শিক্ষা খবরশিক্ষা নিউজ

যেসব শিক্ষক টিকার নিবন্ধন করতে পারেনি তাদের তথ্য প্রেরণের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ৪০ বছর বয়সের নিচের শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি৷ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে ইতােপূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও সকল শিক্ষক-কর্মচারীগণকে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে “কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফরম পূরণ করে ভ্যাকসিন গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছিল।

৪০ বছর বয়সের নিচের কিছু সংখ্যক শিক্ষক-কর্মচারী নিবন্ধন করতে সমস্যায় কলেজ) পরছেন। এমতাবস্তায় ৪০ বছর বয়সের নিচের যে সমস্ত শিক্ষক-কর্মচারীগণ সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে সমস্যায় পরছেন তারা নিচের লিংকে প্রবেশ করে তাদের হালনাগাদ তথ্য আগামী ২২-০৩-২০২১ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।

উক্ত তথ্যের ভিত্তিতে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন সমস্যার সমাধানের প্রয়জনীয় ব্যবস্থ্যা গ্রহণ করা হবে। পরবর্তীতে উক্ত শিক্ষক-কর্মচারীগণ সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।

তথ্য প্রদানের লিংক: forms.gle/nGYYzSsEYy6MFTZ89

এর আগে গত ১ মার্চ মাধ্যমিকের সব শিক্ষকদের টিকা দেয়ার লক্ষ্যে জরুরিভিত্তিতে তালিকা চায় শিক্ষা মন্ত্রণালয়। সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়ার পর শিক্ষক-কর্মচারীদের সুরক্ষা অ্যাপ ও সার্ভারে টিকাদানে শিক্ষক অপশন যুক্ত করা হয়। এরপর থেকে ৪০ বছরের বেশিবয়সী শিক্ষকেরা নিবন্ধন করতে পারছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply