শিক্ষা খবরশিক্ষা নিউজ

করোনার টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে  How to download Corona Vaccine Card 2024

করোনার টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে How to download Corona Vaccine Card 2024. দেশব্যাপী কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। সরকার নির্ধারিত শর্ত ও বয়সসীমা মেনে সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) নিবন্ধনের মাধ্যমে সহজেই টিকা গ্রহণ করতে পারছে মানুষ। ১৮ বছরের বেশি বয়সী ছাত্রছাত্রী এবং ২৫ বছরের বেশি বয়সী সাধারণ নাগরিক টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

করোনার টিকার জন্য সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইন আবেদন সম্পন্ন হলে এসএমএস এর মাধ্যমে টিকা কেন্দ্র ও প্রদানের তারিখ জানার পর সবাই টিকা গ্রহণ করতে পারবেন। টিকার ১ম ও ২য় ডোজ নেয়ার জন্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকার কার্ডটি সাথে নিয়ে আসতে হবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব কোভিড-১৯ ভ্যাকসিন কার্ড সংগ্রহ করবেন যেভাবে।

করোনার টিকাদান কার্ড সংগ্রহ করার জন্য প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ এবং নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বর।

করোনার টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে How to download Corona Vaccine Card 2024

টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে

করোনার টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে
টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে

 

করোনার টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে

• প্রথমে সুরক্ষা ওয়েবসাইটের এই লিংকে https://surokkha.gov.bd/ গিয়ে টিকা কার্ড সংগ্রহ বাটনে ক্লিক করুন।
• পরবর্তী ধাপে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে এন্ট্রি দিন।
• একটি ক্যাপচা কোড দেখতে পাবেন উক্ত কোড সঠিকভাবে ভাবে এন্ট্রি দিন।
• পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) সঠিকভাবে প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করুন৷
• এরপর নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি কোড এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
• সর্বোচ্চ ৫ (পাঁচ) মিনিটের মধ্যে OTP পেয়ে যাবেন। OTP পাওয়ার ৫ (পাঁচ) মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। OTP না পেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করতে হবে।
• এরপর OTP কোডটি নির্দিষ্ট জায়গায় এন্ট্রি দিন এবং “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করুন৷
• পেয়ে যাবেন আপনার কোভিড-১৯ ভ্যাকসিন কার্ড। পিডিএফ ফরমেটের কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে৷

কোভিড-১৯ টিকা কার্ড ডাউনলোড করতে ক্লিক করুন

অনলাইনে নিবন্ধন পরবর্তী তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টিকা প্রদানের তারিখ জানানো হবে। এসএমএস এর মাধ্যমে টিকা কেন্দ্র ও প্রদানের তারিখ জানানোর পরেই আপনাকে কোভিড-১৯ টিকা কার্ড অনলাইনে ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিতে হবে৷

মুঠোফোনে খুদেবার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকাকার্ড জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন। কোভিড-১৯ টিকার ১ম ও ২য় ডোজ নেয়ার জন্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে এই টিকার কার্ডটি সাথে নিয়ে আসতে হবে। টিকা প্রদান শেষ হলেও ভবিষ্যৎ প্রয়োজনে কার্ডটি সংরক্ষণ করুন

টিকার কার্ডটি হারিয়ে গেলেও www.surokkha.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কোভিড-১৯ টিকার ২টি ডোজ সম্পন্ন হলে www.surokkha.gov.bd হতে সনদ 2021 সংগ্রহ করা যাবে৷

The covid-19 vaccination campaign is underway across the country. People can easily get vaccinated by registering on the protection website (surokkha.gov.bd) subject to the conditions and age limit set by the government. Students over the age of 18 and ordinary citizens over the age of 25 can register for the vaccine.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply