প্রশ্ন সমাধানবিসিএস

৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

৪৪তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ ৷ স্বাস্থ্যবিধি মেনে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (২৭ মে) স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে একযোগে নেওয়া হয়েছে। 44th BCS test Question answer 2022 download.

২৭ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৪তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা-২০২২ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৩ ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ২০২২

বাংলাদেশ কর্ম কমিশনের ৪১তম বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা হবে৷ ৪১ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আপনাদের সুবিধার্থে নীচে তুলে ধরা হলো।

৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন ২০২১

43rd BCS Question Solution 2021 আজকে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলির ২০০ নম্বরের পূর্ণাঙ্গ সমাধান
বাংলা সাহিত্য সামাধান
১। তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
= অনন্ত প্রেম
২। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি
= মহামহোপাধ্যায়
৩। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস
= কর্ণফুলি
৪। নীল লোহিত
= সুনীল
৫। দুর্গেশ নন্দিনীর ১ম প্রকাশ
= ১৮৬৫
৬। ১ম মহিলা ঔপন্যাসিক
= স্বর্ণকুমারি দেবী
৭। আমার দেখা নয়া চীন
= বঙ্গবন্ধু
৮। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম
= পদ্মাপূরাণ
৯। মানুষের মৃত্যু হ’লে তবু মানব থেকে যায়
= জীবনানন্দ দাস
১০। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতায় লাভ করেন ?
= জমিদার নিজাম শাহ
১১। চযাপদ প্রাপ্তিস্থান
= নেপাল
১২। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
= নেকড়ে অরণ্য ( শওকত ওসমান)
১৩। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যটি
= শঙ্খ ঘোষ
১৪। বিদ্যাসাগরের জন্মস্থান
= বীরসিংহ গ্রামে
১৫। মুসলিম সাহিত্য সমাজ
= ১৯ জানুয়ারি, ১৯২৬
১৬। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
= আবুল মনসুর আহমদ
১৭। ঐ ক্ষেপেছে পাগ্ লী মায়ের দামাল ছেলে
=কামাল পাশা ( কাজী নজরুলের কামাল পাশা কবিতার
১৮। সজনীকান্ত দাস এর পত্রিকা
= শনিবারের চিঠি
.
ব্যাকরণ অংশ
১। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত
= হিত্তিক ও তুখারিক
২। রুখের তেন্ত্তুলি কুমীরে খাই- এর অর্থ কী ?
= গাছের তেঁতুল কুমিরের খাবার, (চর্যাপদের পদকর্তা কুক্কুরীপার পদ)
৩। আসমান কোন ভাষা থেকে এসেছে ?
= ফারসি
৪। নিম্ন বিবৃত স্বরধ্বনি এর অর্থ কী ?
= আ
৫। বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন
= ব্যঞ্জনদ্বিত
৬। সপ্তকাণ্ড রামায়ন বাগধারাটির অর্থ
= বৃহৎ বিষয়
৭। ডেকে ডেকে হয়রান হয়েছি। – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে ?
= পৌন:পুনিকতা
৮। ভুল বানান কোনটি ?
=ভূবন
৯। যিনি বিদ্বান , তিনি সর্বত্র আদরনীয় । – এটি কোন ধরনের বাক্য ?
= জটিল বাক্য
১০। চিকিৎসা শাস্ত্র কোন সমাস
= কর্মধারয় ( চিকিৎসাশাস্ত্র= চিকিৎসা বিষয়ক শাস্ত্র = মধ্যপদলোপী কর্মধারয়)
১১। কোনটি নামধাতুর উদাহরণ
= বেতা
১২। গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ
= ভেড়া
১৩। তাতে সমাজজীবন চলে । – এ বাক্যটির অস্তিবাচক
= তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
১৪। বাগযন্ত্রের অংশ কোনটি ?
= সবগুলো
১৫। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিল ?
= সম্প্রদান
১৬। জিজীবিষা – শব্দটির অর্থ
= বেঁচে থাকার ইচ্ছা
বাংলাদেশ বিষয়াবলি
১। প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার
= বিরোধী দল
২। ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র
= মো. হানিফ
৩। সংবিধান লেখার দায়িত্ব
= এ কে এম আব্দুর রউফ
৪। নারী পুরুষের সমতা
= ২৮(২)
৫। কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে চুক্তি
=ইনসেপ্টা
৬। ওআইসিতে বাংলাদেশের সদস্য পদ
=১৯৭৪
৭। ভোটার হওয়ার সর্বনিম্ম বয়স
= ১৮ বছর
৮। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা
= এ্যাটরনি জেনারেল
৯। নির্বান কোন ধর্মের সাথে
= বৌদ্ধ
১০। একনেকের প্রধান
= প্রধানমন্ত্রী
১১। বলাক কোন সংকর জাত
= গম
১২। তথ্য অধিকার আইন
= ২০০৯
১৩। মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের
= তাজউদ্দিন আহমেদ
১৪। রেহেনা মরিয়ম নূর চলচিত্রের পরিচালক
= আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
১৫। প্রাচীন বাংলার জনপদ
=পুণ্ড্র নগর
১৬। সংবিধানে বাজেট আর্থিক বিবৃতি
= ৮৭
১৭। নিপোর্ট কী ধরণের প্রতি
= জনসংখ্যা গবেষণা
১৮। আর্যদের ধর্মগ্রন্থ
= বেদ
১৯।সমতট
= কুমিল্লা নোয়াখালী
২০। বাংলাদেশের ব্যাংক নোট নয় কোনটি
= ২টাকা
২১। বয়স্কভাতা
= ১৯৯৮
২২। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সেক্টর
= ৮নং
২৩। Untranquil Recollections: The Years of Fulfilment গ্রন্থটির লেখক
=Rehman Sobhan
২৪। কৃষিশুমারি হয়নি
=২০১৫
২৫। সাংবিধানিক পদ নয়
= মানবাধিকার কমিশন
২৬। ম্যানিলা কোন ফসলের
= তামাক
২৭। ওরাও জনগোষ্ঠী
= রাজশাহী দিনাজপুর
২৯। সেকেন্ডারি মার্কেট
= স্টক মার্কেট
৩০। ৬দফায় অর্থনৈতিক দফা
=৩টি
দফা ৩: প্রতিটি প্রদেশের জন্য পৃথক, তবে অবাধে রূপান্তরযোগ্য মুদ্রা থাকবে। অথবা, যদি একক মুদ্রা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে মুদ্রা হস্তান্তর রোধ করার উপায় থাকতে হবে।
দফা ৪: রাজস্বের দায়িত্ব প্রদেশের হাতে থাকবে।
দফা ৫: প্রতিটি প্রদেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য পৃথক অ্যাকাউন্ট থাকতে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক অংশের সমাধান
১। ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের
= UNIIMOG
২। গণতন্ত্র দিবস
= ১৫ সেপ্টম্বর
৩। টি আই এর প্রধান কার্যালয়
= জার্মানি
৪। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ
= মিং ক্লাস
৫। জিবুতি দেশটি কোথায়
= এডেন উপসাগরের পাশে
৬। জাতিসংঘের সংস্থা নয়
= আসিয়ান আঞ্চলিক ফোরাম
৭। UNFCCC মূল আলোচ্য বিষয়
= গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন
৮। Word development Report
= বিশ্ব ব্যাংক
৯। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা
= ইন্দোনেশিয়া । ব্যাডমিন্টন মালয়েশিয়ার জনপ্রিয় খেলা, তবে জাতীয় খেলা নয়। বাংলাদেশে যেমন ক্রিকেট জনপ্রিয় কিন্তু কাবাডি জাতীয় খেলা তেমন বিষয়টা।
১০। লেডি উইথ দ্য ল্যাম্প
= ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১১। মিয়ানমারের নির্বাসিত সরকার
= ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট—এনইউজি
১২। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়
= কম্বোডিয়া
১৩। নাথু লা পাস কোন দুটি দেশকে
= ভারত –চীন
১৪। বাংলাদেশের কোনটির সদস্য নয়
=OAS
১৫। আকাবা একটি
= সমুদ্র বন্দর
১৬। ট্রাফাগাল স্কয়ার
= ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে
১৭। মায়া সভ্যতা
= মধ্য আমেরিকায়
১৮। বিশ্ব মানবাধিকার দিবস
= ১০ ডিসেম্বর
১৯। টেকসই উন্নয়নের লক্ষ্য
= ১৭টি
২০। চীনের জিনিজিয়াং এর মুসলিম জনগোষ্ঠী
= উইঘুর
ভূগোলের সমাধান
১। প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়
= ম্যানগ্রোভ
২। প্রবাল দ্বীপ
= সেন্ট মার্টিন
৩। বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান
= কুমিল্লা
৪। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা
= মায়ানমার
৫। বাংলাদেশে আকস্মিক বন্যা হয়
= উত্তর-পূর্বাঞ্চল ( পাহাড়ি অঞ্চলে ফ্লাস ফ্লাড)
৬। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ
= দিনাজপুর
৭। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে
= ভূমিকম্প
৮। সোয়াচ অব নো গ্রাউন্ড
= সাবমেরিন ক্যানিয়ন
৯। নিচের কোন উপজেলাটি সবচেয়ে বেশি নদী ভাঙ্গন প্রবণ
= নড়িয়া ( শরিয়তপুর)
১০। hydro meteorological disaster
= বন্যা । একাধিক উত্তর থাকলে ১ম টা হয় ।
দৈনন্দিন বিজ্ঞান অংশের সমাধান
১। প্রাকৃতির গ্যাসের প্রধান উপাদান
= মিথেন
২। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা
= ৩-৬ %
৩। পানির অনু একটি
= প্যারা চুম্বক
৪। অক্সিজেনে নিউট্রন সংখ্যার প্রশ্ন
= ৯
৫। নিচের কোনটি ডিএনএ ভাইরাস ঘটিত
= স্মল পক্স
৭। প্রোটিন তৈরি হয়
= অ্যামিনো এসিড
৮। হৃদযন্ত্রের সংকোচনক বলা হয়
= সিস্টোল
৯। কোভিড-১৯ যে ধরনের ভাইরাস
=RNA
১০। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত ?
= ২৬.৫ ডিগ্রি সে.]
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের সমাধান
১. RFID বলতে বোঝায়
= Radio Frequency Identification
২. আলোর পালস ব্যবহৃত হয়
= অপটিক্যাল ফাইবার
৩. ইমেইল ঠিকানায় থাকবে
= @
৪. কিবোর্ড ও সিপিইউ এর ডাটা ট্রান্সমিশন
= Simplex
৫. ব্লকচেইনের এর প্রতিটি ব্লক কী তথ্য বহন করে
= সবগুলোই
৬. Bluetooth
= IEEE 802.15
৭. ১০১১১০ বাইনারি
= ৪৬
৮. DNS এর কাজ
= Domain, IP
৯. Open Source DBMS
= MySQL
১০. যে Job Scheduling এ Starvation হয় না
= Round-Robin
১১. Face Recognition System
= Al
১২. Output Device নয়
= microphone
১৩. প্রতিষ্ঠানের ঠিকানা নির্দেশ করে
= URL
১৪. Pay as You Go
= Cloud Computing
১৫. Web Server ব্যর্থ হয় যে আক্রমণে
= Denial of Service (DDos Attack বলে এটাকে)
১৬. Access Time কম
= রেজিস্টার
১৭. ডিজিটাল সিগন্যালকে এনালগ করে
= Modem
১৮. Multi-tasking OS নয়

= DOS

ইংরেজি গ্রামার অংশের সমাধান
1.What is the adjective form of the word ‘people’?
=populous
2.He contemplated marrying his cousin.’ Here ‘marrying ‘is an/a-
=gerund
3.The word ‘to genuflect’ means-
=to bend the knee
4.Fill in the blank: ‘She went to New Market…’
=on foot
5.Fill in the gap:Birds fly………..in the sky.
=at large
6.A speech full of too many words is –
=a verbose speech
7. Identify the correct synonym of the word ‘magnanimous’
=generous
8.It is high time we (act) on the matter.
= acted
9.Identify the correct sentence :
=The girl burst into tears.
10.The phrase ‘sine die’ means
=uncertain
11.Do you have any money……….you?
Fill in the gap with the appropriate preposition:
=on
12.A (herd) of cattle is passing’.The underlined word is an/a
=collective noun
13.What is the antonym for the word ‘deformation’?
=wholeness
14.Words inscribed on a tomb is an…
= epitaph
15.The phrase ‘dog days’ means –
=hot weather
16.Which gender is the word ‘orphan’?
=common
17.What is the noun form of the word ‘laugh’?
= laughter
18.Identify the word which is spelt incorrectly?
=ocassion
19.Change the voice: ‘Nobody trusts a traitor.’
=A traitor is not trusted by anybody
,
Literature
1)Moby Disk’, a novel, was written by……
=Herman Melville
2.If winter comes, can spring be far behind?” – Who wrote this?
P. B Shelley
3.O Henry was from –
=America
4. Where is the setting of the play ‘Hamlet’?
=Denmark
5.’No Second Troy’ is a-
=poem
6.What kind of play is ‘Julius Ceasar’?
=historical
8.Who is the author of ‘Jane Eyre’?
=Charlotte Brontë
10.Who is not an Irish writer?
= D.W Lawrence
11.Who wrote the play ‘ The Way of the World’?
=William Congreve
12.”Better to reign in Hell,than serve in Heav’n.” – Who wrote this?
=John Milton
13.Which of the following novels is not written by an English writer
= One hundred Years of Solitude
14.Who is the poet of the poem ‘ Ozymandias’?
😛. B. Shelley
15. The most famous romantic poet of English literature is..
=William Wordsworth
16.Who is not the Modern poet?
=John Keats
17. Who is the author of the novel ” The God of Small Things”?

= Arundhati Roy

গাণিতিক যুক্তির সমাধান
১। 2Log2^3 + log2^5
= 15
২। x-2 / x-1 + 1/(x-1) -2 = 0 এর সমাধান সেট
={}
3. A= {xeIN l 2<X≤8}
B= {xeIN l x বিজোড় সংখ্যা এবং x≤9} হলে A ∩ B=?
=3,5,7
৪। A এবং B দুটি ঘটনা যেন P(A)=1/2, P(AUB)=3/4 এবং P(B)^c=5/8 হলে P(A^c ∩ B^c)=?
=1/4
৫। বাস্তব সংখ্যায় অসমতাটির সমাধান
=8/3<x<∞
৬। একজন গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে , সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায় ; তাহলে গরুর সংখ্যা কত ?
= 252
৭। 5x-x^2-6=0 হলে নিচের কোনটি সঠিক ?
= 2<x<3
৮। 4^x +4^(1-x) =4 হলেx = ?
=1/2
৯। ¼-1/6+1/9-2/7+ …. ধারাটির অসীম পদের সমষ্টি কত ??
= 3/20
১০। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান । কোনটির মান কত?
= 60
১১। ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্থ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
=11^4
১২। x= √4 +√3 হলে x^3 +1/x^3 এর মান কত?
=52
১৩। একটি নৌকা পানির লেভেলে দড়ি দ্বারা েএকটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূর থাকে, তখন নৌকা থেকৈ ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
= ৫ফুট
১৪। ০ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এর মান কত?
= 126
১৫। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনু্ষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল ?
= 25
মানসিক দক্ষতার সমাধান
১। ঙ, ঞ, ণ …. ধারার পরবর্তী অক্ষর কী হবে ?
= ন (বর্গের শেষ বর্ণ)
২। A এর চেয়ে B দ্বিগুণ কাজ করতে পারে , তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। A একা কাজটি কতদিনে করতে পারে ?
= 21
৩। Drive : Licence : : Breathe : ?
= OXYGEN
৪। একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েড , অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্ট গ্রাজুয়েট । প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
=১৮০
৫। যদি ROSE কে লেখা হয় 6821, CHAIR লেখা হয় 73456, এবং PREACH কে লেখা হয় 961473 তাহলে এর কোড কত?
= 214673
৬। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে ?
=26 ( গোল চিহ্নের বর্গ করে যোগ)
৭। DC DE EF ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে ?
= FG
৮। প্রতিযোগিতায় সবসময় কী থাকে?
= participant
৯।একটি ছবি দেখিয়ে তিন্নী বললো , ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’- ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী ?
= ভাই
১০। নিচের চিত্রের কী বসবে
= M
১১। নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
= চাঁদ
১২। ৪টি বিকল্প নকশার
= ক উত্তর; মাঝে বর্গ
১৩। নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয় । কোন শব্দটি আলাদা
= peculiar
১৪। একজন ব্যক্তি ৫ মাইল পশ্চিমে , ২ মাইল দক্ষিণে , এরপর ৫ মাইল পশ্চিম যায় । যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
= উত্তর নেই ।
15. লিভারের অংক

= ৩৫

সুশাসন ও নৈতিকতা অংশের সমাধান
১। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে ?
= ইমানুয়েল কান্ট
২। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্বারোপ করে
= উপযোগবাদ
৩। কতসালে বাংলাদেশ জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে?
= ২০১২
৪। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কতটি ?
= ৬টি
৫। শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর । – এটি কে বলেছেন ?
= প্লেটো
৬। সুশাসনের মূল ভিত্তি
= আইনের শাসন
৭। নৈতিক মূল্যবোধের উৎস
= ধর্ম । শুধু মূল্যবোধ উৎস সমাজ
৮। On Liberty গ্রন্থের লেখক কে ?
= John Stuart Mill
৯। Governance উৎপত্তিগত অর্থে শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
= ল্যাটিন
১০. Human Society in Ethics Politics গ্রন্থের লেখক কে ?
= Bertrand Russell

৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২১

৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী  অংশের সমাধান

১ । সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি
= ২৫
২। বাংলাদেশের সর্ব দক্ষিণে
= সেন্টমার্টিন
৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য
= ৫টি
৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ?
= বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৫। কে বীরশ্রেষ্ঠ নয়
= মুন্সি আব্দুর রহিম
৬। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয়
= ৭ মার্চ ১৯৭৩
৭। প্রান্তিক হৃদ কোথায়
= বান্দরবান
৮। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে
= ২২-২৪ ফেব্রুয়ারি
৯। বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়
– ২৩মে ১৯৭৩
১০। ঐতিহাসিক ছয় দফায় যে দাবিটি ছিল না
= বিচার ব্যবস্থা
১১। মাৎসনায় বাংলার কোন সময়কাল
= ৭ম-৮ম
১২। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়
=আলাউদ্দিন হোসেন শাহ
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়  কে অগ্রণী ভূমিকা পালন করে
= নওয়াব আব্দুল লতিফ
১৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী
= খাজা নাজিমউদ্দিন
১৫। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায়
= খাগড়াছড়ি
১৬। বাংলার সেন বংশের শেষ শাসন কর্তা
= লক্ষণ সেন
১৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম
= পুণ্ড্র
১৮। কাগমারী সম্মেলন  অনুষ্ঠিত হয়
= সন্তোসে
১৯। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়
= ১১ এপ্রিল, ১৯৭১
২০ । কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য ন
= ৭ (খ)
২১। বাংলাদেশের  সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়
= তত্তাবধায়ক সরকার
২২। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়
=    ৪র্থ
২৩। কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায়
= গারো
২৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয়
= IMF –এর বেইল আউট প্যাকেজ
২৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়
=শশাঙ্ক
২৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন
= সম্রাট পঞ্চম জর্জ
২৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয়
=মুঘল আমলে
২৮। স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে
= জাবেদ করিম
২৯। পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে
= ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
৩০ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আজকে অনুষ্ঠিত ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার আন্তর্জাতিক অংশের সমাধান

১। টি আই যে দেশের সংস্থা
= জার্মানি
২। Weapon of Mass Destruction (WMD)
৩। ক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডাব্লিউজেপি) গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ দেশ
= ডেনমার্ক
৪। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ?
= জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড
৫। রোহিঙ্গা গণহত্যার মামলা করে
= গাম্বিয়া
৬। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে
= সিয়েরা লিওন
৭। জাতিসংঘ নামকরণ করে
= রুজভেল্টে
৮। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য
= তুরস্ক
৯। ন্যাটো কবে প্রতিষ্ঠতি হয়
= ১৯৪৯
১০। জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর
= এঞ্জেলা মারকেল
১১। শান্তিতে নোবেল -২০১৯ যে কারণে
= ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্ত চুক্তি
১২। রোহিঙ্গা গণহ্যার রায়ে
= চারটি নির্দেশনা
১৩। ইনকা সভ্যতা
= দক্ষিণ আমেরিকা
১৪। রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান
= ভিয়েতনাম
১৫। মুদ্রা তহবিল
= ১৯৪৪
১৬। ফিনল্যান্ডের কলোনী ছিল
= সুইডেন
১৭। এশিয়া – আফ্রিকাকে পৃথককারী প্রণালি
– বাব এল মানদেব
১৮। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী
= ১৯১২
১৯। করোনাকে প্যানডেমিক ঘোষণা
= বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২০। ডেমোক্রাটিক দলের মনোয়ন পেতে ডেলিগেট প্রয়োগন
= ১৯৯১

৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার বাংলা অংশের সমাধান

১। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস
= চোখের বালি
২। জেল জীবন কেন্দ্রিক উপন্যাস
= গঙ্গা
৩। ডিঙি টেনে বের করতে হবে । কোন ধরনের ব্যাকের উদাহরণ
= ভাববাচ্য
৪। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত
= সমরেশ মজুমদার
৫। পরানের গহীন ভিতর –কাব্যের রচয়িতা
= সৈয়দ শামসুল হক
৬। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা
= স্মৃতিস্তম্ভ
৭। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো – এ বাক্য কোন ধরনের
=নির্দেশাত্মক
৮। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নমই
= বাক্যতত্ত্ব
৯। কোন বানানটি শুদ্ধ
= মনঃকষ্ট
১০। প্রচুর+ য= প্রাচুর্য কোন প্রত্যয়
= তদ্ধিত
১১। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপ
= ফলা
১২। পাচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল
= দাশরথি
১৩। চারণকবি হিসেবে বিখ্যাত কে ?
= মুকুন্দদাস
১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ’নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র
= চারুলতা
১৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ
= শশব্যস্ত
১৬। অপিনিহিতির উদাহরণ কোনটি
= আজি> আইজ
১৭। কুসীদজীবী বলতে বোঝায়
= সুদখোর
১৮। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি
= আলুনি
১৯। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
= রামচন্দ্র বিদ্যাবাগীশ
২০। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান
= সৈয়দ শামসুল হক
২১। সব কিছু নষ্টদের অধিকারে যাবে- গ্রন্থটির রচয়িতা কে ?
= হুমায়ুন আজাদ
২২। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক
= কী চাহ হে শঙ্কচিল
২৩। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি ?
= নাঢ়াই – শওকত আলী
২৪। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে বৃটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন বইটি বাজেয়াপ্ত হয় ?
= বিশেষ বাঁশি
২৫। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয় । উপন্যাসটির নাম কী ?
= ১৯৭১
২৬।সোমেত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে
= সমর্থ
২৭। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ?
= অক্ষর
২৮। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন
= ক্লিনটন বি সিলি
২৯। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে
= বাবা ছেলেকে বললেন, ‘’তুমি দীর্ঘজীবী হও’’ ।
৩০। চর্যাপদের টীকাকারের নাম কী ?
= মুনিদত্ত
৩১। কোন বানানটি শুদ্ধ ?
= স্বত্ব
৩২। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস
= চিলেকোটার সিপাই ।
৩৩। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে
= শ্রীচৈতন্যদেব
৩৪। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়
= কুষ্ঠিয়া জেলা র কুমার খালী
৩৫। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন ?
= বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে

৪১ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ইংরেজি অংশের সমাধান

  1. “Why, then, ’tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.’ This extract is taken from the drama-

Ans: Hamlet

  1. “Made weak by time and fate, but strong in will

To strive, to seek, to find, and not to yield’ is taken from the poem written by-

Ans: Alfred Tennyson

  1. Give somebody a piece of your mind’ means to-

Ans: tell someone that you are very angry with them.

  1. To win a prize is my ambition.’ The underlined part of the sentence is a/an-

Ans: noun phrase

  1. Choose the word opposite in meaning to ‘terse:

Ans: descriptive

  1. What is the noun form of the word ‘know”?

Ans: knowledge

  1. I shall help you provided you obey me.’ Here the underlined word is a/an-

Ans: conjunction

  1. Identify the correct spelling:

Ans: questionnaire

  1. Find out the correct passive form of the sentence “Who taught you French?

Ans: By whom were you taught French?.

  1. Select the correct comparative form of the sentence ‘A string of pearls was not so bright as her teeth.”

Ans: Her teeth was more brighter than a string of pearls.

  1. In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of-

Ans: Denmark

  1. ‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium?” Who speaks the famous lines?

Ans: Faustus

  1. TheCharacter ‘Alfred Doolittle’ is taken from Shaw’s play titled-

Ans: Pygmalion

  1. The poem “The Love Song of J. Alfred Prufrock’ is written by

Ans: T. S. Eliot

  1. Who is the author of the first scientific romance The Time Machine?

Ans: H. G. Wells

  1. Adela Quested and Mrs. Moore are characters from the novel-

Ans: A Passage to India

  1. “Shylock’ is a character in the play-

Ans: The Merchant of Venice

  1. ‘Vanity Fair’ is a novel written by-

Ans: William Makepeace Thackeray

  1. “Pip’ is the protagonist in Charles Dickens’ novel-

Ans: Great Expectations

  1. “Lady Chatterley’s Lover’ was written by the author of-

Ans: The Rainbow

  1. Identify the word that can be used as both singular and plural:

Ans: fish

  1. The old man was tired of walking. Here ‘walking’ is a/an-

Ans: gerund

  1. Which one is a correct sentence?

Ans: The doctor took my pulse.

  1. I will not let you go.’ In this sentence ‘go is a/an

Ans: infinitive

  1. When Ushashi entered _ talking into the room everybody stopped

Ans: -no preposition required-

  1. Which ‘but’ is a preposition?

Ans: What can we do but sit and wait?

  1. Who is not a romantic poet?

Ans: T.S. Eliot

  1. The play ‘The Birthday Party is written by-

Ans: Harold Pinter

  1. Time held me green and dying Though I sang in my chains like the sea.’ These lines have been quoted from Dylan Thomas’ poem-

Ans: Fern Hill

  1. One whose attitude is ‘eat, drink and be merry is

Ans: epicurean

  1. Call me if you have any problems regarding your work Here ‘regarding’ is a/an-

Ans: preposition

  1. Come on, it’s time to go home.’Here ‘home’ is a/an-

Ans: adverb

  1. Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare. In this sentence the verb ‘arrived’ is-

Ans: intransitive

  1. Which one of the following is a common gender?

Ans: sovereign

  1. ‘Who’s that?” In this sentence ‘that’ is a/an

Ans: pronoun

৪১তম বিসিএস প্রিলির বিজ্ঞান ও প্রযুক্তি অংশের সমাধান

১। আলােকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
উত্তরঃ দূরত্ব

২। সুর্যের নিকটতম নক্ষত্রের নাম-
উত্তরঃ প্রক্সিমা সেন্টাউরি

৩। ১০০ ওয়াট এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
উত্তরঃ ৩৬০০০০ জুল

৪। ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি–
উত্তরঃ টাংস্টেন

৫। গ্রাফিন (graphene) কার বহুরূপী?
উত্তরঃ কার্বন

৬। আইন্সটাইন নােবেল পুরস্কার পান–
উওরঃ আলােক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

৭। মানবদেহে লােহিত কণিকার আয়ুস্কাল কত দিন?

