শিক্ষা নিউজ

সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফোরম্যান পরীক্ষার ফলাফল ২০২২ Department of Service and Civil Defense Foreman Exam Result 2022

সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফোরম্যান পরীক্ষার ফলাফল ২০২২ Department of Service and Civil Defense Foreman Exam Result 2022 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফোরম্যান (গ্রেড ১০) এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ।

সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফোরম্যান পরীক্ষার ফলাফল ২০২২ Department of Service and Civil Defense Foreman Exam Result 2022

সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফোরম্যান পরীক্ষার ফলাফল ২০২২ Department of Service and Civil Defense Foreman Exam Result 2022

করোনা ভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯ এখন সারা বিশ্বে মহামারী রূপ নিয়েছে। অনেক মানুষ এই রোগে মারা যাচ্ছেন। তবে আমরা অনেকেই জানি না যে এই ভাইরাস কীভাবে শরীরে আক্রমণ করে আর কেনইবা মানুষের মৃত্যু হয়। এখানে আপনাদের সামনে তুলে ধরব করোনা ভাইরাস রোগ প্রতিরোধে করণীয় বিষয়াবলি  ও পরামর্শ। The world is the first to know the origin of coronavirus from Wuhan, China. The disease caused by the Corona virus, Covid-I, has now become epidemic worldwide. Many people are dying of this disease. However, many of us do not know how the virus attacks the body and why people die. Here are some of the topics and tips on how to prevent the spread of Corona virus.

করোনাভাইরাস ভাইরাস সংক্রমণরােধ ও এ রােগে আক্রান্ত রােগীদের চিকিৎসার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও সর্তক, নির্দেশনা ও পরামর্শ অনুসরণের জন্য অনুরােধ করা হলাে। করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষার জন্য ভাইরাসের বিস্তার সম্পর্কে সচেতন থাকুন। করোনাভাইরাস থেকে বাঁচতে আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করে নিজে সচেতন হন এবং অন্যকে সুরক্ষা দিন।

আরো পড়ুন- করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে

করোনা ভাইরাস রোগ প্রতিরোধে করণীয় বিষয়  ও পরামর্শ

করোনা ভাইরাস যেভাবে ছড়ায়ঃ

• এ ভাইরাস কোন প্রাণী থেকে মানুষের দেহে ঢুকে থাকে;
• এখন মানুষ থেকে মানুষে সংক্রমণিত হয়;
• করােনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়;
• শ্বাসতন্ত্রের মাধ্যমে (হাঁচি/কাশি/কফ/থুথু) এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়।

করোনা ভাইরাসের লক্ষণসমূহঃ

• ভাইরাস শরীরে ঢােকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় ২-১৪ দিন লাগে;
• বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জর;
• এছাড়া শুকনাে কাশি/গলা ব্যথা হতে পারে;
• শ্বাসকষ্ট/নিউমােনিয়া দেখা দিতে পারে;
• অন্যান্য অসুস্থতা (ডায়াবেটিস/উচ্চ রক্তচাপ/শ্বাসকষ্ট হৃদরােগ/কিডনী সমস্যা/ক্যান্সার ইত্যাদি) থাকলে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হতে পারে।

করোনাভাইরাস প্রতিরােধে করণীয়ঃ

• ব্যক্তিগত সচেতনতা;
• ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড যাবৎ);
• অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না;
• ইতােমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে;
• কাশি শিষ্টাচার মেনে চলতে হবে (হাঁচি/কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে);
• অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করতে হবে;
• মাছ-মাংস ভালােভাবে রান্না করে খেতে হবে;
• অসুস্থ হলে ঘরে থাকতে হবে, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে;
• জরুরী প্রয়ােজন ব্যতীত বিদেশে ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়ােজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে;
• প্রবাসী আত্বীয় স্বজনকে জরুরী প্রয়ােজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে;
• প্রয়ােজন ছাড়া যে কোন জনসমাগম এড়িয়ে চলতে হবে;
• অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে হবে।

সন্দেহভাজন রােগীর ক্ষেত্রে করণীয়ঃ

• অসুস্থ রােগীকে ঘরে থাকতে বলুন;
• মারাত্নক অসুস্থ রােগীকে নিকটস্থ হাসপাতালে যেতে বলুন।
• রােগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন;
• রােগীর নাম, বয়স, যােগাযােগের পূর্ণ ঠিকানা ও মােবাইল নম্বর সংরক্ষণ করুন এবং
আইইডিসিআর এর করােনা কন্ট্রোল রুমে (০১৭০০-৭০৫৭৩৭) অথবা হটলাইন নম্বরে (০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪, ০১৯২৭-৭১১৭৮৫) যােগাযােগ করুন।

করােনা ভাইরাস সম্পর্কে ভালােভাবে জানুন এবং অপরকে জানান। সচেতন নাগরিক হিসাবে উপরে উল্লেখিত নির্দেশনা ও পরামর্শ নিজে জানতে হবে অপরকে জানাতে হবে। এ ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রতিরােধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group