩ ডিসেম্বর লটারি হবে বেসরকারি স্কুলের।

এভাবেই সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি প্রস্তাব আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।লটারিতে ভর্তি প্রক্রিয়া সর্ম্পকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আগে যাদের টাকা আছে তারা তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করিয়েই স্কুলে ভর্তি করাতো। আর যাদের টাকা নেই তারা পারতো না।

এটা অসুস্থ প্রতিযোগিতা। সরকার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি লটারিতেই হবে। গত বছরের মতোই হবে। সরকারি-বেসরকারি সবাই লটারির মাধ্যমে ভর্তি করবে।

তিনি আরো বলেন, আগের মতো আর স্কুলে বড় আয়োজনের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হবে না। একটি সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। টেলিটক মোবাইল কম্পানির সহায়তায় এটি পরিচালিত হবে।

The online application for admission to secondary level government schools will start on November 16. Applications will continue till December 10. The admission lottery will be held through software on December 10, the result will be published in the afternoon on that day.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply