শিক্ষা খবরশিক্ষা নিউজ

আমার পথ গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর HSC mcq Question Answer

আমার পথ গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর HSC mcq Question Answer

ভুলের মধ্য দিয়ে কী পাওয়া যায়?
[ক] ভুল
✅ সত্য
[গ] মিথ্যা
[ঘ] ভণ্ডামি

‘আমার পথ’ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা রয়েছে?
[ক] নেলসন ম্যান্ডেলা
[খ] মাওসে তুং

[গ] জর্জ ওয়াশিংটন
✅ মহাত্মা গান্ধী

নজরুলের কাছে কোন ধর্ম সবচেয়ে বড় ধর্ম?
[ক] হিন্দুধর্ম
[খ] বৌদ্ধধর্ম
[গ] ইসলাম ধর্ম
✅ মানব ধর্ম

কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
✅ যার নিজের ধর্মে বিশ্বাস আছে
[খ] যার নিজের প্রতি বিশ্বাস আছে
[গ] যার সব ধর্মে বিশ্বাস আছে
[ঘ] যার কোনো ধর্ম বিশ্বাস নেই

কাকে ভয় দেখিয়ে কেউ পদানত করতে পারবে না?
✅ যে নিজেকে চেনে
[খ] যে অন্যকে চেনে
[গ] যে নিজেকে চেনে না
[ঘ] যে অন্যকে চেনে না

মানুষের মধ্যে জোর আসে কীভাবে?
[ক] অপরকে জানার মাধ্যমে
✅ নিজেকে চেনার মাধ্যমে
[গ] অপরের কল্যাণের মাধ্যমে
[ঘ] অপরের সম্মানের মাধ্যমে

মানুষ কখন নিজের সত্যকে অস্বীকার করে ফেলে?

[ক] যখন নিজের সত্যকে জানে
[খ] যখন নিজেকে চিনতে পারে
✅ যখন খুব বেশি বিনয় দেখায়
[ঘ] যখন অহংকারী চিত্তের হয়

‘আমি আছি’ বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কী বোঝানো হয়েছে?
✅ গান্ধীজি আছেন
[খ] কবিগুরু আছেন
[গ] আমার অস্তিত্ব
[ঘ] কবির অস্তিত্ব

নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে কে শেখাচ্ছিলেন?
[ক] প্রাবন্ধিক
✅ মহাত্মা গান্ধী
[গ] আত্মশক্তির অধিকারী
[ঘ] সত্য পথের সারথি

‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিক কারও বাণীকে কী বলে মেনে নেবেন না?
[ক] স্তূতিবাক্য
✅ বেদবাক্য
[গ] অনুকরণীয় বাক্য
[ঘ] আদর্শ বাক্য

‘আমার পথ ‘প্রবন্ধের’ প্রাবন্ধিক সাহিত্য-সমাজে মূলত কোন পরিচয়ে বেশি পরিচিত ছিলেন?
[ক] প্রাবন্ধিক
[খ] ঔপন্যাসিক
✅ কবি
[ঘ] গীতিকার

‘আমার পথ’ প্রবন্ধে লেখক বিনয়ের চেয়ে মিথ্যাকে উত্তম বলেছেন কেন?
✅ বিনয় নিজের সত্যকে ঢেকে দেয় বলে
[খ] বিনয় মানুষকে অহংকারী করে বলে
[গ] বিনয়ে মানুষের হীন স্বার্থ লুকিয়ে থাকে বলে
[ঘ] বিনয় এক ধরনের অভিনয় বলে

সফিক নিজেকে গুরু বলে জানে। ‘আমার পথ’ প্রবন্ধের বর্ণনা মতে, সফিকের এই দর্শনকে কী বলা যায়?
[ক] ঈশ্বরকে চেনার পথ
✅ আত্মাকে চেনার স্বীকারোক্তি
[গ] পৃথিবীকে চেনার মাধ্যমে
[ঘ] আত্মপরিচয়ের ভ্রান্তি

মানুষ কখন আপন সত্য ছাড়া অন্যকে কুর্নিশ করে না?
[ক] নিজে বলবান হলে
[খ] নিজে আদর্শবান হলে
✅ নিজেকে চিনলে
[ঘ] মহাজ্ঞানী হলে

পরাবলম্বনের ফলে মানুষের প্রকৃতি কেমন হয়?
[ক] সক্রিয়
✅ নিস্ক্রিয়
[গ] উদ্যমী
[ঘ] সাহসী

