শিক্ষা খবরশিক্ষা নিউজ

১৮ মাসের দীর্ঘ ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষার্থীরা

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফা চেষ্টা করেও এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে। দীর্ঘ ছুটি শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলবে স্কুল-কলেজ।

আরো পড়ুন- ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু, গাইডলাইন প্রকাশ

বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করতে ৫ সেপ্টেম্বর (রোববার) বিকেলে আন্তঃমন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে বৈঠক শুরু হয়। বৈঠকে শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি মাসের ১২ তারিখে থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। স্কুলে আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস হবে শুধু এসএসসি-এইচএসসি ও পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিন হবে।

স্কুল-কলেজ খুললেও ১২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ এর আগে ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে আমরা একটি সভা করেছিলাম গত মাসের শেষে। সেখানে সিদ্ধান্ত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক শিক্ষার্থীকে টিকা দিয়ে দিতে পেরেছি। যারা অনাবাসিক তাদের টিকা দেওয়া শুরু হয়েছে। যাদের এনআইডি আছে তাদের তো সমস্যা নেই। যাদের এনআইডি নেই তাদেরও দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

১২ সেপ্টেম্বর থেকে দেশের সব স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে । এ সময় থেকে প্রতিষ্ঠানসমূহে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার শর্তে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে। এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এবং মাধ্যমিকে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে এক দিন।

আরো পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের আড্ডা নিয়ন্ত্রণ করা হবে

এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৯ দফা স্বাস্থ্যবিধি নির্দেশনার সঙ্গে বেশ কয়েকটি শর্ত দেওয়া হবে। এসব নির্দেশনা মেনেই সবাইকে কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শুরুতে আগের মতো পাঠদান করানো হবে না। ধাপে ধাপে স্বাভাবিক ক্লাস শুরু হবে। সবাইকে স্বাস্থ্যবিধি গাইডলাইন মেনে শ্রেণিকক্ষে পাঠদান করাতে হবে।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরা ও ক্লাস নিতে হবে। শুরুতে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী, নবম-দশম, একাদশ-দ্বাদশসহ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন ক্লাস নেওয়া হবে। বাকিদের সপ্তাহের শুরুতে একদিন করে ক্লাস হবে। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এক ক্লাসের শিক্ষার্থীদের দুই থেকে তিনটি কক্ষে বসাতে হবে।

দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃচালুকরণের লক্ষ্যে বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। কারিগরি পরামর্শক কমিটির গাইডলাইন অনুযায়ী এসব পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, যা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।

জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে চেকলিস্টের মাধ্যমে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিবীক্ষণ ও রিপোর্ট পাঠাতে হবে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

আরো পড়ুন- এসএসসি, এইচএসসি ও পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিন, বাকিদের সপ্তাহে একদিন

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার, হাত ধোয়ার ব্যবস্থা রাখা, তাপমাত্রা যাচাই, কারও করোনার উপসর্গ দেখা গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পিসিআর ল্যাবে পরীক্ষার ব্যবস্থা করা, করোনার লক্ষণ থাকলে শিক্ষার্থীদের অনুপস্থিত হিসেবে বিবেচনা না করা, আসন বিন্যাসে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, সমাবেশ না করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও আবাসিক হোস্টেলের জন্য বিশেষ নির্দেশনা জারি করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে৷ সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। দীর্ঘ ১৮ মাসের ছুটি শেষে স্কুল কলেজে ফিরবেন শিক্ষার্থীরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply