জাতীয় বিশ্ববিদ্যালয়

পরিক্ষার রুটিন বাতিলের দাবিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার রুটিন বাতিলের দাবিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত।Human chain of honors fourth year students demanding cancellation of examination routine of National University

রংপুরে পরিক্ষার রুটিন বাতিলের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ ডিসেম্বর সকালের দিকে রংপুর সরকারি কলেজের সামনে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন করোনা কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্যেও কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষার রুটিন প্রকাশ করেছেন।

পরিক্ষার রুটিন বাতিলের দাবিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

৪র্থ বর্ষের শিক্ষার্থীরা আরো বলেন অনার্স দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের পরিহ্মা না নিয়ে অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে, যা মেনে নেওয়া শিক্ষার্থীদের পহ্মে সম্ভব নয়। অবিলম্বে রুটিন পরিবর্তনের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, চতুর্থ বর্ষের পরীক্ষাটা বাতিল হওয়া উচিত এজন্য যে জানুয়ারি মাসে শীতের প্রকোপ থাকে সর্বোচ্চ, তখন পুরাপুরি সকাল হতে হতে ৭ টা বেজে যায়, যেখানে অাবার এই মাসে কুয়াশার প্রভাব থাকার সম্ভাবনা সর্বোচ্চ,অাবার প্রায় পরীক্ষার্থীদেরই দূর থেকে কেন্দ্রে অাসতে হবে। এতে অনেককে দেড় থেকে দুই ঘন্টা পূর্বে বাসা থেকে রওয়ানা দিতে হবে। অাবার,কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার সম্ভবনাও এড়ানো যায়না। তাই যদি পরীক্ষাটা বিবেচনাপূর্বক একমাস পেছানো যেতে পারে।

শিক্ষার্থীরা আরোও বলেন,  পর্যায়ক্রমে পরীক্ষা হলে আমার মনে হয় না কারো কোনো অসুবিধা হতে পারে।
পর্যায়ক্রমে পরীক্ষা হলে ফেব্রুয়ারী বা মার্চে হতো। এটাতো তেমন বেশি দেরি নয়। ওমিক্রন হলেও এটা তেমন ক্ষতিকর নয় এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে না।

কথা হচ্ছে যারা চাকুরির কথা বলছেন অনেকেই অনার্স করে বসে আছে কয়জনের হইছে চাকরি?
তারপরেও পর্যাক্রমে পরীক্ষা হলে ১ বছর কখনোই গ্যাপ দিতে হবে না।

সামনের বছরেই পরীক্ষা টা দিতে পারবেন। বেকারত্বের দোহায় দিয়ে শধু শুধু ঝামেলা বাড়ায়েন না আর। সবারই চাকরি দরকার। শুধু আপনার একার না।
যাদের সাবজেক্ট কঠিন তাদের আসলেই অনেক সমস্যা হবে ফেইলের পরিমাণ অনেক বাড়বে।
এমনিতেই যাদের ২য়, ৩য় বর্ষের ইম্প্রুভ আছে তারা বার বার পরীক্ষা দেয়ার পরও পাস করতে পারছে না।
পর্যায়ক্রমেই পরীক্ষা চাই।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাগর,জাফিরুল হাসান,নিরব,মিষ্টি, রাফি প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসে স্মারক লিপি প্রদান করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “পরিক্ষার রুটিন বাতিলের দাবিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

  • EYAQUB HOSSEN

    Ato din boisa boisa ki mora manusher bal falaiche jotoguli jukti dicchee ai sob jukti pagol pola pain dicche exam December best.
    Oder baper hotel a thaka khawar obash ache jara 2bosor dore bose ache 4year ta sesh korbe akta job pabe carir korbee bahire porte jabee tader kosto ai nowabjadara bujhbona.

    Reply

Leave a Reply