উত্তরঃ – উপরের কোনটিই নয় –

৮। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
উত্তরঃ COD > BOD

৯। পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল

উত্তরঃ ১৯৯৭

১০। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তরঃ স্ট্রাটোমন্ডল

১১। কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
উত্তরঃ ক্লোরােপ্রিক্রিন

১২। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
উত্তরঃ সাগরের পানিতে

১৩। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী
উত্তরঃ আর্টারি

১৪। প্রােটিন তৈরি হয়–
উত্তরঃ অ্যামিনাে অ্যাসিড দিয়ে

১৫। কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বোনেট

১৬। যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম–
উত্তরঃ NAND GATE

১৭। নিচের কোনটির যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম?
উত্তরঃ Bluetooth

১৮। নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
উত্তরঃ ০১১

১৯। RFID বলতে কি বুঝায়-
উত্তরঃ Radio Frequency Identification

২০। নিচের কোনটি সঠিক নয়?
উত্তরঃ (A + B) = A + B

২১। Apache এক ধরনের-
উত্তরঃ Database Management System (DBMS)

২২। ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
উত্তরঃ উপরের সবগুলো

২৩। কোন নেটওয়ার্ক টপােলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
উত্তরঃ স্টার টপােলজি

২৪। একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
উত্তরঃ operating system

২৫। নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
উত্তরঃ Oracle

২৮। যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারী কোডে লেখা হয় তাকে বলে-
উত্তরঃ Machine languáge

২৭। API মানে–
উত্তরঃ Application Programming Interface

২৮। মাইক্রোসফট IIS হচ্ছে একটি
উত্তরঃ ওয়েব সার্ভার

২৯। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
উত্তরঃ ১০-১০০ মিটার

৩০। একটি সিস্টেম যেখানে আইটেমগুলাে এক প্রান্তে সংযােজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানাে হয় তার নাম-
উত্তরঃ Linked list

৪১তম বিসিএস প্রিলির ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের সমাধান

১। মার্বেল কোন ধরনের শিলা
= রুপান্তরিত
২। মধ্যম উচ্চতার মেঘ কোনটি ?
= স্ট্রেটাস
৩। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বষিয়
= জলবায়ু পরিবর্তন হ্রাস
৪। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
= সুন্দরবনের দক্ষিণে
৫। বেঙ্গল ফ্যান ভূমিরুপটি কোথায় অবস্থিত?
= বঙ্গোপসাগরে
৬। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম
= আইসোহাইট
৭। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি
= পুন্ড্রবর্ধন
৮। নিচের কোনটি সত্য নয়
= গোবী মরুভূমি ভারতে অবস্থিত
৯। দক্ষিণ গোলার্ধে উষ্ণমাস কোনটি ?
= জানুয়ারি
১০। UDMC
= Union Disaster Management Committee

পিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষায় পৌনে পাঁচ লাখ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এর মধ্যে দুই লাখ ১১ হাজার প্রার্থীই ঢাকার। এ ছাড়া রাজশাহী বিভাগে ৩৭ হাজার, চট্টগ্রামে ৩৫ হাজার, রংপুরে ৩২ হাজার, খুলনায় ৩০ হাজার, বরিশালে ১২ হাজার, সিলেটে ১৬ হাজার এবং ময়মনসিংহে ২৮ হাজার পরীক্ষার্থী।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে।

শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে। পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক হিসেবে ৮ জনকে নেওয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে ৩ জনকে নেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।

সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন।পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) হিসেবে ১৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

Leave a Reply