‘আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।’-কেন?
✅ মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে
[খ] মানুষের ধর্মবিশ্বাস অটল হয় বলে
[গ] দেহতাত্তি¡ক জ্ঞান অর্জন হয় বলে
[ঘ] মনে অপার্থিব ভাবনা আসে বলে

‘আমার পথ’ প্রবন্ধে লেখক বাইরের গোলামি বলতে কী বুঝিয়েছেন?
[ক] ঈশ্বরের গোলামি করা
✅ ব্যক্তি ও সমাজের গোলামি করা
[গ] মিথ্যার গোলামি করা
[ঘ] পরিবারের গোলামি করা

নতুন কিছুর সৃষ্টি হতে হলে সেখানে কী হতে হবে?
✅ পুরাতনের ধ্বংস
[খ] পুরাতনের সমন্বয়
[গ] পুরাতনের সংস্কার
[ঘ] পুরাতনের পূজা

কোন ভয় নজরুলকে বিপথে নিয়ে যাবে না?
[ক] ভূত-পেতিœর ভয়
✅ রাজভয়-লোকভয়
[গ] সমাজ-সংস্কৃতির ভয়
[ঘ] হিংসা-বিদ্বেষের ভয়

মানুষ যদি তার সত্যকে চেনে তাহলে তার অন্তরে কী থাকে না?
✅ মিথ্যার ভয়
[খ] সত্যের ভয়
[গ] দানবের ভয়
[ঘ] শত্রুর ভয়

নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি কী চলে আসে?
[ক] ভয়
✅ জোর
[গ] ক্ষমতা
[ঘ] মিথ্যা

আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কোনটি?
✅ সত্যকে পথপ্রদর্শনকারী বলে জানা
[খ] মিথ্যাকে গুরু বলে জানা
[গ] ধন-সম্পদকে সত্য বলে জানা
[ঘ] পার্থিব জগতকে সত্য বলে জানা

‘আমার পথ’ প্রবন্ধের লেখকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কখন?
[ক] দম্ভ দেখাতে গিয়ে
✅ বিনয় দেখাতে গিয়ে
[গ] অহংকার দেখাতে গিয়ে
[ঘ] দ্বেষ দেখাতে গিয়ে

নজরুলের মতে বিনয়ের চেয়ে কোন জিনিসটি ভালো?
✅ অহংকারের পৌরুষ
[খ] দম্ভের পৌরুষ
[গ] বিজয়ের পৌরুষ
[ঘ] কলঙ্কের পৌরুষ

স্পষ্ট কথা বলায় কী থাকে?
✅ অবিনয়
[খ] সত্য
[গ] মিথ্যা
[ঘ] অহংকার

মহাত্মা গান্ধী মানুষকে কী শিখিয়েছিলেন?
✅ স্বাবলম্বন ও অটুট বিশ্বাস
[খ] অবলম্বন ও অটুট বিশ্বাস
[গ] পরনির্ভরশীল ও অটুট বিশ্বাস
[ঘ] দাসত্ব ও অটুট বিশ্বাস

নজরুলের মতে, নিজের সত্যকে কর্ণধার হিসেবে জানলে নিজের ওপর কী আসে?
[ক] অবলম্বনের বিশ্বাস
[খ] দাসত্বের বিশ্বাস
✅ আত্মশক্তির বিশ্বাস
[ঘ] পরাশক্তির বিশ্বাস

গান্ধীজির শিক্ষা গ্রহণ করলে ভারতবর্ষের মানুষ কী হবে না?
[ক] স্বাবলম্বন
✅ পরনির্ভরশীল
[গ] দাস
[ঘ] আত্মনির্ভরশীল

 

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। বুধবার (১১ আগস্ট) মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত আলাপে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের।

তিনি আরও বলেন, এখনই অটোপাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে।

এর আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমাদের ছাত্র-ছাত্রীদের যে জনসংখ্যা আছে, তাদের অধিকাংশ সেপ্টেম্বরের মধ্যে টিকার আওতায় চলে আসবে। এছাড়া প্রাথমিকভাবে টিকার কাজও চলবে। তবে আমরা আশা করছি, করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমলে সেপ্টেম্বরে শারিরীক উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কিয়দংশ (সামান্য) খুলতে পারব।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন আরও বলেন, ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। তবে বাকি শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের ৩১ আগস্টের মধ্যেই টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইতোমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আমাদের দিক থেকে সব রকম প্রস্তুতি সম্পন্ন করে রাখতে চাই, যেন সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়।’

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এ পর্যন্ত মোট ২২ বার এ ছুটি দফায় দফায় বাড়ানো হয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply