শিক্ষা খবরশিক্ষা নিউজ

দাখিল ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

২০২১-২০২২ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (দাখিল পরীক্ষা-২০২৩) রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে। অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে।

দাখিল নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল গ্রুপের রেজিষ্ট্রেশন সম্পর্কিত নিয়মাবলি বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন (অনলাইনে) e-SIF পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

টটলিস্ট প্রস্তুত ও সংরক্ষণ

অনলাইন রেজিষ্ট্রেশনে সকল তথ্য ইংরেজিতে পূরণ বাধ্যতামূলক, সুতরাং শিক্ষার্থীদের টটলিস্ট প্রস্তুতের সময় অবশ্যই ছাত্র-ছাত্রীদের জেডিসি/জেএসসির তথ্য অনুযায়ী টটলিস্ট প্রস্তুত করতে হবে এবং সে অনুযায়ী অনলাইনে তথ্য এন্র দেয়ার সময় শিক্ষার্থীর জেডিসি/জেএসসি পাশের সন, রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বাের্ড সঠিক ভাবে সিলেক্ট করতে হবে।

অন্যথায় ভূল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি হয়ে থাকলে তার দায়-দায়িত্ব মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে। সুতরাং ভবিষ্যতে এ ধরণের জটিলতা এড়ানাের লক্ষ্যে একটি টাটলিস্ট প্রস্তুত করে নির্ভুলভাবে অনলাইন রেজিট্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল মাদ্রাসা প্রধানকে অনুরােধ করা যাচ্ছে।

রেজিষ্ট্রেশন ফি জমাদান সংক্রান্ত নিয়মাবলী;

• ফি জমাদান ও c-SIF Submission এর তারিখ: ১২/০৮/২০২১ থেকে ১২/০৯/২০২১ পর্যন্ত

• বিলম্ব ফি ছাড়া ওয়েবসাইট থেকে প্রাপ্ত T,T. Slip অনুযায়ী ফি জমা করার তারিখ: ১৩/০৯/২০২১ থেকে ২৬/০৯/২০২১ পর্যন্ত

• বিলম্ব ফি সহ ওয়েবসাইট থেকে প্রাপ্ত T,T. Slip অনুযায়ী ফি জমা করার তারিখ: ২৭/০৯/২০২১ থেকে ৩০/০৯/২০২১ পর্যন্ত

• পূরণকৃত eSIF Final Submission এর তারিখ: ২৭/০৯/২০২১ থেকে ৩০/০৯/২০২১ পর্যন্ত

• ০৩ নং নির্দেশনার আলােকে প্রস্তুতকৃত কাগজ পত্র জমা দেয়ার সর্বশেষ তারিখ: ०৭/১০/২০২১

T.T. করার ২৪ থেকে ৪৮ ঘন্টা পর টটলিস্ট অনুযায়ী ছবিসহ শিক্ষার্থীদের ৫-SIF পূরণ/এন্টি করা যাবে

• বিভাগ ও বিষয় পরিবর্তনের আবেদন করার শেষ সময়: ৩০/১১/২০২১

দাখিল ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি -২০২১

e-SIF (Eleetronic student Information Form) পূরণ এবং Submission এর নিয়মাবলি

একাধিক বার T.T, Slip প্রিন্ট করা যাবে। যেখানেই যার মাধ্যমে ৫-SIF তথ্য এন্রি করা হােক না কেন তাদেরকে প্রথমে শুধু এন্ট্র পাসওয়ার্ড দিতে হবে। এন্ট্রি পাসওয়ার্ড দিয়ে এক্ট্রির কাজ শেষে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকার প্রিন্ট আউট নিয়ে ভালভাবে টটলিস্টের সাথে যাচাই বাছাই করতে হবে।

যাচাই বাছাইয়ে যতবার ভুল ধরা পড়বে ততবার সংশােধিত প্রিন্ট নিতে হবে। সর্বশেষ নির্ভুল তালিকা হাতে পাওয়ার পর মাদ্রাসা প্রধান Confirm Password ব্যবহার করবেন। চুড়ান্ত তালিকার প্রিন্ট আউট এর ০৩ (তিন) কপি (মূল) বের করে শিক্ষার্থী ও মাদ্রাসা প্রধানের স্বাক্ষরসহ ০২ (দুই) কপি বাের্ডে/অঞ্চলে উল্লেখিত তারিখে জমা দিতে হবে। অন্য কপি মাদ্রাসা প্রধান সংরক্ষণ করবেন। ৫-SIF এর ফটোকপি গ্রহনযােগ্য নয়।

মাদ্রাসা প্রধানগণ T,T’, Slip, টটলিস্ট ৫-SIF কপি ও স্ব স্ব মাদ্রাসার প্যাডে আবেদন সহ ০৩ (তিন) সেট প্রস্তত করে প্রতি পৃষ্ঠায় মাদ্রাসা প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষর করে উল্লেখিত তারিখের মধ্যে বাের্ডে/আঞ্চলিক কার্যালয়ে ০২ (দুই) সেট জমা দিয়ে ০১ (এক) সেট রিসিত করিয়ে মাদ্রাসা প্রধানগণ ফেরত নিবেন। ০১ (এক) সেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিদর্শকগণ প্রতিপৃষ্ঠায় স্বাক্ষর করে যথাসময়ে বাের্ডে জমা দিবেন এবং অপর ০১ (এক) সেট আঞ্চলিক কার্যালয় জমা রাখবেন।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বাের্ড সমন্বয় সাব-কমিটির ৪৫২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ম শ্রেণিতে ভর্তির জন্য জেএসসি/জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
e-SIF (Electronic student Information Form) Submission a E EIce Icén áteafe aa a farice ছাড়পত্র (টি.সি) দেয়া যাবে না। তবে শুধু পিতা-মাতা বা বৈধ অভিভাবক সরকারী চাকুরিজীবী হলে চাকুরিস্থল পরিবর্তন জনিত কারণে বাের্ড বিশেষ জরুরী মনে করলে বাের্ডের নির্ধারিত ফরম পূরণ করে বাের্ডের সম্মতিক্রমে প্রতিষ্ঠান (মাদ্রাসা থেকে মাদ্রাসা) পরিবর্তনের (টি.সি) আবেদন ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত করা যাবে।

শিক্ষার্থীদের বয়স ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের অধিক হলে কোন শিক্ষার্থী দাখিল নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। দাখিল নবম শ্রেণিতে অধ্যয়নরত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের জন্ম তারিখ জেডিসি/জেএসসি পরীক্ষায় প্রদত্ত জন্ম তারিখ অনুযায়ী হবে।

একাধিক গ্রুপ/বিভাগের জন্য একটি T.T ব্যবহার করা যাবে। কিন্তু টটলিস্ট গ্রুপ/বিভাগওয়ারী আলাদা হতে হবে। বাের্ডকর্তৃক পাঠদানের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যতিত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করা যাবে না।দাখিল ৯ম শ্রেণির পাঠদানের অনুমতি/স্বীকৃতিপত্র এবং হালনাগাদ স্বীকৃতি নবায়নের সত্যায়িত ফটোকপি টটলিস্টের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply