শিক্ষা নিউজ

পূবালী ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022 Pubali Bank Jobs Circular – apply online

পূবালী ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022 Pubali Bank Jobs Circular – apply online নিয়োগের মানদণ্ড, পদবী, সাধারণ শর্তাবলী এবং জনশক্তির সংখ্যা (হেড অফিসের জন্য, ঢাকার জন্য) নিম্নরূপ: না। প্রধান কার্যালয়ের জন্য পদগুলি: এজিএম / এসপিও: ০৫ (পাঁচ), পিও / এসও: ১০ (১০), অফিসার- ০৮ (আট), জো-১১ (এগারো), ডেপুটি জুনিয়র অফিসার (এডিসি)- ২১ (একুশ)। মোট: ৫৫ (৫৫)।

  1. মার্চেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিটের জন্য এজিএম / এসপিও (ইউনিট হেড / ডেপুটি ইউনিট হেড)
    Alternative Delivery Channel (ADC) বিভাগ।
    না।

পোস্ট (গুলি): 02 (দুই)
একাডেমিক যোগ্যতা:
একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি। এমবিএ ডিগ্রি থাকাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা:
(ক) এজিএমের জন্য:
• নূন্যতম ১০ (দশ) বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং সর্বনিম্ন ৭ (সাত) বছর
মার্চেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট।
• মার্চেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট/ই-বিজনেসের প্রধান হিসেবে কাজ করা হবে
বেশি পছন্দ।
• বয়স 30.11.2022 হিসাবে 42 বছরের বেশি নয়।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

পূবালী ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022 Pubali Bank Jobs Circular – apply online

পূবালী ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022 Pubali Bank Jobs Circular - apply online

অত্যন্ত অভিজ্ঞ / যোগ্য প্রার্থীদের জন্য বয়সের ছাড়।
(খ) এসপিওর জন্য:
• মার্চেন্টের ক্ষেত্রে ন্যূনতম 08 (আট) বছরের ব্যাংকিং অভিজ্ঞতা ন্যূনতম 5 (পাঁচ) বছর সহ
অধিগ্রহণ ও ব্যবস্থাপনা ইউনিট।
• মার্চেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট/ই-বিজনেসের প্রধান হিসেবে কাজ করা হবে
বেশি পছন্দ।

বয়স 30.11.2022 হিসাবে 40 বছরের বেশি নয়।

অত্যন্ত অভিজ্ঞ / যোগ্য প্রার্থীদের জন্য বয়সের ছাড়।
দায়িত্ব:
• নতুন গ্রাহক অধিগ্রহণ এবং লক্ষ্য নির্ধারণের জন্য পরিকল্পনা করা।
• এডিসিতে গ্রাহকদের / নতুন বণিকদের বোর্ডিং করার সময়।
• ব্যবসায়ীদের রক্ষণাবেক্ষণ এবং এডিসির মাধ্যমে কাস্টমাইজড সমাধান সরবরাহ / স্থাপন করা
তাদের পণ্য ও সেবা
• মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি এবং পরিচালনা করা।

যে নম্বরে ফোন করলেই পাওয়া যাবে ত্রাণ। ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ নিতে পারবেন সাধারণ মানুষ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে আলোচনা করে একটি ব্যবস্থা দাঁড় করাতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রোববার (১৯ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বিষয়টি জানান।

তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এখন ৩৩৩ নম্বরে যেমন স্বাস্থ্য বিষয়ক বা করোনা বিষয়ক তথ্য পাওয়া যাচ্ছে, সেভাবে এই নম্বরটি আমাদের সঙ্গে কানেক্টেড হবে। আমাদের সঙ্গে সংযুক্ত করার মূল উদ্দেশ্য হলো- কেউ যদি ত্রাণ না পায়, সে আমাদের জানাবে, আমরা তার খাদ্যের ব্যবস্থা করব।’

 

তিনি বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসব। সেই মিটিংয়ে আইসিটির এক্সপার্ট ও আমাদের এক্সপার্টরা থাকবেন। তাদের গাইডলাইন দেয়া হবে যত দ্রুত সম্ভব এটা চালু হবে।’

‘কাজ শেষ হলে আমরা বিজ্ঞাপন দেব, যারা খাদ্য কষ্টে আছেন যাদের খাদ্য সহায়তা প্রয়োজন তারা ৩৩৩ নম্বরে যোগাযোগ করুন। যে কোনো জায়গা থেকে যে কেউ ফোন করতে পারবেন।’

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তো ত্রাণ দিচ্ছি, এরপরও মাঝে মাঝে অভিযোগ আসছে অনেকে তা পাননি। যিনি ত্রাণ পাননি তিনি কোথায় যোগাযোগ করবে না করবে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছিলাম- একটা হটলাইন নম্বর করি। তিনি বললেন, ৩৩৩ তো একটি স্ট্যাবলিস্ট নম্বর, এটার সঙ্গে কানেক্টেড হয়ে গেলেই তো আর আলাদা নম্বর লাগে না। প্রধানমন্ত্রী সংসদেও গতকাল এ বিষয়ে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ ৩৩৩ নম্বরে ফোন করে আমাদের বলে যে সে ত্রাণ পাননি- তবে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি আছে, যার কাছাকাছি থাকবে তারা যাচাই করে তাকে ত্রাণ দেবে।’

করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। ছুটির কারণে অনেকেই কর্মহীন হয়েছেন। কর্মহীন ও দুস্থ মানুষকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ দিচ্ছে সরকার। ইতিমধ্যে সাত দফায় ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য সরকার ৪৭ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং ৯৪ হাজার ৬৬৭ টন চাল বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply