শিক্ষা নিউজ

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা যেভাবে আবেদন করবেন

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা যেভাবে আবেদন করবেন তা জেনে নিন।
আজ থেকে শুরু হচ্ছে নতুন এমপিওভুক্ত এবং এমপিওস্তর পরিবর্তনকৃত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর শিক্ষক-কর্মচারীগণের মে, ২০২০ মাসের জন্য অনলাইনে এমপিও’র আবেদন প্রেরণ প্রক্রিয়া কার্যক্রম।

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে:

এমপিও হওয়ার যোগ্য নতুন শিক্ষক কর্মচারীকে প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ই এম আই এস (www.emis.gov.bd) সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে । শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ই এম আই এস সফটওয়ারে লগ ইন করে নতুন শিক্ষক কর্মচারীর অনুমেদন প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষক কর্মচারীর এমপিওভুক্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতিষ্ঠা প্রধানগণ ৪মে ২০২০ তারিখের মধ্যে অনলাইনে স্বয়ংসম্পূর্ণ এমপিও আবেদন সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ ৪ মে প্রাপ্ত আবেদন ৬ মে`র তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তাগণ ৮মে তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।

উপ আঞ্চলিক কর্মকর্তাগণ আবেদনসমূহ ১৩ মে`র মধ্যে নিষ্পত্তি করে অনুমোদনকৃত আবেদনসমূহ ইএমআইএস সেলে প্রেরণ করবেন।

কলেজ( স্কুল এন্ড কলেজ,উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি পর্যায়)

এমপিও হওয়ার যোগ্য নতুন শিক্ষক কর্মচারীকে প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ই এম আই এস (www.emis.gov.bd) সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে । শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ই এম আই এস সফটওয়ারে লগ ইন করে নতুন শিক্ষক কর্মচারীর অনুমেদন প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষক কর্মচারীর এমপিওভুক্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতিষ্ঠা প্রধানগণ ৬ মে ২০২০ তারিখের মধ্যে অনলাইনে স্বয়ংসম্পূর্ণ এমপিও আবেদন আঞ্চলিক পরিচালকের নিকট প্রেরণ করবেন।

আঞ্চলিক পরিচালকগণ ১৩ মে তারিখের মধ্যে আবেদনসমূহ ১৩ মে`র মধ্যে নিষ্পত্তি করে অনুমোদনকৃত আবেদনসমূহ ইএমআইএস সেলে প্রেরণ করবেন।

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা যেভাবে আবেদন করবেন

আবেদন প্রক্রিয়া

নতুন শিক্ষকরা ইএমআইএস-এ প্রবেশ করে উপরের ডানদিকে registrar মেনুতে ক্লিক করলেই online registration পাতা দেখতে পাবে। তার ঠিক নিচেই দেখবেন ইংরেজিতে লেখা রয়েছে দুটি মেনুবার একটি non-govt college teacher অপরটি non-govt school teacher। আপনি যে ধরনের শিক্ষক সেই মেন্যুতে যাবেন।

নিবন্ধনের জন্য শিক্ষকদের যা দরকার হবে।

১. নাম (একবার বাংলায় একবার ইংরেজিতে)। ২. পিতা ও মাতার নাম ইংরেজিতে। ৩. জন্মতারিখ। ৪. জাতীয় পরিচয়পত্র। ৫. মোবাইল নম্বর। ৬. নিজ জেলা। ৭. ব্যক্তিগত ইমেইল। ভুল ইমেইল হলে চলবে না। ৭. পদের ধরণ, বিষয় ও নিয়োগ সুপারিশকারী। ৮. বর্তমান পদবি ও প্রতিষ্ঠানের নাম। ৯. যোগদানের তারিখ। ১০. এনটিআরসিএ পরীক্ষার বছর ও রোল নং। ১১. নিজের স্কান করা ছবি আপলোড করবেন। ১২. নিয়োগ সংক্রান্ত সংযুক্তি যেমন নিয়োগ ও যোগদানপত্র স্ক্যান করে আপলোড করতে হবে

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply