শিক্ষা খবরশিক্ষা নিউজ

চারটি শর্তে মেডিকেল কলেজের ক্লাস চালুর অনুমতি

করোনার কারণে দীর্ঘ দেড় মাস ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আগামী সেপ্টেম্বর মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এরমধ্যেই দেশের মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ।

এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস নিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে ২১ জুলাই চিঠি দিয়েছে মন্ত্রণালয়। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার শর্ত দিয়ে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কমিটি। জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ নিকটবর্তী যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ এবং পঞ্চম বর্ষের ক্লাস চালু করতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি দেয়। ইতোমধ্যে এ সব ছাত্রছাত্রীদের দুই ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

এরপর কমিটির সব সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা প্রাথমিকভাবে ক্লাস শুরুর পক্ষে মত দিয়ে কিছু শর্ত দেন।

শর্তগুলো হলো

• ক্লাস শুরুর আগে সব ছাত্রছাত্রীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ দিতে হবে।

• শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

• হাসপাতালের ওয়ার্ডে ও ক্লাসে ছাত্রছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

• সংক্রমিত ছাত্রছাত্রীদের চিকিৎসা ও আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসাদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।

এদিকে জানা গেছে আগামী ২১ আগস্ট (শনিবার) থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেয়া হচ্ছে। এদিন থেকেই মেডিকেল কলজের ক্লাস শুরু হবে। এরমধ্য দিয়েই দীর্ঘ প্রায় দুই বছর পর সশরীরে পাঠদান শুরু হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেয়ার প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সূত্র আরও জানায়, ২১ আগস্ট থেকে দেশের সব মেডিকেল কলজে খোলা হলেও শুরুতে শুধুমাত্র পঞ্চম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ক্লাস নেয়া হবে। এর পর পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেডিকেল কলেজগুলো খুলে দেয়ার জন্য জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তারা আগামী ২১ আগস্ট থেকে মেডিকেল কলেজ খোলার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, অনুমতিপত্র এখনো আমাদের হাতে আসেনি। আগামী সোমবার (১৬ আগস্ট) অথবা মঙ্গলবার (১৭ আগস্ট) অনুমতিপত্র পেতে পারি৷ এরপর সেটি দেখে আদেশ জারি করা হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, শুরুতে দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস শুরু হবে। কিছুদিন পর দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। সেজন্য তাদের প্রাধান্য দেয়া হচ্ছে। এছাড়া পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্ণ করবে। এই দুই ব্যাচের ক্লাসের অবস্থা দেখে আগামী মাস থেকে সব বর্ষের ক্লাস শুরু করা হবে।

উল্লেখ্য করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সরকার বিভিন্ন সময় এই ছুটি বাড়িয়ে ৩১ আগষ্ট পর্যন্ত করেছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা এনিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা চিন্তায় আছেন। যদিও কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করেও করোনা পরিস্থিতি অনূকূলে না আসার কারণে খোলা সম্ভব হয়নি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply